1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাতৃভাষা দিবস

২০ ফেব্রুয়ারি ২০১২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেশে ও বিদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

ছবি: picture-alliance/dpa

সরকারিভাবে ছাড়াও বিভিন্ন সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করছে৷ যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট গত কয়েকদিন ধরে প্রতিদিন বিকেলে অনুষ্ঠান করছে৷ আজ সেটা শেষ হবে৷ প্রথম দিকে শহীদ মিনারে এই অনুষ্ঠান হলেও এখন সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরে৷

জাতীয় পর্যায়ে ছাড়াও বিভিন্ন জেলা প্রশাসন শহীদ দিবস পালন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে৷

এদিকে জার্মানিতে বাংলাদেশ দূতাবাস আজ বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ক্যানাডা সহ বিশ্বের অন্যান্য দেশেও বাঙালিদের উদ্যোগে একুশে পালনের প্রস্তুতি নেয়া হয়েছে৷

ভারতের ত্রিপুরা রাজ্যেও দিবসটি পালন করা হবে বলে জানিয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম৷ তবে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ২০০৫ সাল থেকে যে অনুষ্ঠান হয়ে আসছে – এবার সেটা হচ্ছে না৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে সরকারিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে৷ এদিকে আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শ্যামল চক্রবর্তী বাংলানিউজকে বলেছেন, অনুষ্ঠান নিয়ে তৃণমূল সরকারের বিদ্বেষী মনোভাবের কারণে পশ্চিমবঙ্গ সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ