শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিক্রমসিংহে জানিয়ে দিলেন, দেশে মাত্র একদিনের পেট্রোল মজুত আছে।
বিজ্ঞাপন
পরিস্থিতি ভয়াবহ। শ্রীলঙ্কার বন্দরের কাছে অপেক্ষা করে আছে তেলভর্তি জাহাজ। কিন্তু হাতে অর্থ নেই। তাই জাহাজ থেকে তেল আনা যাচ্ছে না। আর নতুন প্রধানমন্ত্রী বিক্রমসিংহে জানিয়েছেন, হাতে মাত্র একদিনের তেল মজুত আছে। কলম্বো-সহ দেশের শহরগুলিতে পেট্রোল পাম্পের সামনে সোমবার লম্বা লাইন ছিল। বিশেষ করে অটোরিকশার। শ্রীলঙ্কা শহরের ভিতর যাতায়াতের প্রধান বাহন হলো এই অটোরিকশা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরো ভয়াবহ দিন আসছে। বিক্রমসিংহে বলেছেন, অবিলম্বে ৭ কোটি ৫০ লাখ ডলার চাই। না হলে ওষুধ-সহ অত্যন্ত জরুরি জিনিসের আমদানি বন্ধ হয়ে যাবে।
গত কয়েক মাস ধরেই ভয়ংকর আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। হাতে বিদেশি মুদ্রা নেই, বিদেশ থেকে তেল আমদানি করা যাচ্ছে না। খাবারে টান পড়েছে। ওষুধ পাওয়া যাচ্ছে না। আগামী দিনগুলোতে সেই সমস্যা আরো বাড়বে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিক্রমসিংহে বলেছেন, ''আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি সত্য গোপন করতে চাই না। অপ্রিয় ও ভয় পাওয়ার মতো পরিস্থিতি যে আসছে, তা আগাম জানিয়ে দিতে চাই।''
সরকার সমর্থক আর বিরোধীদের মধ্যে সহিংসতা চলছে শ্রীলঙ্কায়৷ ঘোষণা করা হয়েছে কারফিউ৷ বৃহস্পতিবার কারফিউয়ের আগে কলম্বোর প্রধান বাস স্ট্যান্ডে প্রচণ্ড ভিড় জমে৷ যে যেভাবে পেরেছেন বাসে ওঠার চেষ্টা করেছেন৷
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
অপেক্ষা
শিশুকে নিয়ে এক মা অপেক্ষা করছেন৷ কখন বাস পাবেন তা জানা নেই, অথচ কারফিউ শুরু হতে তখন আর বেশি বাকি নেই৷
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
‘বাড়ি যাও’
বর্তমান প্রেসিডেন্টের ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এই বাড়িতে থাকতেন৷ সেখানে ফেলে যাওয়া একটি গাড়ির বনেটে আঁকা গ্রাফিতিতে প্রেসিডেন্টকেও ছেড়ে যেতে বলা হয়েছে৷
ছবি: Alasdair Pal/REUTERS
‘পিতার’ ভাস্কর্য
মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের বাবা ডি.এ. রাজাপাকসের ভাস্কর্য এটি৷ উইরাকেটিয়া জাদুঘরে রাখা ভাস্কর্যটি ভেঙে ফেলেন আন্দোলনকারীরা৷ এই শহরেও ব্যাপক সহিংসকতা হয়েছে৷
ছবি: Alasdair Pal/REUTERS
ব্যবসায় হামলা
৬২ বছর বয়সি ব্যবসায়ী পেরমারান্তে প্রতাপসিংহে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক এক রাজনীতিবিদের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছিলেন৷ সেখানেও হামলা চালিয়েছে সরকার-বিরোধীরা৷
ছবি: Alasdair Pal/REUTERS
রাজপাকসের বাড়ি
মহিন্দা রাজাপাকসের বাড়িতে হামলা চালিয়েছেন আন্দোলকারীরা৷ এটি তার শয়ন কক্ষের ছবি৷
ছবি: Alasdair Pal/REUTERS
এমপির বাড়িতে হামলা
ক্ষমতাসীন দলের এক আইন প্রণেতার বাড়ি এটি৷ সরকারবিরোধীরা বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়৷
ছবি: Alasdair Pal/REUTERS
রাজপথে সেনা
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়ে রেখেছে সরকার৷
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান
বৃহস্পতিবার রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া৷ বিরোধী দল তার এই নিয়োগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে৷
ছবি: Dinuka Liyanawatte/REUTERS
9 ছবি1 | 9
তিনি বলেছেন, ''আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। সামনে আরো কঠিন সময় আসছে। তবে খুব বেশিদিন কষ্ট সহ্য করতে হবে না। বিদেশি বন্ধুরা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে কয়েক মাস ধৈর্য ধরতে হবে। আমরা এই কঠিন সময় অতিক্রম করে নতুন পথে চলব।''
ভারতের সাহায্য
বিক্রমসিংহে জানিয়েছেন, ''ভারত আরো ডিজেল পাঠাচ্ছে। ১৮ মে ও ১ জুন ভারতের দুইটি ডিজেল ভর্তি জাহাজ শ্রীলঙ্কা পৌঁছাবে।'' এর আগেও ভারত তেল ও চাল পাঠিয়েছিল।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, দিনকয়েকের মধ্যে বিদেশ থেকে সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাওয়ার আশা করছেন। তিনটি অশোধিত তেল ভর্তি জাহাজ ৪০ দিন ধরে অপেক্ষা করছে। কিন্তু অর্থ নেই বলে সেই তেল আনা যাচ্ছে না।
অর্থনীতির হাল
বিক্রমসিংহে শ্রীলঙ্কার আর্থিক অবস্থার পুরো ছবি তুলে ধরেছেন। এই আর্থিক বছরে সরকারের খরচ ধরা হয়েছিল তিন দশমিক তিন ট্রিলিয়ন। কিন্তু সুদের হার বেড়ে যাওয়ায় এবং অতিরিক্ত খরচ হওয়ায় সরকারি খরচ বেড়ে দাঁড়িয়েছে চার ট্রিলিয়নে। বাজেট ঘাটতির পরিমাণ দুই দশমিক চার ট্রিলিয়ন।
কলম্বোয় বিক্ষোভকারীরা পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসের বাড়ি ঘিরে ধরে দুইটি গেট ভেঙে দেয়। তারপরই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ির সামনেই বাস পুড়িয়েছে বিক্ষোভকারীরা।
ছবি: Ishara S. Kodikara/AFP
প্রেসিডেন্টের অফিসের সামনে আগুন
হামবানকোটায় রাজাপাকসেদের পৈত্রিক বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়া তিনজন সাবেক মন্ত্রী ও দুই জন পার্লামেন্ট সদস্যর বাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। প্রেসিডেন্টের অফিসের সামনেও আগুন ধরানো হয়। উপরের ছবিটি প্রেসিডেন্টের অফিসের সামনে।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
প্রেসিডেন্ট অফিসের সামনে সংঘর্ষ
প্রেসিডেন্টের অফিসের সামনে তার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। উপরের ছবিতে রাজাপাকসে-পন্থিরা একজন বিরোধী বিক্ষোভকারীকে মারছে।
ছবি: Buddhika Weerasinghe/Getty Images
বিশাল নিরাপত্তা বাহিনী
প্রেসিডেন্টের অফিস ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। সোমবার সেখানে প্রচুর সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
নিরাপত্তা বাহিনীর গুলি ও কাঁদানে গ্যাস
নিরাপত্তা বাহিনীর কর্মীরা বিক্ষোভ থামাতে গুলি চালান। তার আগে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছিল।
কলম্বোর অনেক রাস্তাই ছিল বিক্ষোভকারীদের দখলে। তারা বাস পুড়িয়েছে. পুলিশ ও দাঙ্গাবিরোধী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ক্ষমতাসীন দলের রাজনীতিক দেখলেই বিক্ষোভ দেখিয়েছে। সংঘর্ষ ও পুলিশের হাতে একশ জন আহত হয়েছেন।
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
প্রধানমন্ত্রীর সমর্থকরা
চাপের মুখে পদত্যাগ করেছেন মাহিন্দ্র রাজাপাকসে। তার ছবি নিয়ে সমর্থকরা রাস্তায় নেমেছেন।
ছবি: Ishara S. Kodikara/AFP/Getty Images
প্রধানমন্ত্রীর বাড়ির সামনে
মাহিন্দ্র রাজাপাকসের বাড়ির সামনেও তার সমর্থকরা এসেছেন। স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
ছবি: Eranga Jayawardena/AP/picture alliance
পুলিশকেও আটকানো হচ্ছে
পুলিশের বাইকও যেতে দিতে রাজি নন বিক্ষোভকারীরা।
ছবি: AP/picture alliance
10 ছবি1 | 10
প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৯ সালের নভেম্বরে বিদেশি মুদ্রার সঞ্চয় ছিল ৭৫০ কোটি ডলার। এখন তা কমে দাঁড়িয়েছে ১০ লাখ ডলারে। গ্যাস আমদানির জন্য ৫০ লাখ ডলার জোগাড় করতে অর্থমন্ত্রণালয় হিমশিম খাচ্ছে।
নিয়মানুসারে তিন হাজার দুইশ বিলিয়ান ডলারের বেশি ঋণ নেয়া যায় না। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রায় দুই হাজার বিলিয়ান ডলার ঋণ নেয়া হয়ে গেছে। মন্ত্রিসভা তাই প্রস্তাব পাশ করেছে, ঋণের পরিমাণ বাড়িয়ে চার হাজার বিলিয়ান ডলার করার প্রস্তাব পার্লামেন্টে রাখা হবে।
বিক্রমসিংহে বলেছেন, মানুষকে গ্যাস দেয়ার জন্য ২০ মিলিয়ান ডলার চাই। কেরোসিন ও ফার্নেস তেলও বিদেশ থেকে অর্থের অভাবে আনা যাচ্ছে না। প্রচুর ওষুধ আনা সম্ভব হচ্ছে না। ওষুধ ও চিকিৎসা সামগ্রী আনার জন্য ৩৪ বিলিয়ান ডলার চাই। বেশ কয়েক মাস ধরে কোম্পানিগুলিকে অর্থ দেয়া হয়নি।