একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এক নম্বরে উঠে এলো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচই জিতেছে ভারত।
বিজ্ঞাপন
তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচেও নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে দিল ভারত। এর ফলে তারা ইংল্যান্ডকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এলো। এই বছরই একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর বসবে ভারতে। তার আগে রোহিত শর্মারা দেখিয়ে দিলেন, তারা এখন অপ্রতিরোধ্য।
আইসিসি কি আফগান ক্রিকেট দল নিষিদ্ধ করবে?
তালেবান সরকার আফগানিস্তানে নারীদের সমস্ত খেলা নিষিদ্ধ করেছে। তারই জেরে আইসিসি নিষিদ্ধ করতে পারে ছেলেদের ক্রিকেট দলকে।
ছবি: Shah Marai/AFP/Getty Images
আইসিসি-র উপর চাপ
চলতি বছরেই ভারতে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানে আফগানিস্তান না-ও খেলতে পারে। তালেবান আফগানিস্তানে মেয়েদের সমস্ত খেলা নিষিদ্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।
ছবি: ISHARA S. KODIKARA/AFP
অস্ট্রেলিয়ার অবস্থান
জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া-আফগানিস্তান সিরিজ হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়া তা খেলতে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তালেবান যেভাবে আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন করছে, তার পর আফগানিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা যায় না।
ছবি: Paul Kane/Getty Images
মেয়েদের খেলা নিষিদ্ধ
২০২১ সালের অগাস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে। তারপরেই তারা মেয়েদের সমস্ত খেলা নিষিদ্ধ করেছে।
ছবি: Shah Marai/AFP/Getty Images
নারীদের ফুটবল
তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে আফগানিস্তানে নানা ধরনের খেলায় উৎসাহী হচ্ছিলেন নারীরা। নারী ফুটবল দল নজর কেড়েছিল।
ছবি: Justin Tallis/AFP/Getty Images
বাস্কেটবল এবং ভলিবল
নারীদের ভলিবল টিমও নজর কেড়েছিল। হুইলচেয়ার বাস্কেটবলের মতো খেলাতেও অংশ নিয়েছিলেন আফগান নারীরা।
ছবি: picture-alliance/dpa/J.Rezayee
আফগান ক্রিকেট দল
আইসিসি-তে আফগানিস্তানের পুরুষদের ক্রিকেট টিমই কেবল ছিল। কিন্তু দেশের ভিতর নারীদের ক্রিকেট দলও গড়ে উঠছিল। বহু নারী ক্রিকেটে উৎসাহী হয়েছিলেন।
ছবি: Aref Karimi/AFP/Getty Images
তালেবানের ফতোয়া
তালেবান ক্ষমতায় এসে সমস্ত খেলা বন্ধ করে দিয়েছে। যার প্রতিবাদে প্রতীকী প্রতিবাদ করেছেন নারী খেলোয়াড়রা। কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন। কিন্তু সকলে যেতে পারেননি।
ছবি: Farshad Usyan/AFP/Getty Images
আইসিসির বক্তব্য
আইসিসির কার্যবলীর দুই দশমিক দুই নম্বর ধারা বলছে, কোনো দেশে মানবাধিকার লঙ্ঘিত হলে, নারীর বিরুদ্ধে অবমাননাকর আচরণ হলে আইসিসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। সেই আইনেই আফগানিস্তান ক্রিকেট দলকে তালিকা থেকে বাদ দেয়া হতে পারে। আগামী সাধারণ সভার বৈঠকেই হতে পারে সিদ্ধান্ত।
ছবি: Justin Tallis/AFP/Getty Images
8 ছবি1 | 8
এদিন অধিনায়ক রোহিত শর্মা শতরান করেছেন। শুভমন গিলও দ্বিশতরান করার পর আবার শতরান করেছেন। শুভমন ও রোহিত মিলে ওপেনিং জুটিতে ২১২ রান তুলে দেন। পরে হার্দিক পান্ডিয়া ৫৪, বিরাট কোহলি ৩৬ ও শার্দুল ঠাকুর ২৫ রান করেন। ৫০ ওভারে ভারত নয় উইকেটে ৩৮৫ রান করে।
জবাবে নিউজিল্যান্ড ৪১ দশমিক দুই ওভারে ২৯৫ রান করে অলআউট হয়ে যায়। কনওয়ে ১৩৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে শার্দুল ও কুলদীপ তিনটি করে ও যজুবেন্দ্র দুইটি উইকেট নেন। এদিন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেয়া হয়েছিল। তারপরেও জিততে কোনো অসুবিধা হয়নি ভারতের।