1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাই পাড়ি দিলেন অ্যান্টাকর্টিকা

২৭ ডিসেম্বর ২০১৮

পণ করেছিলেন ক্রিসমাসের সকালের নাস্তাটি করবেন অ্যান্টাকর্টিকার শেষ প্রান্তে৷ আর তাই ছুটে চলেছেন অবিরাম৷ কোন ধরণের সহযোগিতা ছাড়াই অ্যান্টার্টিকা মহাদেশ পাড়ি দিলেন মার্কিন এক অভিযাত্রী কলিন ও’ব্র্যাডি৷

Abenteurer Colin O'Brady am Südpol
ছবি: Colin O'Brady

৩৩ বছর বয়সি এ অভিযাত্রী যাত্রাপথের এক পর্যায়ে বুঝতে পারলেন বড় দিন কাছকাছি চলে এসেছে৷ মাত্র একদিনের কিছু বেশি সময় হাতে, কিন্তু পথ বাকি ১২৪ কিলোমিটার৷ দৃঢ়চেতা এই ব্যক্তি  পণ করলেন বড় দিন উদযাপন করবেন অ্যান্টাকর্টিকা পাড়ি দেয়ার সফলতা দিয়েই৷ আর তাই ঘুমহীন ৩২ ঘন্টা, পাড়ি দিলেন ১২৪ কিলোমিটার৷ ক্রিসমাসের সকালে নাস্তা সারলেন অ্যান্টাকর্টিকার শেষ প্রান্তে, তাঁর গন্ত্যব্যে৷

ছবি: Colin O'Brady

 
পরিবারের সাথে কাটাতে না পারলেও এবারের ক্রিসমাস কলিনের জন্য ছিল সত্যিই আলাদা৷ কেননা, এ ক্রিসমাসেইতো হাজার মাইল পথ পারি দিয়ে ইতিহাসে লেখিয়েছেন নিজের নাম৷  যাত্রা শুরুর ৫৪ দিন পর, ১৪৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছেন তিনি৷
কলিন ও লুইস রুড নামে ৪৯ বছর বয়সি ব্রিটিশ আর্মির এক ক্যাপ্টেন গত ৩ নভেম্বর বরফ ঢাকা অ্যান্টাকর্টিকা পাড়ি দেয়ার উদ্দেশ্যে রওনা হন৷ ৫৪ দিনের মাথায় কলিন পৌঁছেন তাঁর গন্তব্যে৷ তবে তাঁর সহযাত্রী রুডি তখনো ছিলেন যাত্রা পথেই৷ গন্তব্যে পৌঁছাতে রুডির আরো দু-একদিন সময় লাগতে পারে বলে জানা গিয়েছিল৷ 
এ মহাদেশটি পাড়ি দেয়ার চেষ্টা চলছিল অনেকদিন থেকেই৷ নরওয়ের অভিযাত্রী বোর্গে আউসল্যান্ড ১৯৯৭ সালে প্রথমবারের মতো শ্বেত ভল্লুকের এ মহাদেশ পারি দেন৷ তবে এ লম্বা পথ পাড়ি দেয়ার সময় তাঁকে নানা ধরণের সহযোগিতা করা হয়েছিল৷ 

ছবি: Colin O'Brady


‘‘শেষ ৩২ ঘণ্টা ছিল আমার জীবেনের সবচেয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মুহূর্ত৷ তবে খুব স্মরণীয় মুহূর্তও৷ একইসাথে আমি আমার লক্ষ্যে মনোযোগী ছিলাম’’, তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন কলিন৷ যাত্রা পথের প্রতিটি মুহূর্ত তিনি টুকে রেখেছিলেন ইন্সটাগ্রামে৷ নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি স্মরণ করেন দক্ষিণ আফ্রিকার বর্নবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে৷ 
আরআর/এপিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ