1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার লক্ষ ডলার পুরস্কার!

২ ডিসেম্বর ২০১৩

২৪ বছর হতে চলল বিশ্বকাপে একবারও সাফল্যের দেখা পায়নি জার্মানি৷ সাফল্যের খরা কাটাতে এবার আগাম পুরস্কার ঘোষণা করেছে ডিবিএফ৷ ব্রাজিল থেকে ট্রফি নিয়ে ফিরলে প্রত্যেক খেলোয়াড় পাবেন লোভনীয় পুরস্কার৷

Bundestrainer Joachim Loew instruiert das Team, aufgenommen am 13.08.2013 beim Abschlusstraining der Deutschen Fußballnationalmannschaft in der Coface Arena in Mainz (Rheinland-Pfalz). Foto: Fredrik von Erichsen/dpa pixel
ছবি: picture-alliance/dpa

আগামী বছর ফুটবল বিশ্বকাপ হবে সবচেয়ে বেশি, অর্থাৎ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলে৷ একটা সময় টানা ২৪ বছর অবশ্য তারাও বিশ্বকাপ জেতেনি৷ ১৯৭০-এর পর চতুর্থবারের মতো ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ সালে৷ তার ঠিক আগের আসরে জিতেছিল জার্মানি৷ সেই থেকে জার্মানিরও চলছে বিশ্বকাপখরা৷ শুধু বিশ্বকাপ কেন, ১৯৯৬ সালের পর থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতা হয়নি তাদের৷ তো বিশ্বকাপে ব্যর্থতাটা যাতে ২৪ বছর ছাড়িয়ে না যায়, সে ব্যবস্থা করতে এবার অন্য পথ ধরেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)৷ শুক্রবার এক ঘোষণায় ডিবিএফ জানিয়েছে, এবার জার্মানি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে দলের প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হবে ৩ লাখ ইউরো বা ৪ লাখ ৮ হাজার ৩০০ ডলারের বোনাস৷ গ্রুপ পর্ব পেরোলেই শুরু হবে বোনাস প্রাপ্তি৷ দ্বিতীয় রাউন্ডে উঠলে ৫০ হাজার ইউরো, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ লাখ ইউরো আর সেমি ফাইনালে উঠলে প্রত্যেককে দেয়া হবে ১ লাখ ৫০ হাজার ইউরো করে৷

জার্মান দলের খেলোয়াড়দের জন্য বোনাস আগেও ঘোষণা করেছে ডিএফবি৷ গতবছর পোল্যান্ড এবং ইউক্রেনে যৌথভাবে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগেও অনুপ্রেরণাদায়ী এমন বোনাসের ঘোষণা দেয়া হয়েছিল৷ কিন্তু জার্মানি সেবার ফাইনালেই উঠতে পারেনি৷

জার্মানির জন্য ব্রাজিল থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফেরা খুব কঠিনই হওয়ার কথা৷ সফল হলে নতুন রেকর্ড হবে৷ বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ অ্যামেরিকার কোনো দেশে আয়োজিত বিশ্বকাপ ইউরোপের কোনো দেশ এখনো জিততে পারেনি৷ জার্মানি জিতলে সেটাই হবে প্রথম দৃষ্টান্ত৷

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ