1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্সট্রিম স্পোর্টস

ফ্রানসিস্কা কুইডিস/এসি২০ ফেব্রুয়ারি ২০১৫

নরওয়ের উত্তরে জায়গাটির নাম হলো ভস৷ বছরে একবার এখানে এক্সট্রিম স্পোর্টস সপ্তাহের আয়োজন করা হয়, যার মূলমন্ত্রই হলো, নিজের ক্ষমতার চূড়ান্ত সীমা পরীক্ষা করা৷

ছবি: Snipes BMX Worlds/Kay Clauberg

এক্সট্রিম স্পোর্টস, মানে চূড়ান্ত খেলাধুলা, যাতে রোমাঞ্চই বড় কথা৷ মোট ১৩টি ইভেন্টে হার-জিত বড় কথা নয়৷

জার্মানির সেবাস্টিয়ান ব্র্যুক এই নিয়ে ছ'বারের মতো এখানে এসেছেন৷ তিনি বলেন: ‘‘এখানে আসি পরিবেশটার জন্য৷ বহু ‘কুল' মানুষজনের সঙ্গে দেখা হয়৷ অনেক ধরনের আজব ঘটনা ঘটে, যা ভাবাই যায় না৷''

৩৫ বছর বয়সি সেবাস্টিয়ান একটি মাউন্টেন বাইক অভিযানের লিডার৷ রুটটা অভিজ্ঞ মাউন্টেন বাইকারদের জন্যও একটা চ্যালেঞ্জ৷ ২৫ জন বাইকারকে হেলিকপ্টারে করে ভোর সাতটায় একটা পাহাড়ের ওপরে নিয়ে আসা হয়৷ উচ্চতা ১,৪০০ মিটার৷ প্রথমে পাহাড়ের মাথায় বসে প্রাতরাশ, তারপর সেখান থেকেই বাইকে চড়ে নীচে নামা!

এক্সট্রিম স্পোর্টসের আর একটি ধরণ...ছবি: picture alliance / Nicole Strupp

ভস কী ও কেন

এক্সট্রিম খেলাধুলার প্রতিযোগিতা বাদ দিলে ভস বেশ শান্ত একটি শহর৷ প্রায় ১৪ হাজার মানুষের বসবাস৷ চারদিকে পাহাড়, হ্রদ, স্কি খেলার ঢাল – সব ধরনের আউটডোর খেলাধুলার পক্ষে আদর্শ৷

এ বছর ৩০টি দেশ থেকে হাজার খানেকের বেশি এক্সট্রিম স্পোর্টের অনুরাগী এসেছেন৷ ভস-এর বাসিন্দাদের জন্যও রোমাঞ্চকর সময় এটা৷ তাদের একজনের মন্তব্য: ‘‘আমরা যারা ভস-এ থাকি, তাদের কাছে এই সপ্তাহটা খুবই রোমাঞ্চকর৷ নানা ধরনের স্পোর্ট দেখতে পাই, যা আমরা নিজেরা করার কথা ভাবতেই পারি না৷''

প্রতিদিন প্রায় ১৬টা করে প্রতিযোগিতা৷ অ্যাথলিটরা বিভিন্ন ধরনের ইভেন্টে পয়েন্ট সংগ্রহ করে সপ্তাহের শেষে একটা বিশেষ প্রাইজ পেতে পারেন৷ দারুণ পরিবেশ, অনেকটা অ্যাথলিটদের একটা বড় পরিবারের মতো৷ ভস-এর আরেক বাসিন্দা বললেন:

‘‘১৯৯৭ সালে ভস-এর স্কাইডাইভিং ক্লাব, প্যারাগ্লাইডিং ক্লাব, ব়্যাফটিং ক্লাব আর কায়াক ক্লাব – সকলেই পরের গ্রীষ্মে একটা ইভেন্ট আয়োজন করার কথা ভাবছিল৷ তারপর একই সপ্তাহে সব কটি ইভেন্ট করার পরিকল্পনা নেয়া হলো৷ শুরুটা এ ভাবেই হয়েছিল৷''

প্যারা-জাম্পিং ও নিসর্গ

ভস-এর বিশেষত্ব হল, অ্যাথলিটরা একটা ইভেন্টে নয়, একাধিক ইভেন্টে অংশগ্রহণ করেন৷ সেবাস্টিয়ান ব্র্যুক যেমন মাউন্টেনবাইক ছাড়া প্যারা-জাম্পিং-এও অংশ নিচ্ছেন৷ তিনি বলেন: ‘‘এখানে প্যারা-জাম্পিং একটা দারুণ ব্যাপার, কেননা চারদিকে খোলা প্রকৃতি৷ নামার জায়গাগুলো কম, কেননা চারপাশে পাহাড়৷ জাম্প করার পর যে দৃশ্য, তা সত্যি মুগ্ধ হবার মতো৷''

ভস-এর এক্সট্রিম স্পোর্টস সপ্তাহ৷ এখানে আসলে যেটা লাগে, সেটা হল অসম সাহস!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ