1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিওর জন্য জব্দ পুলিশ!

৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে রোহিত ভেলমুলারের আত্মহত্যার জের ধরে এখনও চলছে আন্দোলন৷ অব্যাহত রাজনীতির নানা খেলাও৷ কিন্তু এর মধ্যে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের লাঠি চার্জ করায় মহা সমস্যায় পড়েছে পুলিশ প্রশাসন৷ শুধুমাত্র একটা ভিডিওর কারণে৷

Indien Studenten Proteste Rohith Vemula
ছবি: picture-alliance/AP Photo/A.Qadri

এমন ঘটনা ভারতে নতুন নয়৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস হয়ে ওঠা, জলকামান, লাঠির ব্যবহার হামেশাই ঘটছে দেশটিতে৷ কিন্তু এবার ঘটনাটি অন্যদিকে মোড় নেয়৷ ঘটনাস্থল থেকে তোলা একটা ভিডিও গোটা পুলিশ প্রসাশনকে দাঁড় করায় একেবারে আসামির কাঠগড়ায়৷

খোদ দিল্লির মুখ্যমন্ত্রী নিরস্ত্র ছাত্র-ছাত্রীর ওপর পুলিশের এমন নির্দয় লাঠিপেটার সমালোচনা করেন৷

গত সপ্তাহান্তের সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত এক ফটো সাংবাদিক বিকাশ কুমারও ঘটনাটিকে ‘অমানবিক' হিসেবেই বর্ণনা করেছেন৷ তাঁর কথায়, ‘‘ছাত্র-ছাত্রীরা একটা ছোট্ট দলে বেশ শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিল৷ তাদের কাছে কোনোরকম অস্ত্রও ছিল না৷ তাই পুলিশ ইচ্ছে করলে খুব সহজেই তাদের আয়ত্তে আনতে পারতো৷ কিন্তু তারা তেমনটা না করে সরাসরি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে৷''

প্রসঙ্গ, দলিত মায়ের সন্তান রোহিত ভেলমুলার ছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক৷ সবেমাত্র পিএচডি করছিলেন রোহিত৷

ডিজি/এসিবি

ভিডিওটি দেখলেন? এমন কি বাংলাদেশে হয়? আপনার অভিজ্ঞতা কী বলে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ