প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর অ্যামেরিকার মানুষকে একশ দিন মাস্ক পরে থাকতে বলবেন বাইডেন। তা হলেই করোনা কমবে।
বিজ্ঞাপন
করোনা রুখতে বাইডেন-দাওয়াই। মাস্ক পরতেই হবে। অন্তত একশ দিন। আর ওই একশ দিনের গণনা শুরু হবে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর। সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, অ্যামেরিকানরা মাস্ক পরলেই করোনা অনেক কমবে। তিনি দায়িত্ব নিয়েই সব সরকারি অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। অ্যামেরিকায় এখনো পর্যন্ত এক কোটি ৪০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, দুই লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ট্রাম্প অবশ্য মাস্ক পরা নিয়ে প্রচুর নাটক করেছেন। মাস্ক পরাকে তিনি কখনোই বাধ্যতামূলক করেননি। একটা সময় ট্রাম্প নিজেই মাস্ক পরতেন না। তারপর মত বদল করে তিনি মাঝে মধ্যে মাস্ক পরেছেন। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। তারপর সুস্থ হয়েই মাস্ক খুলে ফেলেছিলেন। বাইডেনকে অবশ্য সবসময়ই মাস্ক পরতে দেখা গেছে। করোনাকে ট্রাম্প হালকাভাবে নিয়েছিলেন, বাইডেন অসম্ভব গুরুত্ব দিচ্ছেন। তাঁর প্রচারের অন্যতম বিষয় ছিল করোনা প্রতিরোধ। প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার পর প্রথম যে কাজ তিনি করেছেন তা হলো, করোনা রুখতে টাস্ক ফোর্স গঠন।
মাস্ক দেশে দেশে
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক কার্যকর নয় বলে শুরুতে জানিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা৷ তবে এখন অনেক দেশ করোনার গতি কমাতে মাস্কের কথা ভাবছে৷
ছবি: picture-alliance/dpa/U. Zucchi
জার্মানি
সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এখন বলছে, করোনা ঠেকাতে মাস্ক পরা যেতে পারে৷ তবে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চ্যান্সেলর ম্যার্কেলের আলোচনায় এখনও মাস্ক পরা বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত হয়েছে৷ অবশ্য জার্মানির ইয়েনা শহর কর্তৃপক্ষ আগামী ৬ এপ্রিল থেকে প্রকাশ্যে ও সুপারমার্কেটে যাওয়ার সময় মাস্ক কিংবা মাস্ক হিসেবে শাল ও স্কার্ফ পরা বাধ্যতামূলক করেছে৷
ছবি: Imago Images/Sven Simon/F. Hoermann
মাস্ক তৈরির টিউটোরিয়াল
ইউটিউব আর টুইটারে ঘরেই মাস্ক তৈরির উপায়ের ভিডিও আপলোড করছেন অনেকে৷ উপরের ছবিতে জার্মানির একটি থিয়েটারে কাজ করা ডিজাইনার কার্স্টিন বোখভকে দেখতে পাচ্ছেন৷ অনলাইনে তাঁর তৈরি ভিডিও পাওয়া যাচ্ছে৷ তাঁর স্টুডিওতে তৈরি মাস্কগুলো জার্মান রেডক্রস আর দমকলকর্মীদের দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
হারতে চান না মানশা
জার্মানির হানোফারের শিল্পী মানশা ফ্রিডরিশ মাস্ক সেলাই করছেন৷ এসব মাস্কের কোনোটিতে হাসিমুখ, কোনোটিতে প্রাণীর মুখ, এমন নানান মোটিফ ব্যবহার করেন তিনি৷ মানশা বলছেন, তিনি চান না করোনা তাঁর প্রাণশক্তি নষ্ট করে দিক৷
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte
আগেই সিদ্ধান্ত
চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া গতমাসের মাঝামাঝি সময়ে সব পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্য়তামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল৷ ছবিতে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট (ডানে) ও প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন৷ অস্ট্রিয়াও সম্প্রতি শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷
ছবি: Reuters/M. Svitok
চীন
যে কোনো ভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েক বছর ধরেই চীনারা মাস্ক পরছেন৷ করোনার আঘাত শুরুর প্রথম দিকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল৷ ছবিতে শেনইয়াংয়ের মাস্ক পরা এক দম্পতিকে বসন্তের রোদে নাচতে দেখা যাচ্ছে৷
ছবি: AFP
ইসরায়েল
দেশটিতে কারফিউ জারি করা হয়েছে৷ কট্টর ইহুদিরাও কঠোর নিয়ম মানতে বাধ্য হচ্ছেন৷ ছবিতে মাস্ক পরা এক পুলিশ কর্মকর্তাকে একজন চরম কট্টর ব্যক্তিকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিতে দেখা যাচ্ছে৷
ছবি: picture-lliance/dpa/I. Yefimovich
গাজা
সুজাইয়া এলাকার এক শিল্পীকে মাস্কে ছবি আঁকতে দেখা যাচ্ছে৷ এভাবে তিনি প্রতিবেশীদের চাঙা রাখার চেষ্টা করছেন৷ গাজায় কারফিউ জারি করা হয়েছে৷ আর সব ধরনের ইভেন্ট বাতিল করা হয়েছে৷ এমনকি ইসরায়েল সীমান্তে প্রতিবছরের ৩০ মার্চ অনুষ্ঠিত হওয়া ভূমি দিবস শীর্ষক গণবিক্ষোভও এবার হয়নি৷
ছবি: Imago Images/ZUMA Wire/A. Hasaballah
ফ্রান্সে ডাক্তারদের মামলা
ছবিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে দেখা যাচ্ছে৷ সম্প্রতি তিনি মাস্ক ও নিরাপত্তা পোশাক তৈরি করে এমন এক কারখানা পরিদর্শনে গিয়েছিলেন৷ তবে সে দেশের অনেক ডাক্তার পর্যাপ্ত মাস্ক ও নিরাপত্তা পোশাক না পাওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন৷
ছবি: Getty Images/AFP/L. Venance
8 ছবি1 | 8
সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ''প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনেই আমি অনুরোধ করব, অ্যামেরিকার মানুষ যেন একশ দিন মাস্ক পরে থাকেন। চিরতরে মাস্ক পরতে বলছি না। মাত্র একশ দিন পরতে বলছি।'' তিনি বলেছেন, ''করোনার টিকাও চালু হয়ে যাবে। তার সঙ্গে মাস্ক পরলে করোনার প্রকোপ অনেকটাই কমবে।''
সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যামেরিকানদের মাস্ক পরারজন্য কেউ বাধ্য করতে পারেন না। তবে বাইডেন নির্দেশও দেননি। অনুরোধ করেছেন মাত্র। তিনি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সব সময় মাস্ক পরে থাকবেন বলে জানিয়েছেন। বাইডেন বলেছেন, অ্যামেরিকার সরকারি ভবনগুলি প্রেসিডেন্টের অধিকারক্ষেত্রের মধ্যে পড়ে। তাই তিনি সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ জারি করবেন। ট্রেন, প্লেন, বাসেও মাস্ক পরতে হবে।
আফ্রিকায় বাহারি করোনা মাস্ক
নাকমুখ ঢাকার মাস্ক সাদামাটা হতে হবে কেন? আফ্রিকার ফ্যাশন ডিজাইনাররা রং ও নক্সার বাহার দিয়ে মাস্ক সাজাচ্ছেন৷ নিজস্বতা বজায় রেখে মানুষকে করোনা সংকটের মোকাবিলা করতে উৎসাহ দিচ্ছেন তাঁরা৷
ছবি: Mizo Ozim
আলজেরিয়ায় মাস্কের উপর ব্যক্তিত্বের ছাপ
আলজেরিয়ার ডিজাইনার মৌনিয়া লাজালি সেলাই করে অসংখ্য মাস্ক তৈরি করে দান করেছেন৷ গায়ক জো বাতুরি তাঁর একটি ডিজাইন তুলে ধরেছেন (ছবিতে দেখা যাচ্ছে)৷ তাঁর মতে, মানুষ নিজস্ব সংস্কৃতি ও রুচিবোধ আঁকড়ে ধরতে চান৷ ফলে এই মাস্ক ফ্যাশন হিসেবে তাঁদের মনে ধরবে৷ এভাবে মানুষ নিজের সুরক্ষার বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেবে বলে তাঁর আশা৷
ছবি: Mizo Ozim
রুয়ান্ডায় মাস্কের ঘাটতি পূরণে উদ্যোগ
রুয়ান্ডার দর্জি আলেক্সান্ডার নশিমিয়িমানা (বাম থেকে দ্বিতীয় জন) ডিডাব্লিউ-কে বলেন, দেশে মাস্কের ঘাটতি পূরণ করতে তিনি এমন রঙিন মাস্ক তৈরি করে চলেছেন৷ অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার সীমা বুঝে সেই মাস্কের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ দেশের ওষুধের দোকানে এমন মাস্কের দাম প্রায় দুই মার্কিন ডলার হলেও তিনি মাত্র ৫০ সেন্টে সেগুলি বিক্রি করছেন৷
ছবি: Alexander Bell Nshimiyimana
লাইবেরিয়ায় রংয়ের ছোঁয়া
লাইবেরিয়ার ‘দ্য বম্বশেল ফ্যাক্টরি’র সব কর্মীই নারী৷ পোশাক তৈরির প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বনির্ভর করে তোলাই কোম্পানির ব্রত৷ বিক্রি হয়নি, এমন স্কার্ট কেটে উজ্জ্বল মাস্ক তৈরি করা হচ্ছে৷ প্রত্যেকটি মাস্ক বিক্রির সঙ্গে সঙ্গে অন্য একটি এমন কোনো গৃহহীন মানুষকে দান করা হয়, যার পক্ষে বাসায় কোয়ারান্টাইনে থাকা সম্ভব নয়৷
ছবি: Marcelle Yhap
কেনিয়ায় কেতাদূরস্ত মাস্ক
কেনিয়ার ফ্যাশন ডিজাইনার ডেভিড আভিডো ‘লুকসলাইক আভিডো’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা৷ উদ্বৃত্ত পোশাক কেটে নিজের তৈরি মাস্ক পরে তিনি ছবি তুলিয়েছেন৷ মার্চ মাসে কেনিয়ায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ার পর তাঁর কোম্পানি দশ হাজারেরও বেশি মাস্ক তৈরি করে রাজধানী নাইরোবি ও আশেপাশের এলাকায় বিনামূল্যে বিতরণ করেছে৷
ছবি: Getty Images/AFP/G. Odhiambo
ক্যামেরুনে ডিজাইনার বোনেরা
অঁজ গুফাক (বামে) ও তাঁর বোন এদমঁদ কেনাং (ডানে) ক্যামেরুনে এমন রংচঙে মাস্ক তৈরি করে চলেছেন৷ সঙ্গে চোখ ঢাকার প্লাস্টিকের অংশও রয়েছে৷ করোনা সংক্রমণের গতি কমাতে ১৩ই এপ্রিল থেকে সরকার প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে৷
ছবি: Edmonde Kennang
টিউনিশিয়ার হাসপাতালে মাস্ক দান
করোনা সংকট শুরু হবার পর অনেক হাসপাতাল মাস্কের ঘাটতির মুখে টিউনিশিয়ার ডিজাইনার মিরিয়াম রিজা-র সঙ্গে যোগাযোগ করে৷ দান করা কাপড় দিয়ে মাস্ক তৈরি করে তিনি বিনামূল্যে হাসপাতালে বিতরণ করছেন৷ সেই কাজের জন্য অর্থ সংগ্রহ করতে রিজা সেইসব ক্রেতার জন্যও মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নেন, যাঁদের যথেষ্ট অর্থবল রয়েছে৷
ছবি: Getty Images/AFP/F. Belaid
6 ছবি1 | 6
বাইডেন জানিয়েছেন, তিনি প্রকাশ্যে করোনার ভ্যাকসিন নিতে চান। তাতে সাধারণ মানুষের মধ্যে ভয় দূর হবে। তিনজন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডাব্লিউ বুশ ও বিল ক্লিন্টনও জানিয়েছেন, তাঁরাও প্রকাশ্যে টিকা নিতে চান। বাইডেনের মতে, ভ্যাকসিন যে কাজ করে এই বিশ্বাস মানুষের মনে থাকতে হবে। সে জন্যই তিনি ও কমলা হ্যারিস প্রকাশ্যে ভ্যাকসিন নেবেন।