1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিদের সম্মাননা

হারুন উর রশীদ স্বপন,ঢাকা১৫ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবাদনের জন্য বিদেশি ৬২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়েছে৷ প্রধানমন্ত্রী তাঁদের অবদানের কথা স্মরণ করে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে নতুন যুদ্ধেও তাদের সহায়তা চেয়েছেন৷

Jatiyo Sriti Soudho (Bengali: জাতীয় স্মৃতি সৌধ Jatio Sriti Shoudho) or National Martyrs' Memorial is a monument in Bangladesh. It is the symbol of the valour and the sacrifice of those killed in the Bangladesh Liberation War of 1971, which brought the independence of Bangladesh from Pakistani rule. The monument is located in Savar, about 35 km north-west of the capital, Dhaka. It was designed by Syed Mainul Hossain. Quelle: Wikipedia Link: http://en.wikipedia.org/wiki/File:JSS.jpg Description National Independence Monument at Savar Date 25 October 2007(2007-10-25), 04:40 Source National Monument of Savar Author Tony Cassidy from Nottingham, UK Rechte: This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 2.0 Generic license.
ছবি: National Monument of Savar

বিদেশি ৬০ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে এবার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হল৷ ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই নাগরিকরা মুক্তিযুদ্ধের সময় নানাভাবে বাংলাদেশকে সহায়তা করেছেন৷ তাদের কেউ এ কারণে নিজ দেশে কারাবরণ করেছেন৷ শিকার হয়েছেন নির্যাতনের৷ পাকিস্তানের সাঈদ আসিফ তাদের একজন৷ তিনি নিজ দেশে নির্যাতনের শিকার হয়েছিলেন৷ সম্মাননা পাওয়ার পর বললেন, একাত্তরে যে নির্মম গণহত্যা এবং নির্যাতন হয়েছে তার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত৷ আর নেপালের রাজনীতিবিদ অর্জুন নরসিংহ বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ জানানোয় তাঁকে ৯ মাস কারাগারে থাকতে হয়েছিল৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সবার হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা এই জাতি কোনোদিন ভুলবেনা৷ তিনি বলেন, স্বাধীনতার পর এখন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে৷ এই যুদ্ধেও তিনি তাদের সহায়তা চান৷ আর বাংলাদেশের এই বিদেশি বন্ধুরাও সহযোগিতার আশ্বাস দেন৷ তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশর মানুষকে শ্রদ্ধা আর অভিনন্দন জানান৷ ভারতের জগদিশ শর্মা বলেন এদেশের মানুষ প্রকৃত বীর৷

আর আগে ৩ দফার আরো ১৪৫ জনকে বিদেশি মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা জানান হয়েছিল৷ আর এই সম্মাননা জানান হবে প্রতিবছর৷ এবারের অনুষ্ঠানে ভারতের শিল্পী মান্না দের পক্ষে এসেছেন তার ভাইয়ের ছেলে সুদিব দে৷ তিনি জানান বাংলাদেশের মুক্তির জন্য তাঁর গানের কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ