1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

একশ দিন পরেও হামাস মুক্তি দিল না বাকি পণবন্দিদের

১৫ জানুয়ারি ২০২৪

কিছু বন্দিকে আগেই মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো বহু পণবন্দি হামাসের হাতে বন্দি। বাইডেন বলেছেন, তিনি তাদের ঘুরে ফিরিয়েই ছাড়বেন।

১০০ দিন পরেও বন্দি
পণবন্দিদের ছবি নিয়ে মিছিলছবি: Debbie Hill/UPI/IMAGO

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, একশ দিন হয়ে গেল, এখনো হামাসের হাতে বন্দি অন্তত ১৩০ জন। এর মধ্যে ছয়জন অ্যামেরিকান আছেন। তিনি এবং তার দল প্রতিনিয়ত এই বন্দিদের কীভাবে মুক্ত করা যায়, তার পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত বৈঠক করছেন। ওই বন্দিদের মুক্ত করা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাইডেন জানিয়েছেন, গত এই একশ দিন ধরে লাগাতার বন্দিদের মুক্ত করার জন্য নানা কাজ করা হয়েছে। দ্রুত যাতে তাদের মুক্ত করা যায়, তার ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে ওই বন্দিদের স্বাস্থ্যের খবর রাখা হচ্ছে সর্বদা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল থেকে শতাধিক ব্যক্তিকে পণবন্দি করে। হামাসের গুলিতে বহু মানুষের মৃত্যু হয়। তার পরেই ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযানে নামে।

তুরস্কের পদক্ষেপ

এক ইসরায়েলি ফুটবলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে তুরস্ক। সাগিভ নামের ওই খেলোয়াড় তুরস্কে অনুষ্ঠিত একটি ম্যাচে গোল দেয়ার পর নিজের বাঁ হাতের ব্যান্ডেজটি তুলে দেখান। সেখানে লেখা আছে  একশ দিন এবং ৭ নভেম্বর। তুরস্কের বক্তব্য, খেলার সময় ওই লেখাটি দেখিয়ে ফুটবলার ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

কোনো কোনো সংবাদমাধ্যম দাবি করছে ওই ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সূত্র জানাচ্ছে, সরকারিভাবে তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

হামাসের ভিডিও

এদিকে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে রোববার। সেখানে দেখা যাচ্ছে, তিনজন পণবন্দি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে। তারা নিজের দেশের সরকারকে বলছেন, ইসরায়েল যেন দ্রুত তাদের অভিযান বন্ধ করে। তাহলেই একমাত্র তারা মুক্তি পাবে। হামাসের এই ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে গেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ