1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান মন্ত্রণালয়ে এনএসএ

২ জুলাই ২০১৫

উইকিলিক্স-এর ফাঁস করা নতুন তথ্য অনুযায়ী মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা যে শুধু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের টেলিফোনের উপর নজর রেখেছে, এমন নয়; অর্থ, অর্থনীতি এবং কৃষি মন্ত্রণালয়েও আড়ি পেতেছে এনএসএ৷

Symbolbild Wikileaks
ছবি: picture-alliance/dpa/J. Büttner

মাত্র মাস খানেক আগে সরকারি কৌঁসুলি ম্যার্কেলের ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত বাতিল করেন এই বলে যে, কোনো নতুন সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে না৷ এবার জার্মানির স্যুডডয়েচে সাইটুং দৈনিক ২০১০ সাল থেকে ২০১২ সাল অবধি বিভিন্ন জার্মান মন্ত্রী ও মন্ত্রণালয়ের উপর এনএসএ-র আড়ি পাতার খবর, ৬৯টি টেলিফোন নম্বরের তালিকা এবং অন্তত দু'টি ইন্টারসেপ্ট'-এর অনুলিপি প্রকাশ করার পর, সবুজ দলের রাজনীতিক ক্রিস্টিয়ান স্ট্র্যোবেলে দাবি করেছেন যে, সরকারি কৌঁসুলির পুনরায় তদন্ত চালু করা উচিত৷

প্রসঙ্গত, এই স্ট্র্যোবেলেই ২০১৩ সালের অক্টোবর মাসের শেষে মস্কোয় গিয়ে ‘হুইসলব্লোয়ার' এডোয়ার্ড স্নোডেন-এর সঙ্গে সাক্ষাৎ করেন – এমনকি দাবি করেন যে, স্নোডেনকে জার্মানিতে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য জার্মান সরকারের তাঁকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া উচিত৷ অর্থাৎ স্যুডডয়েচে সাইটুং এবং সরকারি এআরডি টেলিভিশন সংস্থার ফাঁস করা এই সর্বাধুনিক কেলেঙ্কারি জার্মান অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ঝড় তোলার ক্ষমতা রাখে৷

প্রথমে ম্যার্কেলের মোবাইলের উপর আড়ি পাতার অভিযোগ; তারপর ইউরোপের অপরাপর দেশে – যেমন ফ্রান্সে – এনএসএ-র আড়ি পাতায় জার্মান গুপ্তচর সংস্থা বিএনডি-র সহযোগিতার অভিযোগ; সবশেষে ওলঁদ সহ একাধিক ফরাসি প্রেসিডেন্টের উপর এনএসএ-র নজরদারির অভিযোগ৷ সব সত্ত্বেও বার্লিন কিংবা ওয়াশিংটন, কোনো পক্ষই জার্মান-মার্কিন মৈত্রীসুলভ সম্পর্কে আঁচড় পর্যন্ত পড়তে দেয়নি৷ কিন্তু এবার যে ধরনের ব্যাপক অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির আভাস দেওয়া হয়েছে, তা-তে সংসদ, সরকার এবং জার্মান জনমত, তিনটি ক্ষেত্রেই কোনো না কোনো প্রতিক্রিয়া প্রত্যাশা হবে – তা সে প্রীতিকর অথবা সুবিধাজনক হোক আর না-ই হোক৷

বিভিন্ন মন্ত্রী ও মন্ত্রণালয়ের ৬৯টি সরকারি টেলিফোনের উপর আড়ি পেতেছে এনএসএ৷ তার মধ্যে ছিলেন বর্তমান অর্থনীতি মন্ত্রী ও ভাইস চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল – যদিও তিনি তখন বিরোধীপক্ষে ছিলেন; সাবেক অর্থমন্ত্রী অস্কার লাফন্টেইন অথবা হালের অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলেকেও পাওয়া যাবে সেই তালিকায়৷ তালিকার কিছু কিছু টেলিফোন নম্বর নাকি এখনও সচল!

ব্যাপারটা আরো সমসাময়িকতা পাচ্ছে এই কারণে যে, এনএসএ দৃশ্যত সে আমলেও গ্রিসের ঋণ সংকটে জার্মান সরকারের মনোভাব জানতে আগ্রহী ছিল৷ একটি আড়ি পাতা টেলিফোনালাপে ম্যার্কেল গ্রিক সংকট সম্পর্কে তাঁর নিজের ধ্যানধারণা ব্যক্ত করেছেন, এক্ষেত্রে অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলের সঙ্গে তাঁর মতানৈক্যের কথাও উল্লেখ করেছেন৷ অপরদিকে ম্যার্কেল ও তাঁর সহযোগীর কথোপকথনে ফরাসি নেতৃবর্গ অথবা তথাকথিত ‘ট্রোইকা', কিংবা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বড় প্রতিষ্ঠানের প্রধানরা গ্রিক সংকট সম্পর্কে কি ভাবছেন অথবা বলেছেন, সে'কথা জানতেও দৃশ্যত আগ্রহী ছিল এনএসএ৷

এডোয়ার্ড স্নোডেনছবি: Reuters/V. Kessler

স্যুডডয়েচে সাইটুং-এর রিপোর্ট অনুযায়ী একটি জার্মান ইন্টারসেপ্ট (আড়ি পাতা বার্তালাপ) এসেছে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জিসিএইচকিউ-এর কাছ থেকে৷ ‘টপ সিক্রেট'-এর চেয়ে দু'পর্যায় বেশি গোপনীয় এই তথ্য নাকি পাঠানো হয় মার্কিন নেতৃত্বাধীন ‘ফাইভ আইজ' স্পাইং জোটের অন্যান্য সদস্যদের কাছে৷ ঐ ‘পঞ্চচক্ষু গুপ্তচর জোটে' আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷

এসি/ডিজি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ