1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণেও রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন আইনমন্ত্রী

৮ জুলাই ২০১৯

দেশে টিভি চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ায় ধর্ষণের ঘটনা গণমাধ্যমে বেশি উঠে আসছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক৷ সোমবার ডয়চে ভেলেকে নিজের অবস্থান জানান আইনমন্ত্রী৷

Bangladesch Dhaka - Anisul Huq - Justiz und Parlamentsminister in Bangladesch
ছবি: Privat

ব্যাখ্যায় তিনি বলেন, ‘‘একটা ঘটনা যখন ঘটে একই রকম অনেক ঘটনা ঘটে যায়৷ আগুনের ঘটনা দেখেন৷ ধর্ষণের ঘটনা দেখেন৷ এ ব্যাপারেও কিন্তু আপনাদের (সাংবাদিক) একটু গবেষণার প্রয়োজন আছে৷ কোনো একটা আগুনের ঘটনা ঘটলে প্রায় জায়গায়ই আগুন লাগছে৷ আবার ধর্ষণের ঘটনা যখন হচ্ছে কয়েকটি ধর্ষণের ঘটনা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে৷''

আনিসুল হক বলেন, ‘‘আমি একটি বিষয় সন্দেহের মধ্যে রাখতে চাই৷ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো সংগঠন এইরকম কিছু করছে কিনা সেদিকেও আপনাদের (সাংবাদিক) দৃষ্টি দেয়া উচিত৷''

কঠোর আইন থাকার পরেও সাক্ষীর অভাবে ধর্ষণের মামলায় ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন আইনমন্ত্রী

ধর্ষিতাকে সাহসী হতে হবে, মামলা করতে হবে, বিচার চাইতে হবে: আইনমন্ত্রী আনিসুল হক

This browser does not support the audio element.

আনিসুল হক বলেন, ‘‘মামলার বিচার যখন হয় তখন অনেকেই সাক্ষী দিতে আসেন না৷ আমাদের আদালত যখন সাক্ষ্য প্রমাণ পায়, তখন কঠোর শাস্তি দিতে কোনো কার্পণ্য করেন না৷'' ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও অভিমত আইনমন্ত্রীর৷

ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, সামাজিক কারণে অনেক সময় ভিকটিমও অভিযোগ করেন না৷ তাই কঠোর আইন থাকার পরেও ধর্ষণ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিলেন আনিসুল হক৷

আনিসুল হক বলেন, ‘ঠিক ভয় নয়, সমাজিক কারণে কেউ কেউ হয়তো অভিযোগ করেন না৷ তারা মনে করেন বিষয়টি জানাজানি হলে কেমন হবে? মানুষ কিভাবে নেবে?''

মন্ত্রী বলছেন এভাবে ভাবার সময় শেষ৷ তাঁর মতে,  ‘‘ধর্ষিতাকে সাহসী হতে হবে৷ মামলা করতে হবে৷ বিচার চাইতে হবে৷''

পুলিশি তদন্তে ত্রুটি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘তদন্ত প্রক্রিয়ায় তেমন ঝামেলা আছে বলে আমার মনে হয় না৷ ওই যে আগেই বলেছি, মানুষ সাক্ষী দিতে আসেনা৷ যে কোনোভাবেই হোক আমাদের এই বাধাটা অতিক্রম করতে হবে৷''

আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা নিয়েও প্রশ্ন রাখা হয় মন্ত্রীর কাছে৷ তিনি বলেন, ‘‘যখনই এ ধরণের ঘটনা ঘটে বা  পুলিশের কাছে খবর পৌঁছায়  তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হয়৷ নুসরাতের ঘটনাতো আপনারা দেখেছেন৷ এটার বিচারতো কিছুদিনের মধ্যেই শেষ হবে৷''

ধর্ষণ ঠেকাতে সামাজিক সচেতনার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করার কথাও জানান আইনমন্ত্রী আনিসুল হক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ