1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি লাশ লাইফ জ্যাকেট পরা অবস্থায় ছিল

৩১ ডিসেম্বর ২০১৪

এয়ারএশিয়া দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধারের কাজ চলেছে৷ একটি লাশ পাওয়া গিয়েছে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায়, একজন বিমানকর্মীকে উর্দি পরা অবস্থায়৷ প্রায় বিবস্ত্র লাশের কথাও গোড়ায় শোনা গেছিল৷

Air Asia Indonesien Wrackteil 30.12.2014
ছবি: Reuters/Antara Foto/Kenarel

অপরদিকে বোর্নিও দ্বীপের উপকূলে জাভা সাগরবক্ষে ৩০ থেকে ৫০ মিটার জলের তলায় বিমানটির ধ্বংসাবশেষের হদিশ পেয়েছেন উদ্ধারকর্মীরা ‘সোনার' প্রয়োগ করে৷ আবহাওয়া এখনও দুর্যোগপূর্ণ, দুই থেকে তিন মিটার উঁচু ঢেউয়ের ফলে ডুবুরি নামাতে অসুবিধা হচ্ছে৷ বিমানের ব্ল্যাক বক্স বা ভয়েস রেকর্ডারের খোঁজ পাওয়া এ যাবৎ সম্ভব হয়নি৷

ফ্লাইট কিউজেড৮৫০১ গত রবিবার ইন্দোনেশিয়ার সুরাবাইয়া শহর থেকে সিঙ্গাপুর অভিমুখে উড়াল শুরু করার ৪০ মিনিট পরেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিমানটি তখন ৩২,০০০ ফুট উচ্চতায় ছিল৷ খারাপ আবহাওয়ার কারণে বৈমানিকরা ৩৮,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চান এবং তাঁদের ৩৪,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দেওয়া হয় – কিন্তু সেই কয়েক মনিটের মধ্যেই বিমানটি অন্তর্হিত হয়৷

একজন ফ্লাইট অ্যাটেন্ডান্টকে যে জামাকাপড় পরা অবস্থায় পাওয়া গিয়েছে, তার অর্থ, বিমানটি অক্ষত অবস্থাতেই সাগরে আছড়ে পড়ে – বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন৷ অপরদিকে লাইফ জ্যাকেট পরা লাশটির অর্থ, বিমানের আরোহীরা আসন্ন বিপদের কথা জানতেন অথবা আন্দাজ করতে পেরেছিলেন এবং লাইফ জ্যাকেট পরে নেওয়ার মতো সময় পেয়েছিলেন৷

সিএনএন প্রমুখ সংস্থা গোড়ায় অন্তত দু'টি লাশের ছবি দেখাচ্ছিল, যেগুলি প্রায় বস্ত্রহীন অবস্থায় সাগরের জলে ভাসছে৷ এই ইমেজগুলি যদি সত্যি হয় এবং তাদের সঠিক অর্থ করা হয়, তাহলে বলতে হবে, নিহতেরা বিপুল উচ্চতা থেকে মাটির দিকে – এক্ষেত্রে পানির দিকে পড়েছেন এবং বাতাস তাদের জামাকাপড় খুলে নিয়েছে৷ তাহলে কি বিমানটি আকাশেই ভেঙে দু'টুকরো হয়ে গিয়েছিল, কিংবা বিমানটির কোনো দরজা খোলা ছিল?

বিমানটির শেষ রাডার ‘ছবি' বলছে, বিমানটি নাকি ঘণ্টায় প্রায় ৬৫৪ কিলোমিটার গতিতে ওপরে উঠছিল, যা এ ধরনের একটি ‘ম্যানোভার'-এর জন্য প্রায় ১৮৫ কিলোমিটার কম – বলছেন পাইলটরা এবং বিশেষজ্ঞরা৷ কাজেই বিমানটি ‘স্টল' থাকতে পারে, অর্থাৎ বাতাস ছাড়া ঘুড়ির মতো গতি হারিয়ে হঠাৎ নীচে নেমে গিয়ে থাকতে পারে – যার ফলে দুর্ঘটনা ঘটে৷

এ সব কিছুই জানা যাবে আগামীতে, তদন্ত ও অনুসন্ধানে৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ