1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বানরের কারণে বিদ্যুৎবিভ্রাট!

২৬ জুন ২০১৬

ছোট্ট একটি প্রাণী, অথচ তার কারণে কিনা একটি পুরো দেশ বেশ কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ল৷ কেনিয়ার একটি বৈদ্যুতিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছিল একটি বানরের কারণে৷

ইন্দোনেশিয়ার ওরাংউটান
ছবি: Chaideer Mahyuddin/AFP/Getty Images

ছোট কোনো এলাকা বা শহর নয়, পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল ঐ বানরের কারণে৷ হ্যাঁ ঘটনাটি ঘটেছিল কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১৮০ কিলোমিটার দূরে৷ সেখানে একটি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা পানি বিদ্যুৎ চুল্লীর ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে বানরটি৷ এতে গ্রিডে ১৮০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়৷

কেনিয়ার ইলেকট্রিসিটি জেনারেটিং কোম্পানি কেনজেন জানায়, গিতারু পানি বিদ্যুৎ কেন্দ্রে ঘটনাটি ঘটে ৮ জুন সকাল ১১টায়৷ তারা জানায়, একটি বানর বিদ্যুৎ কেন্দ্রের ছাদে উঠে ট্রান্সফর্মারের উপর লাফিয়ে পড়ে৷ বানরটি বেঁচে গেলেও ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে৷ ট্রান্সফর্মার বিস্ফোরিত হওয়ায় যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়, সেইসাথে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন৷ ফলে ১৮০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দেয়৷ আর ফলাফল দেশজুড়ে লোডশেডিং৷

বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়৷ বিভিন্ন খাতে উৎপাদন বন্ধ হয়ে যায়৷ নষ্ট হয়ে যায় অনেক দ্রব্য-পণ্য৷ কেনজেন জানায়, নিরাপত্তা সত্ত্বেও বন্য প্রাণী কিভাবে সেখানে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর বিদ্যুৎ কেন্দ্রে বন্য প্রাণীদের চলাফেরা রোধে তারা আরো কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে৷

এপিবি/ডিজি (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)

এমন মজার একটা প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

মাদাগাস্কারের লেমুর বানর

03:55

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ