1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থিরতা রাজপথ ছাড়িয়ে অনলাইনে

৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রাজপথ ছাড়িয়ে অনলাইনে পৌঁছে গেছে অনেকে আগেই৷ রাজনৈতিক দলগুলোর অনলাইন অ্যাক্টিভিস্টরা সক্রিয় নিজ নিজ দলের এজেন্ডা বাস্তবায়নে৷

Proteste in Dhaka Bangladesch 24.12.2014
ফাইল ফটোছবি: AFP/Getty Images

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়েছিল #স্টেপডাউনহাসিনা এবং #এরেস্টখালেদাজিয়া হ্যাশট্যাগের কথা৷ অনলাইন হ্যাশট্যাগ বিষয়ক সাইটগুলো জানাচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশে ট্রেন্ড করেছে #এক্সট্রাজুডিশিয়ালকিলিং এবং #ভায়োলেন্স হ্যাশট্যাগ দু'টি৷

প্রথম হ্যাশট্যাগটি মূলত নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের কথা তুলে ধরতে ব্যবহার করা হচ্ছে৷ হ্যাশট্যাগটি নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ভয়াবহতা তুলে ধরলেও একইসঙ্গে এটি রাজনৈতিকভাবেও ব্যবহার হচ্ছে৷

আর #ভায়োলেন্স হ্যাশট্যাগটি ব্যবহার করে তুলে ধরা হচ্ছে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় পুড়ে যাওয়া মানুষের দেহ৷ রাজনীতির আগুনে ঝলসে যাওয়া এসব মানুষের ছবি বাংলাদেশের রাজনীতির নোংরাতম দিকটি তুলে ধরছে৷ হ্যাশট্যাগ ব্যবহারকারীরা এসব হামলার জন্য বিএনপি এবং জামায়াতকে দায়ী করছেন৷

উল্লেখ্য বাংলাদেশে গত একমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬১ ব্যক্তি৷ তা সত্ত্বেও অস্থিরতা প্রশমনের কোন উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ