1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটু হাসলে ক্ষতি কি!

১১ আগস্ট ২০১৭

বছর দুয়েক আগের কথা৷ হঠাৎ করেই বোতলে আটা কিনতে আসা এক শিশুর ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে৷ সেই থেকে শুরু পরিচিতির৷ এরপর থেকে ইউটিউবে বাংলা মজার ভিডিও জগতে এসেছে এক পরিবর্তন৷ আর এই পরিবর্তনের কারিগরের নাম লনি৷

Screenshot Youtube
ছবি: Youtube/Fun Buzz

লনি, নিজেকে ডা. লনি নামে পরিচয় দিতে ভালোবাসেন৷ তবে সত্যিকার অর্থেই তিনি একজন চিকিৎসক৷ ভিডিও দেখে হাসতে হাসতে দাঁত ব্যাথা হয়ে গেলে, ডা. লনি আছেন সাথে সাথে সেই চিকিৎসা দেয়ার জন্য৷ পেশায় তিনি একজন ডেন্টাল সার্জন৷

প্রথমে একাই কিছু কাজ করা শুরু করলেও, পরে পরিবারের সদস্য এবং পরিবারের বাইরেও অনেকে যুক্ত হতে থাকেন তার সাথে৷ বড় হয় টিম লনির আকার, ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তাও৷

মজার ভিডিও ছাড়াও নানা ধরনের প্র্যাংক, ভিডিও এডিটিংয়ের কাজও লনি করে থাকেন৷

লনি নিজেই ভিডিওর আইডিয়া ঠিক করেন, নিজেই স্ক্রিপ্ট দাঁড় করিয়ে নিজেই এডিটিং প্যানেলে এডিট করেন৷ সিনেমার স্পেশাল ইফেক্টের মাধ্যমে করা কিছু ঝুঁকিপূর্ণ স্টান্টের দৃশ্য সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে দর্শকদের সামনে উপস্থাপন করায় লনির জুড়ি নেই৷

দর্শকরাও বেশ আগ্রহের সাথেই উপভোগ করেন এ সব কারসাজি৷

তবে নিছক মজা করা নয়, সামাজিক নানা অসঙ্গতিও প্রায়শই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন ডক্টর লনি৷

ইউটিউব চ্যানেল লনি'জ ওয়ার্কসের বিভিন্ন ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে এক কোটিরও বেশি বার৷

এডিকে/ডিজি

বন্ধু, ভিডিওগুলো দেখলেন? কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ