1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন দূতাবাসের উপর হামলা

১৩ সেপ্টেম্বর ২০১২

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দূতাবাসের চার কর্মকর্তা নিহত হবার রেশ পড়ছে চারিদিকে৷ ঘটনাস্থল বেনগাজির দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী৷ চলছে হত্যাকাণ্ডের নিন্দা এবং বিতর্কিত ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ৷

ছবি: AP

বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মুসলিম অধ্যুষিত অনেকগুলো দেশে৷ আর বিক্ষোভকারীরা তাঁদের ক্ষোভ জানাতে বেছে নিচ্ছেন মার্কিন দূতাবাসকেই৷ কথিত চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা প্রথমে হামলা চালিয়েছিলেন মিশরের রাজধানী কায়রোতে৷ তারপরই হামলার শিকার হয় বেনগাজির দূতাবাস৷ বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা‘র মার্কিন দূতাবাসেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা৷ তবে মিশর ও লিবিয়া সরকার বলেছে, তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করেন, কিন্তু হামলা বা আক্রমণাত্মক বিক্ষোভের সম্পূর্ণ বিপক্ষে৷ এদিকে প্রতিবাদ জানাতে ঢাকার মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়েছিল হাজারখানেক মানুষ৷ পুলিশ তাঁদের থামিয়ে দিয়েছে৷

Bengasi: USA vermuten Terroranschlag # 13.09.2012 14Uhr # bengasi12d # Journal englisch

01:29

This browser does not support the video element.

মিশর আর ইয়েমেন শুধু বিক্ষোভকারীদের বাধাই দেয়নি, সঙ্গে দেশদুটোর রাষ্ট্রপ্রধান হামলাকারীদের বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থানের কথাও জানিয়ে দিয়েছেন৷ ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মনসুর হাদি তাঁর দেশের দূতাবাসে চালানো হামলার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন৷ পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের নিশ্চয়তাও দিয়েছেন তিনি৷ মিশরের প্রেসিডেন্ট  বলেছেন, ‘মত প্রকাশ বা প্রতিবাদ জানানোর অধিকার সকলেরই রয়েছে৷ আমরা তা সমর্থন করি৷ তবে সে প্রতিবাদ বা বিক্ষোভের লক্ষ্য কোনো দূতাবাস বা জনগণের সম্পত্তি হতে পারে না৷ এমন বিক্ষোভ নিন্দনীয়৷'

এদিকে যুক্তরাষ্ট্রে নির্মিত যে ছবি নিয়ে এত উত্তেজনা তার পরিচালক এবং এক অভিনেত্রীকে নিয়ে এসেছে রহস্যজনক খবর৷ পরিচালকের প্রকৃত পরিচয় নিয়ে দেখা দিয়েছে সন্দেহ৷ আর সিন্ডি লি গার্সিয়া নামের এক অভিনেত্রী দাবি করেছেন, এ ছবিতে অভিনয় করানোর সময় তাঁকে ধোঁকা দেয়া হয়েছে৷ যুক্তরাষ্ট্রের এ অভিনেত্রী বলেছেন, তাঁকে বলা হয়েছিল ছবিটির বিষয়বস্তু মরুভূমির যুদ্ধ, কোনো ধর্মের সঙ্গে যে এর সম্পর্ক রয়েছে এমনটি তাঁকে জানানোই হয়নি৷

এসিবি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ