1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

এক্স-কে ‘বিষাক্ত' আখ্যা দিয়ে পোস্ট না করার ঘোষণা গার্ডিয়ানের

১৩ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য গার্ডিয়ান বুধবার ঘোষণা করেছে যে, তারা ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আর কন্টেন্ট পোস্ট করবে না৷

দ্যা গার্ডিয়ান পত্রিকার লোগো
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মটিতে চরমপন্থি ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কন্টেন্টের প্রবণতা রয়েছে বলে অভিযোগ দ্য গার্ডিয়ানের

গার্ডিয়ান কর্তৃপক্ষ এক্স-কে ‘একটি বিষাক্ত মিডিয়া প্ল্যাটফর্ম' হিসেবে আখ্যা দিয়ে বলেছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কন্টেন্ট' দেখা যায়৷

প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান৷ গার্ডিয়ান মনে করে তাদের সম্পদগুলো অন্যত্র ব্যবহৃত হলে তা সাংবাদিকতাকে আরও কার্যকরভাবে প্রচার করবে৷

গার্ডিয়ানের বিবৃতিতে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থি ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কন্টেন্টের প্রবণতা রয়েছে, আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে৷

মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন৷ এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন৷ অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ অবলম্বন করায় গার্ডিয়ানের উদ্বেগ আরও বেড়েছে৷

এদিকে এক্স হ্যান্ডেল @guardian এখনও সক্রিয় রয়েছে৷ তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে৷ যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে' এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে চলে যেতে বলা হয়েছে৷ এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রবন্ধ শেয়ার করতে পারবেন এবং কখনও কখনও লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কন্টেন্ট এম্বেড করা হতে পারে৷ তবে তাদের প্রতিবেদকরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন৷

জেডএইচ/টিআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ