1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একেবারে বন্দুক ঠেকিয়ে বিয়ে, বরের কান্না

৮ জানুয়ারি ২০১৮

গিয়েছিলেন বন্ধুর বিয়েতে৷ কে জানত, বন্ধু নয়, মালা পড়তে হবে তাকেই! জীবন বাঁচাতে সইতে হলো বিয়ের ‘অত্যাচার'!

Indien Bihar Zwangsheirat
ছবি: Youtube

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পান্ডারার্ক জেলায়৷ এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি৷ গিয়ে দেখেন আয়োজন আছে ঠিকই৷ কিন্তু আবিষ্কার করেন বর আসলে তিনিই৷

বিয়ে করতে রাজি না হওয়ায় উত্তম মধ্যমও খেয়েছেন৷ পরে বন্দুক ঠেকিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় তার৷

ঘটনার শিকার যুবকের নাম বিনোদ কুমার৷ বয়স ২৯৷ বিহারের পাটনায় সদ্যই এক ইস্পাত কারখানায় চাকরি নিয়েছেন৷

গেল মঙ্গলবার ঘটনাটি ঘটলেও শুক্রবার অধিকাংশ ভারতীয় গণমাধ্যমের নজর কাড়ে বিষয়টি৷ এনডিটিভি, ইন্ডিয়া টিভিসহ অনেক গণমাধ্যমসহ অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করেন৷

একদিনেই সবগুলো ভিডিওতে লাখের ওপরে ক্লিক পড়েছে৷

ভিডিওতে দেখা যায়, বর বিনোদকে জোর করে বিয়ের মন্ডপে বসানো হয়েছে৷ তিনি অঝোরে কাঁদছেন৷ কেউ একজন তাঁর চোখ মুছে দিচ্ছেন৷

আর তাঁকে হুমকি দেবার পাশাপাশি বলা হচ্ছে, ‘‘কেঁদে আর কী হবে, যা হবার তা তো হয়েই গেছে৷''

পরে অবশ্য ঘটনায় মামলা দায়ের করেছেন বিনোদ৷ তাঁর অভিযোগ, সুরেন্দ্র যাদব নামের তাঁর বাবার এক বন্ধু পুরো ঘটনাটি সাজিয়েছেন৷

পুলিশ ঘটনার তদন্ত করছে৷

ভারতে জোরপূর্বক বিয়ে দেবার বিষয়টি নতুন নয়৷ তবে মেয়েদের ক্ষেত্রেই তা বেশি ঘটে৷

জেডএ/এসিবি (এনডিটিভি, ইন্ডিয়াটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ