1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

৬ নভেম্বর ২০২৩

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি বট গ্রকও ব্যবহার করতে পারবেন এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা৷

ইলন মাস্ক
ইলন মাস্কছবি: Leon Neal/AP Photo/picture alliance

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানানোর ছয়মাস পর মাস্ক নিজেই এখন সেই প্রযুক্তি এক্সে যোগ করছেন৷  

টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক রোবববার জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই যোগ করবেন তিনি৷

অথচ ছয়মাস আগে মাস্কসহ আরো কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ছয়মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন৷ তবে, একইসময়ে তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই কার্যক্রম শুরু করে৷

ইতোমধ্যে এক্সএআইয়ের তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট গ্রক এক্স, মানে সাবেক টুইটারে, ব্যবহার শুরু হয়েছে৷ গত শুক্রবার থেকে এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এটি কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন৷ 

এক্সএআই দল লিখেছেন, ‘‘বটটির অনন্য এবং মৌলিক সুবিধা হচ্ছে এটিতে গোটা দুনিয়া সম্পর্কে এক্সের মাধ্যমে হালনাগাদ তথ্য রয়েছে৷ ফলে এটি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলোরও উত্তর দেবে৷''

এক্স এবং এক্সএআই দুটো আলাদা প্রতিষ্ঠান হলেও দুটোরই মালিক মাস্ক এবং প্রতিষ্ঠান দুটো ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করে৷ মাস্কের টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে৷

ইলন মাস্ক অবশ্য বেশ কয়েকবছর ধরে বলে আসছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার জন্য হুমকি হতে পারে৷ গত বসন্তে তিনি এটি নিয়ন্ত্রণে কাঠামো তৈরির স্বার্থে ছয়মাস কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন৷

এআই/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ