1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাকীত্বের ধরণ সম্পর্কে আপনি পরিচিত?

১২ মার্চ ২০১৯

চার ধরণের একাকীত্ব রয়েছে৷ এগুলো হলো: আবেগীয় একাকীত্ব, সামাজিক একাকীত্ব, সামাজিক ও আবেগীয় একাকীত্ব এবং স্বল্প একাকীত্ব৷ এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

Symbolbild Freunde Freude
ছবি: Maksim Šmeljov - Fotolia.com

বিশ্বে একাকীত্ব ভয়াবহ রূপ নিয়েছে৷ এটাকে মহামারী বলছেন গবেষকরা৷ ১৯৮৫ থেকে ২০০৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে একাকী মানুষের সংখ্যা তিনগুণ হয়েছে, যাদের একজনও ঘনিষ্ঠ বন্ধু নেই৷ প্যারিসের ৫০ শতাংশ এবং স্টকহোমের ৬০ শতাংশ মানুষ একা থাকেন৷ যুক্তরাজ্যে ৭৫ এর বেশি বয়সি মানুষদের অর্ধেকই একা থাকেন৷ মাসের পর মাস ধরে তারা আত্মীয়-দের সঙ্গে কথা না বলে কাটিয়ে দেন তাঁরা৷ দিনে ১৫টা সিগারেট খাওয়ার মতই এক ধরণের নেশায় পরিণত হয় একা থাকা৷ গবেষকরা একাকীত্বের ধরণকে চারভাগে ভাগ করে দেখিয়েছেন এর বৈশিষ্ট্য এবং লক্ষণগুলো৷

গত ৫ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করেছে৷ এটি এ পর্যন্ত দেখা হয়েছে ২ লাখ ৪৪ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় ৪ হাজার বার৷

এপিবি/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ