1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বীপ নিয়ে উত্তেজনা

মাথিয়াস ফন হাইন/আরবি১৮ এপ্রিল ২০১৩

একটি দ্বীপপুঞ্জকে নিয়ে জাপান ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে বেশ কয়েক বছর ধরে৷ জাপানে সেনকাকু ও চীনে ডিয়াওউ বলা হয় এটিকে৷ তেল ও গ্যাস সমৃদ্ধ এই জায়গাটির দাবিদার দুটি দেশই৷ কেউ ছাড় দিতে রাজি নয়৷

ছবি: Reuters

এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তি জাপান ও চীনের মধ্যে এই বিবাদবিসংবাদ শুধু মাত্র জ্বালানি পদার্থের স্বত্বাধিকার নিয়েই নয়৷ জাতীয়তাবাদী এক তীব্র অনুভূতিও এর সঙ্গে যুক্ত৷ কেননা চীনের ইতিহাসে জাপান বিরোধী মনোভাব আষ্টেপৃষ্ঠে জড়িত৷

ইন্টারনেশনাল ক্রাইসিস গ্রুপের স্টেফানি ক্লাইনে আলব্রান্ট এই প্রসঙ্গে বলেন, ‘‘কয়েক দশক ধরে চীন সরকার তথাকথিত স্বদেশ প্রেমের প্রচারণা চালাচ্ছে৷ চীনের গণমাধ্যমগুলিতে প্রায়ই দখলদারি শক্তি জাপানের নিষ্ঠুরতা ঢাকঢোল পিটিয়ে চিত্রিত করা হয়৷ জাপানের বিরুদ্ধে চীনের ঐতিহাসিক বিজয়কে ফলাও করে প্রচার করা হয়৷ আর এক্ষেত্রে চীনের কম্যুনিস্ট সরকারের জয়গানেও সোচ্চার প্রচার মাধ্যমগুলি৷''

ভাবমূর্তির পুনরুদ্ধার

বিদেশি শক্তি কর্তৃক শতবর্ষের নির্যাতন ও অবমাননার বিরুদ্ধে চীনের কমিউনিস্ট পার্টি দেশটির সার্বভৌমত্ব নিশ্চিত করতে পেরেছে৷ এটাই আজ বড় করে দেখানো হচ্ছে৷

একটি দ্বীপপুঞ্জকে নিয়ে জাপান ও চীনের মধ্যে বিরোধ চলে আসছে বেশ কয়েক বছর ধরেছবি: Reuters

কমিউনিস্ট পার্টির ভাবমূর্তি দেশে বিদেশে বিনষ্ট হয়ে যাওয়ায় এখন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিষয়টিকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে৷ কমিউনিস্ট পার্টির প্রধান শি চিনপিং ‘চীনের স্বপ্ন' ও ‘জাতীয় শক্তির পুনরুদ্ধার'-এর ব্যাপারে সোচ্চার এখন৷ চীন বিশেষজ্ঞ গ্যুন্টার শুবার্ট দ্বীপ নিয়ে ঝগড়াঝাঁটির ব্যাপারটিকে একটি রাজনৈতিক ইস্যু বলে মনে করেন৷ দেশটির অভ্যন্তরীণ অস্বচ্ছতা পররাষ্ট্রনীতির সাফল্য দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে৷

জনসাধারণের ওপর সেরকম ভাবে আর প্রভাব বিস্তার করতে পারছে না চীনের নেতৃত্ব৷ সেন্সরের কড়াকড়ি সত্ত্বেও আজ প্রযুক্তির জয়যাত্রাকে ঠেকানো যাচ্ছে না৷ ইন্টারনেট, এসএমএস, টুইটার ইত্যাদির দৌলতে মানুষের চোখকে বন্ধ করে রাখা যাচ্ছেনা৷

প্রযুক্তির মহিমা

চীন বিশেষজ্ঞ স্টেফানি ক্লাইনে আলব্রান্ট বিষয়টিকে এই ভাবে দেখছেন: ‘‘চীন সরকার জনসাধারণকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, বিশেষ করে যাদের কন্ঠস্বর ক্রমেই জোরালো ও সমালোচনামুখর হচ্ছে৷ চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা উপকূলরক্ষা বাহিনীর জাহাজগুলিকে স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করছেন৷ সরকারকে সমালোচনা করে তারা বলছেন, ‘‘দ্বীপটির কাছাকাছি যাওয়াও তোমাদের পক্ষে সম্ভব হয়নি৷'' প্রযুক্তির এই মাধ্যম জাতীয়তাবোধকে এক রাজনৈতিক শক্তিতে রূপান্তর করেছে৷ যার ফলে সরকারের বৈধতাই এখন হুমকির মুখে পড়ছে৷''

জাপানও পিছিয়ে নেই

বলা যায়, অতীতের দুর্বলতা ও অবমাননার অনুভূতি থেকে উত্থান ঘটেছে চীনে জাতীয়তাবাদী ধ্যানধারণার৷ অন্যদিকে, জাপানের ক্ষেত্রে বিষয়টি একেবারে উল্টো৷ এ দেশটিতে জাতীয়তাবোধ জেগে উঠেছে অতীতের শক্তি হারানোর বেদনা থেকে৷ বার্লিনের ইতিহাসবিদ সেবাস্টিয়ান কনরাড বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘ঞ্চলিক প্রভাব ও প্রতিপত্তি হারানোর ক্ষতি কিছুটা পুষিয়ে দেবার জন্যই জাতীয়তাবোধকে আবার চাঙা করা হচ্ছে৷''

৯০-এর দশকেও জাপানে জাতীয়তাবাদী শক্তির তেমন উচ্চবাচ্য ছিল না৷ তখন দেশটির অর্থনৈতিক অবস্থা ছিল রমরমা৷ পূর্ব এশিয়ায় চীনের খুব বেশি আধিপত্য ছিল না৷ শক্তিশালী দেশ হিসাবে জাপান তখন তার উদারতাও দেখিয়েছিল৷ যুদ্ধের সময় ও দখলদারি শক্তি হিসাবে চীনে ঘটানো অপরাধের জন্য ক্ষমাও চেয়েছিল প্রতিবেশী দেশটির কাছে৷ কিন্তু জাপানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় ও চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় চিত্রটা পাল্টে যায়৷ জাপানে জাতীয়তাবাদী কণ্ঠ সরব হতে শুরু করে৷ সংখ্যার দিক দিয়ে খুব বেশি না হলেও বহু তর্ক বিতর্কের জন্ম দেবে তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ