অদ্ভূত এক সফরে তার চেয়েও অদ্ভূত টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল৷ শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট৷ এরপর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে দেশে ফিরে আসবে টাইগাররা৷
বিজ্ঞাপন
এরপর ৩ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচ খেলার পর ৫ এপ্রিল করাচিতে শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ৷
কিন্তু ফিকশ্চার যতোই অদ্ভূত হোক, নিরাপত্তা নিয়ে নানা টানাপড়েনের পর অবশেষে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে আসায় বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে ব্যাপক আতিথেয়তা৷ বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরের মাধ্যমে প্রায় এক দশক পর নিজেদের মাঠে ধারাবাহিক ক্রিকেট আবার চালুর আশা করছে পাকিস্তান৷ ২০০৩ সালের পর রাওয়ালপিন্ডিতেই হতে যাচ্ছে দেশটির মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট৷
বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে এরই মধ্যে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি দেখা হয়েছে৷ বুধবার বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তান আসার একদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হুসাইন ইমামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল স্টেডিয়ামে যান৷
টেস্টে যা করেছে টাইগাররা
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন অবধি ১১৬টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ১৩টি৷ এক নজরে টাইগারদের টেস্ট রেকর্ড দেখে নিন৷
ছবি: Getty Images/AFP/M.U. Zaman
আফগানদের বিরুদ্ধে বড় পরাজয়
বিশ্ব ক্রিকেটে নবীন দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটিতে হেরেছে টাইগাররা৷ ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২২৪ রানের ব্যবধানে হারে স্বাগতিকরা৷
ছবি: Getty Images/AFP/STR
অস্ট্রলিয়ার বিপক্ষে জয়
এখন পর্যন্ত বড় যে দলগুলোকে টেস্টে হারাতে পেরেছে টাইগাররা, তাদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম৷ ২০১৭ সালে ঘরের মাঠে একটি টেস্ট জিততে সক্ষম হয় টাইগাররা৷ তবে, অন্য ম্যাচে অসিরা জয় নিশ্চিত করায় সিরিজটি ড্র হয়৷ দু’দল এখন অবধি মোট ছয়বার মুখোমুখি হয়েছে৷ এরমধ্যে পাঁচবারই জিতেছে অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/R. Cianflone
হেরেছে ইংল্যান্ডও
ইংল্যান্ডের বিপক্ষে মোট দশটি টেস্ট খেলেছে বাংলাদেশ৷ এরমধ্যে হরেছে নয়টিতে৷ ২০১৬ সালে ঢাকায় একটি টেস্টে ইংলিশদের ১০৮ রানে হারাতে সক্ষম হয় টাইগাররা৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
ভারতের বিপক্ষে বড় পাওয়া ড্র
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ প্রথম টেস্টটি খেলে ভারতের বিপক্ষে৷ সে খেলায় প্রথম ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ অবধি তা হয়নি৷ প্রতিবেশীর বিরুদ্ধে ২০১৯ সালের ২০ নভেম্বর অবধি ১০টি টেস্ট খেলেছে টাইগাররা৷ এরমধ্যে হেরেছে আটটিতে, ড্র হয়েছে বাকি দু’টি৷
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিবের রেকর্ড
কিউয়িদের বিরুদ্ধে ১৫টি টেস্ট খেললেও এখন অবধি জয়ের মুখ দেখেনি টাইগাররা৷ তবে, তিনটি ম্যাচ ড্র হয়েছে৷ কিউয়িদের বিরুদ্ধে অবশ্য সাকিব আল হাসান একাধিক রেকর্ড গড়েছেন৷ ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে এক ইনিংসে ২১৭ রান করেন তিনি৷ টেস্টে এটাই তাঁর সর্বোচ্চ রান৷ বোলিংয়ে এক ইনিংসে ৩৮ রানের বিনিময়ে সাত উইকেট নেয়ার রেকর্ডটিও তিনি গড়েছেন কিউয়িদের বিরুদ্ধেই৷
ছবি: Getty Images/H. Hopkins
পাকিস্তানের বিপক্ষে তামিমের দ্বিশতক
পাকিস্তানের বিরুদ্ধে অংশ নেয়া দশটি টেস্ট ম্যাচের নয়টিতেই হেরেছে টাইগাররা৷ একটি ম্যাচ ড্র হয়েছে৷ দলটির বিরুদ্ধে তামিম ইকবালের একটি দ্বিশতক রয়েছে৷ ২০১৫ সালে খুলনা টেস্টে এক ইনিংসে ২০৬ রান করেন তিনি৷ টেস্টে এটাই তামিমের সর্বোচ্চ রানের রেকর্ড৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
জয় মেলেনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি টেস্ট খেলেছে টাইগাররা, হেরেছে ১০টিতে৷ তবে দু’টি ম্যাচ ড্র হয়েছে৷ দলটির বিপক্ষে শাহাদাত হোসেনের এক ইনিংসে ২৭ রানের বিনিময়ে ছয় উইকেট নেয়ার রেকর্ড রয়েছে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হেরেছে শুধু শ্রীলঙ্কা
দক্ষিণ এশিয়ার টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই এখন অবধি বাংলাদেশের কাছে হেরেছে৷ দু’দলের মধ্যে আয়োজিত ২০টি টেস্টের ১৬টিতে হরেছে টাইগাররা, জিতেছে একটিতে, আর ড্র হয়েছে বাকি তিনটি৷ টেস্টে মুশফিকুর রহিমের দু’টি দ্বিশতকের একটি এসেছে এই দলের বিরুদ্ধে৷ ২০১৫ সালে গল টেস্টে এক ইনিংসে ২০০ রান করেন তিনি৷ সেই টেস্টে মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১৯০ রান৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ জয়
এখন অবধি যেসব দলের বিরুদ্ধে টেস্টে জিতেছে বাংলাদেশ, তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ দলটির বিরুদ্ধে ১৬ টেস্টের মধ্যে চারটিতে জিতেছে টাইগাররা, হেরেছে দশটিতে৷ মেহেদি হাসান মিরাজের টেস্টে সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ডও এই দলের বিরুদ্ধে৷ ২০১৮ সালে ঢাকায় ৫৮ রানের বিনিময়ে সাত উইকেট নেন তিনি৷
ছবি: Getty Images/AFP/R. Brooks
জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি জয়
জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা ১৬ টেস্টের মধ্যে ছয়টিতে জিতেছে টাইগাররা৷ হেরেছে সাতটিতে, আর ড্র তিনটি৷ টেস্টে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি হয়েছে এই দলের বিরুদ্ধে৷ ২০১৯ সালে ঢাকায় এক টেস্টে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
10 ছবি1 | 10
ডন সহ পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদে বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানে অভ্যর্থনার আয়োজন করেছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি৷ এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদেরও৷ দুই দলের সদস্যরা ছাড়াও একাধিক মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এ আয়োজনে৷
পাকিস্তান ক্রিকেট দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে৷ তবে বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের আগে কেবল বৃহস্পতিবারই অনুশীলনের সুযোগ পাচ্ছে৷ দেশ ছাড়ার আগে এ নিয়ে কথাও বলেছেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো৷ ডোমিঙ্গো বলোন, ‘‘এটা আসলে আদর্শ পরিস্থিতি নয়৷ কোনো টেস্ট শুরুর আগে আমরা সাধারণত ৭-৮ দিন আগে সেখানে যেতে চাই৷’’
কিন্তু মাত্র এক বেলার অনুশীলনে টাইগাররা কি পারবেন রাওয়ালপিন্ডির সঙ্গে মানিয়ে নিতে? ডোমিঙ্গো কথা বলেছেন এ নিয়েও, বলেছেন, ‘‘দেশের যেসব পিচে তারা (বাংলাদেশ) খেলে, সেগুলোতে তেমন গতি ও বাউন্স নেই৷ কিন্তু আমি নিশ্চিত, রাওয়ালপিন্ডিতে গতি ও বাউন্স থাকবে৷ ছেলেদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ হবে৷’’
পাকিস্তানে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ৷ তবে ২০০৩ সালের সফরের শেষ টেস্টে জয়ের ব্যাপক সম্ভাবনাও জেগেছিল৷ তবে অসাধারণ এক ইনিংস খেলে ইনজামাম-উল-হক একাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ করে দেন৷
অন্য দলগুলোর সঙ্গেও বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফর্ম্যান্স ভালো নয়৷ ২০১৯ সালে খেলা পাঁচ টেস্টের সবগুলোই হেরেছে টাইগাররা৷ গত নভেম্বরে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট তো হারতে হয়েছে ইনিংস ব্যবধানে৷ তবে ডোমিঙ্গো কোচ এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক রাওয়ালপিন্ডিতে ভালো কিছুরই আশা করছেন৷ ডোমিঙ্গো বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে বাজে পারফর্ম্যান্সের মধ্যেও আমাদের কয়েকজন ছেলে ভালো ব্যাট করেছে৷ কন্ডিশন ভালো না থাকলেও ব্যাটে ভালো কিছু করে দেখাতে হবে আমাদের৷’’
এডিকে/কেএম (ডন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
সুমনের চোখে বাংলাদেশের সেরা টেস্ট একাদশ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ গত ১০ নভেম্বর উনিশ বছর পূর্ণ করে বিশে পা রেখেছে৷ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের গড়া বাংলাদেশের সেরা টেস্ট একাদশে কারা এবং কেন স্থান পেয়েছেন তা জানতে দেখুন আমাদের এই ছবিঘর৷
ছবি: AP
মাশরাফি
সেরা একাদশের নেতৃত্ব নির্দ্বিধায় মাশরাফি বিন মর্তুজার হাতে তুলে দিয়ে সুমন বলেছেন, ‘‘এত জোরে বল করতে আমি দেশের খুব কম বোলারকেই দেখেছি৷ সুইংও ছিল৷ অত্যন্ত বুদ্ধিমান বোলার৷’’
ছবি: AP
তামিম
‘সেরা পারফর্মার‘ হিসেবেই ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন তামিম ইকবাল৷ লর্ডসে সেঞ্চুরি করা এই খেলোয়াড়কে একাদশে রাখার পেছনে দেশ ও দেশের বাইরে পারফর্ম্যান্সকেই বড় করে দেখেছেন হাবিবুল বাশার৷ তিনি বলেন, ‘‘পেস ও স্পিন সমান ভালো খেলে৷ সবচেয়ে বড় কথা, ওর ব্যাটিং অন্য ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস দেয়৷ ওকে এক নম্বরে রাখতে তাই একদমই সময় লাগেনি৷’’
ছবি: picture-alliance/A. Salahuddin
জাভেদ ওমর
৪০টি টেস্ট খেলার অভিজ্ঞতা এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হাবুডুবু খাওয়ার সময়ে উইকেট আঁকড়ে পড়ে থাকার মানসিকতাকে গুরুত্ব দিয়ে জাভেভ ওমরকে দলে রেখেছেন সুমন৷
ছবি: Shamsul Hoque Tanku
মুমিনুল
তিন নম্বর পজিশনে স্থান পেয়েছেন তিনি৷ সুমন বলছেন, মুমিনুলকে বাছতে কষ্ট হয়নি তার৷ তবে এই পজিশনে মুমিনুলকে বাদ দিলে নিজেকে জায়গা দিতেন তিনি৷ বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে একাদশে রাখার ব্যাখ্যায় সুমন বলছেন, ‘‘রান করার দক্ষতা অনেক এবং ব্যাকফুটে শক্তিশালী৷’’
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
বুলবুল
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে একাদশে রেখে সুমন বলছেন, ‘‘বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর৷’’ মাত্র ১৩ টেস্ট ক্যারিয়ারেও বুলবুল সর্বকালের সেরা একাদশে থাকার মতো ঝলক দেখিয়েছিলেন বলে বিশ্বাস করেন হাবিবুল বাশার সুমন৷
ছবি: Shamsul Hoque Tanku
আকরাম খান
১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম খানকে সেরা একাদশে জায়গা দিয়ে সুমন বলছেন, ‘‘যে-কোনো বোলিং আক্রমণকে ছিঁড়ে-খুঁড়ে ফেলার ক্ষমতা ছিল উনার৷ পেস ও স্পিন খেলার সামর্থ্যের দিক থেকে অত্যন্ত উঁচু দরের ব্যাটসম্যান তিনি৷’’
ছবি: DW/Z. Chowdhury
সাকিব
অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান৷ সব ফরম্যাটে বাংলাদেশের সেরা খেলোয়াড়ও তিনি৷
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images
মুশফিক
সুমন বলছেন, মুশফিক অলরাউন্ডার, কারণ, তিনি উইকেটের পেছনেও দাঁড়াবেন৷ বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খালেদ মাসুদ অপ্রতিদ্বন্দ্বী হলেও মুশফিককে দিয়ে কিপিং করালে বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতে পারার চিন্তা থেকেই তাঁর ওপর আস্থা রেখেছেন সুমন৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
রফিক
এই সি্পন বোলারকে একাদশে রেখে সুমন বলছেন, ‘‘রফিক আমার দলে সব সময়ই থাকবে৷ আমি অধিনায়ক থাকাকালে সে আমাকে খুব কমই বঞ্চিত করেছে৷ রান আটকানোর পাশাপাশি উইকেট তুলে নেওয়ায় ওর চেয়ে ভালো আর কেউ নয়৷’’
ছবি: Getty Images/AFP/F. K. Godhuly
শাহাদাত
ভীতিকর পেসার হিসেবে একাদশে শাহাদাত হোসেনকে রেখে সুমন বলছেন, ‘‘টেস্ট ক্রিকেটে অধিনায়ক যে রকম আক্রমণাত্মক বোলার চায়, শাহাদাত সে রকমই একজন৷ সত্যিকারের টেস্ট বোলার৷’’
ছবি: AP
মুস্তাফিজ
টেস্ট ক্যারিয়ারে এখনো বলার মতো কিছু না করলেও মুস্তাফিজকে যে-কোনো উইকেটে উইকেট নেওয়ার মতো বোলার বলেই মনে করেন সুমন৷ এজন্য তাঁর সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ এই বোলার৷