একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল আইসল্যান্ড। এর ফলে অগ্নুৎপাতের আশঙ্কা প্রবল হয়েছে।
বিজ্ঞাপন
আইসল্যান্ডের রাজধানী শহর রেইকইয়াভিকের ১৯ মাইল দূরে মাউন্ট কেইলির ছিল ভূমিকম্পের কেন্দ্র। প্রথম ভূমিকম্পের পরিমাপ ছিল পাঁচ দশমিক সাত। প্রথম ভূমিকম্পের পর একের পর এক আফটারশক অনুভূত হতে থাকে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের পরিমাপ ছিল চার বা তার কাছাকাছি।
আইসল্যান্ডের আবহাওয়া অফিসের ভূমিকম্প বিষয়ক কোঅর্ডিনেটার ক্রিস্টিন জনসডটির জানিয়েছেন, ''এটা ভূমিকম্প-প্রবণ এলাকা সেটা আমরা জানি। তা সত্ত্বেও এর আগে কখনো এইরকম সময়ে এতগুলি শক্তিশালী ভূমিকম্পের মুখে আমরা পড়িনি। এটা অস্বাভাবিক।''
ভূমিকম্পের ফলে অগ্নুৎপাত শুরু হয়নি, কিন্তু আবহাওয়া অফিস বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করে দিয়েছে। সবুজ থেকে তা হলুদ করা হয়েছে।
হারিয়ে যাচ্ছে যে হিমবাহগুলি
জলবায়ু পরিবর্তনের কারণে পুরোপুরি গলে গেছে আইসল্যান্ডের একটি হিমবাহ৷ একই ভবিষ্যত অপেক্ষা করে আছে বিশ্বের আরো বেশ কয়েকটি হিমবাহের জন্য৷
ছবি: AFP/Getty Images/W. Diaz
হিমবাহের স্মৃতিতে
পুরোপুরি গলে যাওয়া ওকিয়োকুল হিমবাহের জন্য স্মরণসভার আয়োজন করা হলো আইসল্যান্ডে৷ জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা৷ ওকিয়োকুলের মতো এভাবেই হারিয়ে যাবে আগামী ২০০ বছরে আরো বেশ কয়েকটি হিমবাহ, বলছেন নাসার বিজ্ঞানীরা৷
ছবি: Getty Images/AFP/J. Richard
আন্টার্কটিকায় ধ্বস
বাড়ন্ত তাপমাত্রার কারণে গলছে পশ্চিম এন্টার্কটিকার ঠোয়েইটস হিমবাহ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই হিমবাহ পুরো গলে গেলে বিশ্বের সমুদ্রতলের উচ্চতা বাড়বে ৫০ সেন্টিমিটার, যা ডুবিয়ে দেবে পৃথিবীর অনেক অংশ৷
ছবি: Imago Images/Zuma/NASA
গলছে পাটাগোনিয়া
এন্টার্কটিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ রয়েছে চিলের এই অঞ্চলে৷ সেখানের গ্রে হিমবাহের দ্রুতগতিতে গলে যাওয়া আসন্ন বিপদের লক্ষণ৷
ছবি: picture alliance/dpa/blickwinkel/E. Hummel
আল্পসও হারাচ্ছে
সুইজারল্যান্ডের রোন হিমবাহের চিত্রও খুব একটা ভিন্ন নয়৷ জলবায়ু পরিবর্তনের বর্তমান মাত্রা যদি অপরিবর্তিত থাকে, এই হিমবাহের দুই-তৃতীয়াংশ হারিয়ে যাবে, বলছেন নাসার এক বিজ্ঞানীদের দল৷
ছবি: Imago Images/S. Spiegl
নিউজিল্যান্ডও হারাবে?
দক্ষিণ গোলার্ধ্বের ফ্রানজ জোসেফ হিমবাহ নিউজিল্যান্ডে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থল৷ সেখানে রয়েছে দৃষ্টিনন্দন সাইকেল ও হাইকিং রুট৷ কিন্তু এই হিমবাহ পুরো গলে গেলে তাও হারাবে নিউজিল্যান্ড৷
ছবি: DW/D. Killick
আফ্রিকায় কী হবে?
২০১২ সালেই নাসার বিজ্ঞানীরা বলেছিলেন, জলবায়ু পরিবর্তন কেড়ে নেবে আফ্রিকার সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র মাউন্ট কিলিমাঞ্জারোর বরফচূড়া৷ এই আশঙ্কা বাস্তবে পরিণত হতে খুব বেশি দেরি নেই, বলছেন তারা৷
ছবি: Imago Images/robertharding/C. Kober
হিমবাহে মৃত্যু
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালডেজ হিমবাহে নৌকাবিহার করছিলেন দুই জার্মান ও এক অস্ট্রিয়ান পর্যটক৷ সেই সময় বিরাটাকারের একটি বরফপিণ্ড ভেঙে পড়ে৷ ফলে মৃত্যু হয় তাদের৷ বরফপিণ্ডের হঠাৎ ভেঙে পড়াও আসলে বাড়ন্ত তাপমাত্রার প্রভাব৷
ছবি: imago/Westend61
আশার আলো দেখাচ্ছে গ্রিনল্যান্ড
পৃথিবীজুড়ে গলে যাচ্ছে একের পর এক হিমবাহ৷ কিন্তু গ্রিনল্যান্ডের ইয়াকবসহাভেন হিমবাহ এসবের মধ্যে ব্যতিক্রম৷ নাসার একটি প্রতিবেদন জানাচ্ছে, ২০১৬ সাল থেকে আবার ঘন হতে শুরু করেছে এই হিমবাহের বরফ৷ কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই বৃদ্ধি সাময়িক৷ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই বৃদ্ধি থেমে যেতে বাধ্য৷
ছবি: picture-alliance/AP Photo/NASA
8 ছবি1 | 8
আইসল্যান্ডের দক্ষিণে এর আগে অগ্নুৎপাত হয়েছে। ২০১০ সালে অগ্নুৎপাতের জন্য ছয় দিন বিমান চলাচল প্রায় বন্ধ ছিল। কিন্তু যে এলাকায় এবার ভূমিকম্প হয়েছে, তা টেকটনিক ফল্টের উপর অবস্থিত। সেখানে দ্বাদশ শতকে শেষ ভূমিকম্প হয়েছে।