ব্লগার আসিফ মহীউদ্দিনের জামিন আবেদনের শুনানি হবে সাতাশ জুন৷ তবে কারাগারে আসিফ মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁরা জানান, অসিফের বিরুদ্ধে যে অভিযোগে ‘চার্জশিট’ দেয়া হয়েছে তার কোন ভিত্তি নেই৷
বিজ্ঞাপন
ব্লগার আসিফ মহীউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালান হয় গত ১৩ই জানুয়ারি৷ সেই হামলার পর আসিফ পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাঁকে গত তেসরা এপ্রিল গ্রেফতার করা হয় পবিত্র ধর্ম ‘ইসলামকে অবমাননার' অভিযোগে৷ কিন্তু তাঁর পরিবারের দাবি, তদন্তকারীরা এখনো আসিফের বিরুদ্ধে ইসলাম অবমাননার কোন প্রমাণ হাজির করতে পারেননি৷ ব্লগে লেখালেখি করে আসিফ ‘ধর্মের অবমাননা' করেছে বলে যে অভিযোগ আনা হয়েছে, আসিফের সে ধরনের লেখালেখিরও কোন প্রামাণ পাওয়া যায়নি বলে ডয়চে ভেলের কাছে দাবি করেন আসিফের বড় বোন ড. জাহিদা মেহেরুন্নেসা৷
তিনি বলেন, ‘‘আসিফকে অযথাই কারাগারে আটক রাখা হয়েছে৷ একই ধরনের অভিযোগে আটক অপর ৩ ব্লগারকে জামিন দেয়া হলেও আসিফকে কেন জামিন দেয়া হচ্ছেনা তা তারা বুঝতে পারছেন না৷''
‘নাস্তিক ব্লগার’ ইস্যুতে ইসলামি দলের তাণ্ডব
কয়েকজন ব্লগারের বিরুদ্ধে কথিত ‘ধর্মনিন্দার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ডের দাবিতে ২২ ফেব্রুয়ারি ঢাকাসহ বাংলাদেশের কয়েক এলাকায় তাণ্ডব চালিয়েছে বিভিন্ন ইসলামি দল৷ এতে প্রাণহানিসহ বেশ কয়েকজন আহত হয়েছে৷
ছবি: Reuters
বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র
শুক্রবার (২২.০২.১৩) দুপুর বারোটার দিকে বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ ১২টি ইসলামি ও সমমনা দল আগেই ঘোষণা দিয়েছিল, তাদের ভাষায় যেসব ব্লগার ইন্টারনেটে ‘ধর্মনিন্দা’ করে বিভিন্ন নিবন্ধ লিখছে, তাদের ফাঁসির দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর আন্দোলন করা হবে৷ কিন্তু সেই আন্দোলন অল্প সময়ের মধ্যেই তাণ্ডবে রূপ নেয়৷ এতে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন৷
ছবি: AFP/Getty Images
‘পরিকল্পিত অ্যাকশন’
ঢাকা থেকে আমাদের প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন জানিয়েছেন, ‘শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে পরিকল্পিতভাবেই সহিংস অ্যাকশনে গেল জামায়াত-শিবির ও তাদের সহযোগীরা৷ ব্লগে ইসলামের বিরুদ্ধে কথিত কটূক্তির কথা বলে তাদের ভাষায় ‘মুরতাদ-নাস্তিকদের’ ফাঁসির দাবিতে আগেই শুক্রবার জুম্মার নামাজের পর কর্মসূচি দেয়৷ আর আজ (২২.০২.১৩) জুম্মার নামাজের আগেই তারা তাণ্ডব শুরু করে৷’
ছবি: Reuters
শাহবাগে হামলার চেষ্টা
শুক্রবার (২২.০২.১৩) পুলিশের বাধা উপেক্ষা করে ইসলামি দলের সদস্যরা শাহবাগ গণজাগরণ মঞ্চের দিকে এগোতে চাইলে সংঘর্ষ পল্টন হয়ে প্রেসক্লাব পর্যন্ত ছড়িয়ে পড়ে৷ ককটেল, গুলি আর টিয়ার গ্যাসের সেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ প্রায় একই সময়ে ঢাকার কাঁটাবনে শাহবাগ বিরোধীরা রাস্তায় নামে৷ তারাও শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে এগোনোর চেষ্টা করে৷ সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়৷
ছবি: AFP/Getty Images
ঢাকার বাইরে তাণ্ডব, প্রাণহানি
ঢাকার বাইরে চট্টগামের প্রেসক্লাবে হামলা হয়েছে৷ তাদের হামলায় পুলিশ এবং সাংবদিকসহ ২০ জন আহত হয়েছেন৷ বগুড়া, রাজশাহী, সিলেট, চাঁদপুরে গণজাগরণ মঞ্চে হামলা চালায় তারা৷ হামলা চালায় সিলেট শহীদ মিনারে৷ সেখানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ শুক্রবার বিকেল অবধি পাওয়া খবর অনুযায়ী, গাইবন্ধায় ২ জন এবং ঝিনাইদহে জাগরণ মঞ্চ বিরোধীদের সঙ্গে জনতার সংঘর্ষে একজন নিহত হয়েছেন৷
ছবি: Reuters
শাহবাগে জনতা
দেশব্যাপী ইসলামি দলগুলোর এই তাণ্ডবের পর শাহবাগের প্রজন্ম চত্বরে আবারো ভিড় বাড়তে শুরু করেছে৷ ব্লগারদের ডাকে গত পাঁচ ফেব্রুয়ারি থেকে এই চত্বরে অবস্থান করছেন অগুনতি মানুষ৷ তাদের মূল দাবি হচ্ছে, ‘‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, তাদের আর্থিক প্রতিষ্ঠান বয়কট৷’’
ছবি: Reuters
তাণ্ডবের পর নতুন কর্মসূচি
শাহবাগের তরুণ প্রজন্মের এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার শুক্রবার সন্ধ্যায় জাগরণ মঞ্চ থেকে দাবি করেন, ‘‘আজকের (২২.০২.১৩) হামলায় উস্কানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে৷ তা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে৷’’ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই তথ্য৷
ছবি: Reuters
ইন্টারনেটে সতর্ক দৃষ্টি
‘ধর্মীয় ভাবমূর্তিতে আঘাত হানছে’ এরকম ইন্টারনেট ওয়েবসাইট খুঁজে খুঁজে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষ৷ ইতোমধ্যে কমপক্ষে দুটি ওয়েবসাইট বন্ধ এবং দশটি ব্লগ পোস্ট মুছে দেওয়া হয়েছে৷ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ৷
ছবি: picture-alliance/ dpa
রোববার হরতাল
শুক্রবার ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালানোর পর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘জামায়াত নিয়ন্ত্রিত’ ১২টি ইসলামি দল৷
ছবি: Reuters
8 ছবি1 | 8
আসিফের আরেক বোন জুয়েলা জেবুন্নেসা মনি ডয়চে ভেলেকে জানান, শনিবার তাঁরা কারাগারে আসিফের সঙ্গে দেখা করেছেন৷ তাঁকে কারাগারে একটি বদ্ধ প্রকোষ্ঠে একাকি রাখা হয়েছে৷ সেখানে থেকে সে দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে৷ সে নিজেও বুঝতে পারছেনা কি তাঁর অপরাধ৷
তিনি বলেন, ‘‘অসিফকে গ্রেফতার করা হয় অসুস্থ অবস্থায়৷ এখনো তারা শারীরিক অবস্থার উন্নতি হয়নি৷ কারাগারে রেখে তার সুচিকিত্সা সম্ভব নয়৷ তাই তাঁকে অন্তত চিকিত্সার জন্যও যেন জামিন দেয়া হয়৷''
জুয়েলা জেবুন্নেসা জানান, এর আগে কারাগারে আসিফ হুমকির মুখে ছিল৷ তাঁর সঙ্গে খারাপ আচরণও করা হয়েছে৷ তবে এখন আর খারাপ আচরণের কথা তাদের জানায়নি আসিফ৷ তারপরও এক ধরনের চাপ অনুভবব করছেন তাঁরা৷ তাদের পরিবারের প্রতি সরাসরি কোন চাপ বা হুমকি না থাকলেও তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করার একটি চেষ্টা চলছে বলে তাদের ধারণা৷
তিনি বলেন, ‘‘আসিফের জন্য প্রথম থেকে যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল সেই আইনজীবী আলাউদ্দিন মোল্লা আর আসিফের মামলা পরিচালনা করবেন না বলে তাদের জানিয়ে দিয়েছেন৷''
আলাউদ্দিন মোল্লা কোন কারণ না জানালেও শনিবার তাঁর অপারগতার কথা জানান বলে জানিয়েছেন মনি৷
এদিকে, দ্বিতীয় পর্যায়ে এই মামলায় আসিফের পক্ষে আইনি লড়াইয়ে নিয়োজিত হন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া৷ তিনি ডয়চে ভেলেকে জানান, সাতাশে জুন আসিফের জামিন আবেদনের ওপর শুনানি হবে৷ একই দিনে অভিযোগ গঠনের ওপর শুনানিও হবে৷
তিনি বলেন, একই অভিযোগে আটক আরো ৩ ব্লগার যেহেতু জামিন পেয়েছেন, তাই তাঁর আশা এবার হয়তো আসিফ জামিন পাবেন৷
এদিকে ব্লগার আসিফ মহীউদ্দিনের মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে দেশের বিশিষ্ট নাগরিকরা মানব বন্ধন করেন৷