1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাদশ জাতীয় সংসদ নির্বাচন: দৌড়ঝাঁপ শুরু সাংসদদের

আসমা মিতা
২৫ অক্টোবর ২০১৭

জাতীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় এক বছর বাকি৷ রাজনৈতিক দলগুলো এরই মাঝে শুরু করেছে ‘দৌড়ঝাঁপ'৷ এক্ষেত্রে ‘এক ঢিলে দুই পাখি' মারছেন সংসদ সদস্যরা৷ এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনের পাশাপাশি চালাচ্ছেন জনসংযোগ৷

Bangladesch Parlamentswahlen
ছবি: DW/M. Mamun

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্যের কথায় এর সত্যতা মিলেছে৷ এলাকায় যাওয়া-আসা আগের তুলনায় বেড়ে গেছে তাঁদের প্রায় সবার৷

দশম জাতীয় সংসদ নির্বাচনহয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি৷  সংসদ সদস্যরা শপথ নেয়ার দিন থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত থাকে নির্বাচিত সংসদের মেয়াদ৷ ২০১৪ সালের ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠিত হয়৷ সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ১১ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা আছে৷ 

এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাবেক নির্বাচন কমিশনারদের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন৷ নেয়া হয়েছে তাঁদের নানা সুপারিশ৷ জাতীয় নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদের কাজও শুরু হয়ে গেছে৷ এরপর রোডম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণ ও অন্যান্য কাজে হাত দেবে নির্বাচন কমিশন৷

কাজেই আর বসে থাকার সময় নেই কারও৷ 

ওবায়দুল কাদের

This browser does not support the audio element.

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবায়দুল কাদেরের কাছে তাঁর জাতীয় নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি সামনে নিয়ে আসেন দলকে৷ নোয়াখালী ৫ আসনের এই সাংসদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ আমি আমাকে নিয়ে ভাবছি না৷ আমি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, তাই সারা দেশ নিয়ে আমাকে ভাবতে হয়৷ আমরা তো সারা দেশে কাজ শুরু করে দিয়েছি৷ প্রিপারেশন চলছে তো৷''

আওয়ামী লীগ জনসংযোগকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমাদের গণসংযোগ, মেম্বারশিপ ক্যাম্পেইন, পার্টির সদস্য সংগ্রহ শুরু হয়ে গেছে৷ গ্রামে উঠান বৈঠক, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হচ্ছে৷ তবে জনসংযোগের ব্যাপারটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে৷ নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে নতুন ভোটার এবং টিকে থাকবে এমন ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে৷''

আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে কেমন ব্যক্তিকে গুরুত্ব দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ? ওবায়দুল কাদেরের সংক্ষিপ্ত জবাব, ‘‘একটা কথাই বলি, বেশি কথা বলবো না৷ যেমন প্রার্থী সবার কাছে গ্রহযোগ্য হবে এবং একইসাথে বিজয় আনতে পারবে, এমন প্রার্থীই আমরা চাইব৷''

মাহবুব উল আলম হানিফ

This browser does not support the audio element.

এ্কই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অবশ্য আরেকটু বিস্তারিত বলেছেন৷ ডয়চে ভেলেকে তিনি জানান, ‘‘অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে, আওয়ামী লীগ সব সময়ই নির্বাচনে অংশ নিয়েছে৷ সব সময়ই জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিয়েছে৷ সবকিছু ঠিক থাকলে সম্ভবত আগামী বছরের ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচন হবে৷ সেই নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে৷''

‘‘প্রস্তুতির অংশ হিসেবে যথারীতি জনসংযোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে৷ মাঠ পর্যায়ের কর্মীদের চাঙা করতে ইতিমধ্যেই আমরা জেলায় জেলায় কর্মীসভা করেছি৷ আরও কর্মীসভা, সংসদ সদস্য নবায়নের প্রক্রিয়া ও সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছি৷ এসব কাজে আমাদের জনসম্পৃক্ততা থাকবে৷ পাশাপাশি প্রার্থী বাছাইয়ের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে৷ সোর্সের মাধ্যমে প্রতি তিন মাস পরপরই জরিপ চালানো হচ্ছে প্রার্থী , নির্বাচনের মাঠ সম্পর্কে৷ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়ন বোর্ডকে সাহায্য করবে এসব তথ্য৷ সব মিলিয়ে আমাদের নির্বাচন প্রস্তুতির কাজ চলছে৷''

 তাঁর নিজের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া ৩ আসনের সাংসদ হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কেন্দ্রের নানান কাজে ব্যস্ত থাকায় আমি এলাকায় সেভাবে যেতে পারি না৷ তারপরও মাসে দুইবার তো যাই- ই৷ নির্বাচন এগিয়ে এলে তখন আরও বেশি করে যাব৷ এখন আমার কাজ মূলত জনসংযোগ করা৷ সেখানেই বেশি জোর দিচ্ছি৷ এলাকায় এতদিনেও কোন কাজটি হয়নি, এখন কোনটি করত হবে এসব দেখছি৷ তবে এটা ঠিক যে, সময়ের সাথে সাথে কর্মপন্থায় কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে৷ তখন সেভাবেই আমরা্ অবস্থা বুঝে কাজ করব৷'' 

তাজুল ইসলাম চৌধুরী

This browser does not support the audio element.

অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও বসে নেই৷ এরইমধ্যে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো করা হয়েছে বলে জানান দলের সিনিয়র নেতা ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রস্তুতি তো শুরু হয়ে গেছে৷ কতগুলো জায়গায় জাতীয় পার্টির কমিটি হয়েছে, কতগুলো জায়গায় হয়নি, সেগুলোর হিসাব ঠিক করা হচ্ছে৷ আমরা ইউনিয়ন কমিটি এরইমধ্যে শেষ করেছি, পৌরসভা কমিটিও প্রায় শেষ পর্যায়ে৷ এরপর হাত দেবো জাতীয় পর্যায়ে৷ আমাদের পার্টির চেয়ারম্যান প্রার্থীর ব্যাপারে বিভিন্ন জনের সাথে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন৷ আশা করি ৩০০ আসনেই আলাদা করে আমরা প্রার্থী দিতে পারবো৷''

তিনি যোগ করেন, ‘‘রাজনৈতিক মেরুকরণ তো ভিন্ন কথা৷ দেখি শেষ পর্যন্ত জোটে থাকব, নাকি আলাদা থাকবো৷'' কুড়িগ্রাম থেকেই বরাবর নির্বাচন করেছেন তাজুল ইসলাম৷ বলেন, ‘‘আমার এলাকায় সব সময় যোগাযোগ ছিল, আছে৷ গত সপ্তাহেও গিয়েছিলাম৷ ভোট করতে হলে তো এলাকায় আরও যোগাযোগ বাড়াতে হবে৷''

আনোয়ার হোসেন মঞ্জু

This browser does not support the audio element.

জাতীয় পার্টির আরেক অংশ জেপি-র প্রধান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর ২ আসনের সাংসদ৷ তাঁর কণ্ঠে অবশ্য খুব বেশি তাড়া শোনা যায়নি৷ বলেন,‘‘দেখুন, যারা ভালো ছাত্র তারা কিন্তু সারা বছর পড়ালেখা করে, আর যারা তা নয়, তারা পরীক্ষার আগে তিন মাস পড়ে৷ আমি তো সারা বছর কাজ করি৷ কাজেই পরীক্ষাতে আমার ভয় নেই৷ আমি নিয়মিত এলাকায় যাই, কাজ করি৷ নির্বাচন এগিয়ে আসছে বলে আলাদা কিছু করছি না৷''

বন ও পরিবেশ মন্ত্রী মঞ্জু আরো বলেন, ‘‘ যারা সারাবছর কাজ করে না, তারাই বোধহয় এই সময় জায়গা টিকিয়ে রাখতে বেশি দৌড়ঝাঁপ করে৷'' 

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দুই দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যদের সাথে ডয়চে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷ তবে, মাঠ পর্যায়ের নানা সূত্র থেকে জানা গেছে, নির্বাচনের নানা প্রস্তুতি তাঁরাও নিতে শুরু করেছেন৷ আগামীতেও তাঁরা আওয়ামী লীগের সাথে জোটে থাকতে পারেন বলেও আভাস মিলেছে৷

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ