1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাত্তরের যুদ্ধ শিশু খুঁজছে বাবা-মাকে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ জানুয়ারি ২০১৩

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের যুদ্ধ শিশু কোহিনুর বার বার নরওয়ে থেকে বাংলাদেশে আসছেন তার মায়ের খোঁজে, বাবার খোঁজে৷ আর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সে খুব খুশি৷

কোহিনুরকে যখন বাংলাদেশ থেকে দত্তক হিসেবে এক দম্পতি নরওয়েতে নেন তখন সে সাড়ে তিন বছরের শিশু৷ছবি: Harun Ur Rashid Swapan

কোহিনুরকে যখন বাংলাদেশ থেকে দত্তক হিসেবে এক দম্পতি নরওয়েতে নেন তখন সে সাড়ে তিন বছরের শিশু৷ একাত্তরে যুদ্ধ শিশু হিসেবে জন্ম নেয়ার পর সে ঢাকায় মাদার টেরেসার চ্যারিটি হোমে ছিল৷ এখন কোহিনুর পরিণত নারী৷ তার ৪ বছরের একটি মেয়ে আছে , নাম সাইদা ফারাহ৷ কোহিনুর নরওতে একজন ব্যালে ড্যান্সার এবং সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত৷ থাকেন নরওয়ের রাজধানী অসলোতে৷ কিন্তু বার বার বাংলাদেশে ছুটে আসেন, যদি তার বাবা-মাকে পাওয়া যায় সেই আশায়৷ এ'নিয়ে তিনি চারবার বাংলাদেশে এলেন৷ এবার সঙ্গে তার সন্তানও এসেছে৷

কোহিনুর(ডানে) বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় খুবই খুশীছবি: Harun Ur Rashid Swapan

সে জানায় নরওয়েতে একশ'র মত বাংলাদেশি যুদ্ধ শিশু আছেন, যারা এখন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত৷ তিনি জানেন, মুক্তিযুদ্ধের পর পরিবেশ পরিস্থিতির কারণে তার মতো আরো অনেক শিশুকে দত্তক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়েছে৷

কোহিনুর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় খুবই খুশি৷ আর আবুল কালাম আযাদের ফাঁসির রায়ের খবরও তার জানা৷ তার মতে যুদ্ধাপরাধীরা এত জঘন্য অপরাধ করেছে যে তারা পালিয়েও বাঁচতে পারবে না৷

কোহিনুর ফেব্রুয়ারি মাসে ঢাকা ছেড়ে আবার নরওয়ে চলে যাবেন৷ আর যাওয়ার আগে তার মা-বাবাকে খুঁজে পাওয়ার আশায় একটি কনসার্ট করবেন৷

কোহিনুর অনুরোধ করেছেন, তার মামা-বাবা অথবা আত্মীয় স্বজনকে যদি কেউ চেনেন তাহলে যেন তাকে জানান৷ ঢাকায় ০১৮২৫৭৭৮৯৫৮ এই ফোন নাম্বারে তথ্য জানালে তিনি জানতে পারবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ