গত তিনদিনে পাকিস্তানের একাধিক অঞ্চলে লাগাতার জঙ্গি হামলা। ১৭ জন জওয়ান নিহত।
বিজ্ঞাপন
সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ডেরা ইসমাইল খানে। গত ৪৮ ঘণ্টায় মোট চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত তিন দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে। এখনো পর্যন্ত পুলিশের হিসেব অনুযায়ী ১৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পাঁচজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সেনার হাতে অন্তত ১০ জন সন্ত্রাসীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খাইবার-পাখতুনখাওয়া: যেখানে পুলিশ জঙ্গিদের নিশানা
পাকিস্তানের আফগান সীমান্তে ইসলামী জঙ্গিদের প্রধান নিশানা পুলিশ সদস্যরা৷ তাদের হত্যা করতে মসজিদে হামলা চালাতেও কার্পণ্য করছে না জঙ্গিরা৷ তাদের থামাতে কী প্রস্তুতি নিচ্ছে পুলিশ? দেখুন ছবিঘরে...
ছবি: Fayaz Aziz/REUTERS
তরুণ অফিসারদের প্রস্তুতি
পাকিস্তানের নওশেরার এলিট পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় একদল পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে ছবিতে৷ জঙ্গিদের মোকাবিলায় তরুণ পুলিশ অফিসারদের এখানে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়৷
ছবি: Fayaz Aziz/REUTERS
স্নাইপার হামলা
সারবন্দ ও এর আটটি ফাঁড়ি সাম্প্রতিক মাসগুলিতে চারটি বড় হামলার শিকার হয়েছে৷ এমনকি স্নাইপার ব্যবহার করেও নজিরবিহীন হামলা চালানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা৷ ছবিতে পেশোয়ারের উপকণ্ঠে, সরবন্দ থানার ছাদে মেশিনগান নিয়ে সতর্ক অবস্থানে এক পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে৷
ছবি: Fayaz Aziz/REUTERS
অত্যাধুনিক অস্ত্র
খাইবার-পাখতুনখাওয়া পুলিশ প্রধান মোয়াজ্জেম আনসারি রয়টারর্সকে জানান, জঙ্গিদের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর রাইফেলস থেকে শুরু করে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে৷ আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর ফেলে আসা অস্ত্র কিনেছে তারা৷ তিনি বলেন, জঙ্গিরা আরো মারনঘাতি অস্ত্র ব্যবহারের চেষ্টা চালাচ্ছে৷ ছবিতে প্রশিক্ষণের অংশ হিসেবে এক পুলিশ সদস্যকে ভবনের উপর থেকে ঝাপ দিতে দেখা যাচ্ছে৷
ছবি: Fayaz Aziz/REUTERS
টিটিপির ঘাঁটি
আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এই অঞ্চল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত৷ এখানে পুলিশে ফাঁড়িগুলোতে অতর্কিত হামলা চালায় বিভিন্ন আস্তানায় লুকিয়ে থাকা জঙ্গিরা৷ পেশোয়ারের উপকণ্ঠে আচিনি ফাঁড়ির ফটকের ছিদ্র দিয়ে বাইরে সতর্ক দৃষ্টি এক পুলিশ সদস্যের৷
ছবি: Fayaz Aziz/REUTERS
মুখোমুখি
সারবন্দ থানায় সহকর্মীদের সঙ্গে চারপাশ পর্যবেক্ষণ করছেন সহকারী উপ-পরিদর্শক জামিল শাহ৷ সরবন্দ থানা ও এর আশেপাশের আটটি ঘাঁটির জন্য মোট জনবল ৫৫ জন, যা প্রয়োজনের তুলনায় অনেক কম৷ একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘কর্মী ঘাটতি সবচেয়ে বড় সমস্যা৷ এই এলাকাটি (জঙ্গিদের) হামলার নিশানা, আমরা তাদের মুখোমুখি৷’’
ছবি: Fayaz Aziz/REUTERS
নিহতদের স্মরণ
গত জানুয়ারিতে পেশোয়ারে পুলিশ লাইনসে একটি মসজিদে হামলা চালায় জঙ্গিরা৷ এতে মারা যান ৮০ জনের বেশি পুলিশ সদস্য৷ এই হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান৷ পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকায় একটি বিলবোর্ডে নিহত পুলিশ সদস্যদের ছবি৷
ছবি: Fayaz Aziz/REUTERS
সহকর্মীদের প্রার্থনা
৯ ফেব্রুয়ারি নিহতদের জন্য প্রার্থনার আয়োজন করেন সহকর্মীরা৷ ৩৫ বছরের পুলিশ সদস্য ইমাম নুর উল আমীন অশ্রুশিক্ত চোখে মোনাজাত করছেন৷
ছবি: Fayaz Aziz/REUTERS
বাড়ছে মৃত্যু
সারবন্দ পুলিশ স্টেশনের দেয়ালে জঙ্গিদের ছোঁড়া গুলির চিহ্ন দেখাচ্ছেন সহকারি পুলিশ পরিদর্শক জামিল শাহ৷ গত বছর খাইবার-পাখতুনখাওয়ায় জঙ্গিদের হাতে মোট ১১৯ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন৷ ২০২১ সালে ৫৪ জন আর ২০২০ সালে মারা যান ২১ জন৷ চলতি বছর এরইমধ্যে প্রাণ হারিয়েছেন ১০২ পুলিশ সদস্য, যাদের বেশিরভাগ মারা যান মসজিদে হামলার ঘটনায়৷
ছবি: Fayaz Aziz/REUTERS
টিটিপির ভাষ্য
ছবিতে জানুয়ারিতে হামলা বিধ্বস্ত মসজিদের ধ্বংসাবশেষের উপর নিহতদের স্মরণে রাখা পুষ্পস্তবক দেখা যাচ্ছে৷ টিটিপি মুখপাত্র মুহাম্মদ খুরাসানির ভাষ্যে, ‘‘আমাদের বাধা না দিতে পুলিশকে বার বার সতর্ক করা হয়েছে৷ কিন্তু তারা এতে কর্ণপাত না করে আমাদের যোদ্ধাদের শহিদ করতে শুরু করেছে, এ কারণেই আমরা তাদের নিশানা করছি৷’’
ছবি: Fayaz Aziz/REUTERS
জঙ্গিবিরোধী লড়াই
২০০১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ২১০০ পুলিশ সদস্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন সাত হাজার৷ জঙ্গিদের বিস্তার থামাতে পুলিশ এখন আগের চেয়ে আরো বেশি দক্ষ হয়ে উঠেছে বলে দাবি জামিল শাহর৷ ‘‘আমরা পেশোয়ারেই তাদের গতি থামিয়ে দিয়েছি’, বলেন তিনি৷
ছবি: Fayaz Aziz/REUTERS
10 ছবি1 | 10
রোববার রাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে শেষ হামলা হয়েছে। সেখানে গুল ইমাম পুলিশ স্টেশনে গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশও সঙ্গে সঙ্গে জবাব দেয{ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা লড়াই চলার পর জঙ্গিরা পালিয়ে যায় বলে পুলিশের বক্তব্য। কোনো জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় রুরি পুলিশ পোস্টে একইরকমভাবে আক্রমণ চালায় জঙ্গিরা। সেখানেও এক কনস্টেবল আহত হয়েছেন।
তবে গত তিনদিন ধরে কোন জঙ্গি গোষ্ঠী একাজ চালাচ্ছে, সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন। পুলিশের তরফে কেবল জানানো হয়েছে, পুলিশ ফোর্সের মনোবল ভাঙার জন্যই লাগাতার বিভিন্ন পুলিশ পোস্টে এই আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু পুলিশও পাল্টা জবাব দিচ্ছে।