বাংলাদেশে প্রতিটি গাছ কাটার বিনিময়ে ১০টি গাছ লাগানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিজ্ঞাপন
হাইকোর্ট বলেছে, "একটি গাছ কাটলে ১০টি গাছ লাগাতে হবে। জনস্বার্থে একান্ত প্রয়োজন হলে অনুমতি নিয়ে দু-একটি গাছ অপসারণ করা যাবে। তবে কাটার আগে গাছ লাগাতে হবে।"
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ সড়ক নির্মাণের সময় ৩০টি তালগাছ উপড়ে ফেলার ঘটনার প্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ অভিমত ব্যক্ত করে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের পরিচালক মো. মামুনুর রশীদ। তার উদ্দেশে আদালত এ কথা বলে। আগামী ৩১ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছে হাইকোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, গত ৪ মে দৈনিকে প্রথম আলোতে 'গ্রামের ৩০টি তালগাছ কাটলেন চেয়ারম্যান' শিরোনামে প্রতিবেদন ও ৬ মে 'তালগাছ উপড়ে ফেলা হলো' শিরোনামে সম্পাদকীয় ছাপা হয়। সেখানে বলা হয়, কলাপাড়া উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণ করতে গিয়ে মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে এক সপ্তাহ ধরে খননযন্ত্র বা এক্সকাভেটর দিয়ে পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অন্তত ৩০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। তালগাছগুলোর বয়স ছিল ২৫ থেকে ৩০ বছর। সম্পাদকীয়টি নজরে এলে ৭ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী এবং প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
জেকে/ দ্য ডেইলি স্টার
জাতীয় বৃক্ষমেলা : ১২ লাখ টাকা দামের গাছও রয়েছে যেখানে
ঢাকার শের-ই-বাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষ মেলা৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে দুই পর্বের এই মেলার প্রথম পর্ব ৫ জুন শুরু হয়ে চলবে ২৬ জুন পর্যন্ত৷
ছবি: Harun Ur Rashid/DW
সবার জন্য উন্মুক্ত
৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চলার পরে মেলায় ঈদের বিরতি৷ ঈদের পরে ১ জুলাই শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলবে মেলা৷ সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৪টি স্টলে ফলদ, বনজ গাছ, নানা ফুলের সমারোহ আর ইনডোর- আউটডোর গৃহসজ্জার গাছ ও লতাপাতায় সেজে ওঠা মেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগে না৷
ছবি: Harun Ur Rashid/DW
বনসাইয়ের দাম ১২ লাখ টাকা
এই বনসাই গাছটির দাম চাওয়া হয়েছে ১২ লাখ টাকা৷ আশুলিয়া নার্সারি দাবি করছে থাইলান্ডের ‘ফিকাস’ নামের এই গাছটি ৩৫ বছর ধরে বনসাই করেছেন তারা৷
ছবি: Harun Ur Rashid/DW
দৃষ্টিনন্দন ক্যাকটাস
ভারত থেকে আনা এই দৃষ্টিনন্দন ক্যাকটাসটি বড় হয়েছে বাংলাদেশের মহানন্দা নার্সারিতে৷ দাম চাওয়া হচ্ছে ছয় হাজার ৫০০ টাকা৷
ছবি: Harun Ur Rashid/DW
আমে ভরা গাছ
নানা জাতের আম গাছ উঠেছে বৃক্ষমেলায়৷ পুরো মেলায় এক হিসেবে আমসহ আম গাছই বেশি৷ চিয়াংমাই নামের এই আম মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে৷
ছবি: Harun Ur Rashid/DW
ঔষধি গাছ
মেলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের ঔষধি গাছ৷ স্টলগুলোও সাজানো হয়েছে ঔষধি বাগানের মতো করে৷
ছবি: Harun Ur Rashid/DW
রাবার গাছ
রাবার গাছ নিয়ে এসেছে বন শিল্প কর্পোরেশন৷ তারা রাবার গাছের চারাও বিক্রি করছে মেলায়৷
ছবি: Harun Ur Rashid/DW
হৃদয় আকৃতির পাতা
গৃহসজ্জার এই লতা ঘাছটির নাম ‘লাভ লিফ’৷ হৃদয় আকৃতির পাতা অনেকেরই দৃষ্টি কেড়েছে৷
ছবি: Harun Ur Rashid/DW
আছে আমলকি, মাল্টা
আমলকি গাছ নিয়ে মেলায় হাজির হয়েছে বেশ কয়েকটি নার্সারি৷ আছে মাল্টাসহ আরো অনেক ফলের গাছ৷
ছবি: Harun Ur Rashid/DW
অনেক কদবেল গাছ
মেলায় ফলদ কদবেল গাছও উঠেছে প্রচুর৷ ফলসহ এই কদবেল গাছটির দাম চাওয়া হচ্ছে ৪০ হাজার টাকা৷ তবে চারার দাম অনেক কম৷
ছবি: Harun Ur Rashid/DW
সৌন্দর্য বাড়াচ্ছে করমচা
করমচা মেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে৷ কেউ কিনুক না আর না কিনুক রঙিন এই করমচার কাছে একটু দাঁড়াবেনই৷
ছবি: Harun Ur Rashid/DW
মালয়েশিয়ার আম
মালয়েশিয়ার তোতাপুরি আম গাছও বিক্রি হচ্ছে মেলায়৷ এই আম টবেও চাষ করা যায়৷ তবে গাছের দাম বেশি৷ এই গাছটির দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা৷
ছবি: Harun Ur Rashid/DW
নানা জাতের ফুল গাছ
মেলায় মিলছে নানা জাতের ফুল গাছ৷ দেশি-বিদেশি সব ধরনের ফুল গাছই পাওয়া যাচ্ছে৷ শুধু গোলাপ ফুল গাছই আছে ১০-১২ রকমের৷
ছবি: Harun Ur Rashid/DW
ঘর সাজানোর লতা
ঘর সাজানোর জন্য আছে নানা লতা আর সেই লতার সঙ্গে মানানসই ফ্রেম৷
ছবি: Harun Ur Rashid/DW
মধু
প্রক্রিয়াজাত করা ও নানা শুকনো ফলের স্টলও আছে মেলায়৷ আছে মধু৷
ছবি: Harun Ur Rashid/DW
‘ব্যানানা আম’
বাংলাদেশে কয়েক বছর ধরেই আলোচনায় ‘ব্যানানা আম’৷ বাহারি এই আম দেশের বাইরেও যাচ্ছে৷ মেলায়ও পাওয়া যাচ্ছে ব্যানানা আম গাছ৷
ছবি: Harun Ur Rashid/DW
‘চিকেন ফার্ন’
ঘর সাজানোর জন্য ফার্ন৷ থাইল্যান্ডের এই ‘চিকেন ফার্ন’ নিয়ে এসেছে একটি নার্সারি৷ একটি ফার্নের দাম চাওয়া হচ্ছে আট হাজার টাকা৷
ছবি: Harun Ur Rashid/DW
ঘুরে দেখার নানা ব্যবস্থা
মেলা সময় নিয়ে ঘুরে দেখার জন্য নানা ব্যবস্থা আছে৷ তারই অংশ হিসেবে আছে ব্রেস্ট ফিডিং সেন্টার৷
ছবি: Harun Ur Rashid/DW
ফুলে-ফলে সাজানো উদ্যান
স্টলগুলো যেন ফুলে-ফলে সাজানো একেকটি উদ্যান৷ গাছ কেনার বাইরেও বৃক্ষ আর সৌন্দর্যপ্রেমীর সময় কাটানোর সব আয়োজন আছে সেখানে৷
ছবি: Harun Ur Rashid/DW
টব
গাছ রাখার টবও পাওয়া যাচ্ছে মেলায়৷
ছবি: Harun Ur Rashid/DW
গাছে পানি দেয়ার যন্ত্র
অটোমেটিক ফগার ইরিগেশন যন্ত্রপাতিরও স্টল আছে৷ কেউ কয়েকদিনের জন্য বাসা ছেড়ে বাইরে বেড়াতে গেলে কোনো চিন্তা নেই৷ স্বয়ংক্রিয়ভাবে গাছে পানি দেবে এই যন্ত্র৷
ছবি: Harun Ur Rashid/DW
নানা জাতের আঙুর গাছ
লাল আঙুর ছাড়াও নানা জাতের আঙুর গাছ পাওয়া যাচ্ছে মেলায়৷ এসব গাছের যত্ন নেয়ার উপায়ও বলে দেয়া হচ্ছে৷
ছবি: Harun Ur Rashid/DW
মেলায় জাতীয় ফল
বৃক্ষ মেলায় জাতীয় ফল কাঁঠাল গাছ থাকবে না তা কি হয়? বেশ কয়েকটি নার্সারি বিক্রি করছে ফলসহ কাঁঠাল গাছ ও গাছের চারা৷