1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলায় প্রতিবন্ধীদের জন্য বই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ ফেব্রুয়ারি ২০০৯

অন্যরকম সক্ষমদের দিকেও নজর দেয়া হয়েছে অমর একুশে বইমেলা৷ দৃষ্টি প্রতিবন্ধী বা যারা বাক প্রতিবন্ধী – তাদের জন্যও রয়েছে পাঠ উপযোগী বই৷

বইমেলায় দর্শনার্থীরাছবি: DW/Mamun

আর এই বইগুলোর প্রতি প্রতিবন্ধী ছাড়াও অন্যদের আগ্রহেরও কমতি নেই৷ ঔৎসুক্য থেকেও অনেকে বিশেষ ধরনের এই বই সংগ্রহ করছেন৷

বিশ্ব সাস্থ্য সংস্থার হিসাব মতে দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ প্রতিবন্ধী৷ আর এদের মধ্যে যারা দৃষ্টি ও বাক প্রতিবন্ধী – তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত৷ বিশেষ করে লেখাপড়ায় তাঁরা থাকেন পিছিয়ে৷

এবারের বইমেলায় প্রতিবন্ধীদের জন্যও এসেছে বিশেষ কিছু বই৷ছবি: DW

তবে এবারের বইমেলায় প্রতিবন্ধীদের জন্যও এসেছে বিশেষ কিছু বই৷ প্রতিবন্ধীদের জন্য দেশে এবারই প্রথম ব্রেইল পদ্ধতিতে ছড়ার বই প্রকাশ করা হয়েছে৷ আগামীতে উপন্যাসের মত বিষয়ও তাদের পাঠ-উপযোগী হয়ে আসবে বলে জানিয়েছেন প্রকাশকরা৷ অপেক্ষা কেবল সময়ের৷ আর মেলায় এধরনের বই আসায় বেজায় খুশী দৃষ্টি ও বাক প্রতিবন্ধীরা৷

কেবল সাহিত্য নয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বইও গুরুত্বের সাথে মেলায় আনা উচিত – বলে মনে করেন চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী৷

সবার আশা, সকল ধারা মিলুক একই ধারায় – পাঠন-পঠনের মধ্য দিয়ে সমাজের সব সুবিধা পৌঁছে যাবে সবার সীমানায়৷ তবেই অন্যরকম সক্ষমরাও হয়ে উঠবে সমাজ পরিবর্তনের অংশীদার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ