1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একের পর এক রেকর্ড সেবাস্টিয়ান ফেটেল'এর থলিতে

৩১ অক্টোবর ২০১১

ভারতে ফর্মুলা ওয়ানের প্রথম রেসে ফেটেল পেলেন তাঁর রেসিং ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম৷ পোল পোজিশন থেকে একেবারে বিজয় পর্যন্ত প্রতিটি ল্যাপে এগিয়ে ছিলেন তিনি রোববার৷ ল্যাপের দ্রুততম সময়ও ছিল তাঁর দখলে৷

Red Bull driver Sebastian Vettel of Germany drinks champagne from the trophy on the podium after winning the Indian Formula One Grand Prix at the Buddh International Circuit in Noida, 38 kilometers (24 miles) from New Delhi, India, Sunday, Oct. 30, 2011. (Foto:Luca Bruno/AP/dapd)
জয়ের স্বাদই আলাদা!ছবি: dapd

জার্মানির ২৪ বছর বয়স্ক এই রেসার ইতোমধ্যে জয়ী হয়েছেন ১১টি রেসে৷ ল্যাপে এগিয়ে থাকার রেকর্ড ছিল এতদিন ব্রিটেনের নাইজেল ম্যানজেল'এর৷ সেবাস্টায়ান ফেটেল তাঁকে পরাস্ত করলেন এবার৷ ১৯৯২ সালে ম্যানজেল ৬৯২টি ল্যাপে লিড নিয়ে রেকর্ড করেন৷ ফেটেল'এর রেকর্ড ৭১১ ল্যাপে তাঁর আধিপত্য৷

ফর্মুলা ওয়ান রেসিং-এ আর এক জার্মান বিশ্বচ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার ২০০৪ সালে একই সিজনে ১৩ বার জিতে যে-রেকর্ড করেছিলেন তা ফেটেল ছুঁতে পারবেন যদি তিনি আবুধাবি এবং ব্রাজিলের গ্রঁ প্রি জেতেন৷

ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় জয় হলো ভেটেল’এরছবি: dapd

ফেটেল বলেন,‘‘জয়ের খিদে এখনও রয়ে গেছে আমাদের৷ মোটিভেশনের কোন অভাব নেই৷ আমার এই কাজটাকে আমি ভালবাসি৷ আমাদের গাড়িখানাও চমৎকার৷ গোটা দল উপভোগ করছে রেস৷ বলতে গেলে মরশুমের গোড়া থেকেই আমরা এগিয়ে রয়েছি৷ দারুণ এই অনুভূতি৷ প্রতিটি রেসই আমরা উপভোগ করছি৷''

বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফেটেলের রেসিং'কে রেডবুল দলের প্রধান ক্রিস্টিয়ান হর্নার ইন্চি মাপা নিখুঁত বলে অভিহিত করেন৷ দ্বিতীয় স্থানের অধিকারী জেনসন বাটন'এর বিস্ময়মাখা প্রশ্ন - কীভাবে এই উড়ন্ত জার্মানকে থামানো যায়৷ বাটন বলেন, ও কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? আশা করি না৷ তবে রেড বুল আর সেবাস্টায়ানকে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন কাজ৷ আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব৷''

ব্রিটেনের হ্যামিল্টন ভারতের এই গ্রঁ প্রিতে সপ্তম হন৷ আর ভারতের ফর্মুলা ওয়ান রেসার নায়ারন কার্তিকায়ন শেষ করেন ১৭তম অবস্থানে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ