1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একদিনেই শেষ বিশ্ব ইজতেমা

আরাফাতুল ইসলাম২৫ জানুয়ারি ২০০৮

দুর্যোগপুর্ন আবহাওয়ার কারণে হঠাত করে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত করে শুক্রবারই আখেরি মোনাজাত শেষ করা হয়েছে৷ ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার জুম্মার নামাজের পর শুরু হয়েছিলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা৷ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি এবং মুসলম

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম সময়সূচি সংক্ষিপ্ত করা হলো
বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম সময়সূচি সংক্ষিপ্ত করা হলোছবি: AP

ানদের ঐক্য ও সাফল্য কামনা করে রাত সোয়া আটটার পর মোনাজাত শেষ হয়৷

ইজতেমায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২২ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে আয়োজক সুত্রে জানা গেছে৷ বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৬২টি দেশের প্রায় সাড়ে ৪ হাজার ধর্মপ্রাণ মুসলমান ইজতেমায় যোগ দিয়েছেন৷

আগে থেকেই ইজতেমা মাঠে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার৷ পুরো এলাকায় ৪৮সিসিটিভ ক্যামেরাসহ র‌্যাব, আর্মড পুলিশ ও সাদা পোশাকের পুলিশ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন করা হয়৷

বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম সময়সূচি সংক্ষিপ্ত করা হলো৷ নির্ধারিত সূচি অনুযায়ী রোববার আখেরি মোনাজাত হওয়ার কথা ছিল৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ