1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একদিনে ৩১২ জন আক্রান্ত, সাত মৃত্যু

১৯ এপ্রিল ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩১২ জন রোগীকে শনাক্ত করা হয়েছে৷ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৫৬ জনে৷

ছবি: picture-alliance/dpa/Keystone/D. Balibouse

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন৷ সব মিলিয়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে৷ এখন পর্যন্ত নয়জনের চিকিৎসায় ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাসযন্ত্র ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু তাদের আটজনই মারা গেছেন৷

গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছে নয়জন রোগী৷ মোট আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা ৭৫ জন৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এখন আক্রান্তের সপ্তম সপ্তাহে রয়েছি৷ এই সময় ইউরোপ, অ্যামেরিকায় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিল ও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে না চলি তাহলে আমাদের ফলাফলও ভালো হবে না৷’’

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ‘‘গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্য ৩০০-র মধ্যে রয়েছে৷ এর মধ্যে থাকলে আমরা ভাগ্যবান৷ বাড়তে থাকলে তা আশংকার কারণ৷’’

লকডাউন কার্যকরে প্রশাসনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি৷ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি জানাজা অনুষ্ঠিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ বলেন, ‘‘গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশেষ জানাজায় হাজার হাজার লোক শরীক হয়েছে৷ এই সময়ে এই ধরনের জমায়েত খুবই ক্ষতিকর৷ অনেক লোকের আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে৷ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করা উচিত না৷ এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে৷’’

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ