1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক্স-রে ছবি!

মারিয়া গ্রুনভাল্ড / এআই১১ জানুয়ারি ২০১৪

প্রযুক্তি পণ্যের নানা রকম ছবিতো আমরা হরহামেশাই দেখি৷ কিন্তু কখনো কি ভেবেছেন, এসব পণ্য এক্স-রে করলে কেমন দেখাবে? আমি, আপনি না ভাবলেও স্পেনের এক আলোকচিত্রী কিন্তু বসে নেই৷ তিনি বিভিন্ন পণ্যের এক্স-রে ছবি প্রকাশ করছেন৷

Harztropfen am Baum
ছবি: imago/blickwinkel

স্পেনের এক আলোকচিত্রীর তোলা ছবি দেখলে এক্স-রের কথা মনে হতে পারে৷ তিনি কারিগরি পণ্যের ভেতরকার চিত্র দেখানোর চেষ্টা করেন৷ বিশেষ করে যেগুলো কয়েকবছর আগেও আধুনিক প্রযুক্তি পণ্য হিসেবে পরিচিত ছিল৷ তবে এখন এগুলো সেকেলে৷

স্পেনের আলোকচিত্রী মাক্স ডে এস্টেবান এসব ছবি তোলেন৷ বার্সেলোনায় তাঁর একটি ফটো স্টুডিও রয়েছে৷ তিনি তাঁর সর্বশেষ ছবি সিরিজের নাম দিয়েছেন ‘‘প্রপোজিশন ওয়ান৷'' এস্টেবান এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার প্রকল্পের মাধ্যমে আমি দেখাতে চাই যে, প্রযুক্তির অবিরত উন্নয়নের ভালো দিক যেমন রয়েছে, তেমনি মন্দ দিকও আছে৷ সর্বাধুনিক ক্যামেরা ব্যবহার না করলে এমন ছবি তোলা হয়তো সম্ভবই হতো না৷ অন্যদিকে আমি এমন সব কারিগরি পণ্যের ছবি তুলছি, যেগুলো সেকেলে৷ এটা বর্তমান যুগে প্রযুক্তি পণ্যের ক্ষণস্থায়িত্ব তুলে ধরছে৷ এগুলো দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে৷''

ছবি তোলার জন্য এস্টেবান প্রথমে একটি নির্দিষ্ট প্রযুক্তি পণ্য বেছে নেন৷ এরপর সেটির বিভিন্ন অংশের আলাদা আলাদা ছবি তোলেন৷ তবে ছবি তোলার আগে তিনি সেগুলোর উপর সাদা রং ছড়িয়ে দেন৷ ছবি তোলার সময় তিনি সব যন্ত্রাংশই যতটা সম্ভব সাধাসিধে রাখেন৷ এস্টেবান বলেন, ‘‘সাদা রং এসব যন্ত্রাংশকে প্রতীকে পরিণত করছে৷ এগুলোর আসল রং এবং কাঠামো আর দরকার নেই৷ আমি এগুলোর ভেতরকার আত্মিক রূপ তুলে ধরতে চাই৷ আর সাদা রঙ ব্যবহার করে আমি সেটা প্রকাশ করি৷''

মাক্স ডে এস্টেবান একজন ইঞ্জিনিয়ার৷ আর সে কারণে তিনি কৌতূহলী এবং প্রযুক্তি সম্পর্কে আগ্রহী৷ তিনি বলেন, ‘‘আমি জানতে চাই, ঠিক কীভাবে একটি পণ্য তৈরি হয় এবং কীভাবে সেটি কাজ করে৷ আমি সত্যিকার অর্থেই একটি পণ্যের ভেতরকার অবস্থা দেখাতে চাই৷ এবং আমার ছবিতে আপনি সেটা দেখতে পারেন৷''

পণ্যের ছবি তোলার পর এস্টেবান তাঁর কম্পিউটারে ছবিগুলো সম্পাদনা করেন৷ তিনি পণ্যের সামনের, পেছনের এবং কাভারের সেরা ছবিগুলো বেছে নেন৷ এরপর সেগুলো লেয়ার আকারে একটির উপর আরেকটি বসিয়ে দেন৷ তারপর তিনি ঠিক করেন ছবিতে কোন যন্ত্রাংশগুলো বেশি গুরুত্ব পাবে এবং কোনগুলো কম৷ সবশেষে খানিকটা রং সংশোধনের পর প্রোজেক্টরের এক্স-রে ছবিটি পূর্ণতা পায়৷ এরকম একটি ছবি তৈরিতে মাক্স ডে এস্টেবান-এর দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগে৷ খরচ হয় তিন হাজার ইউরোর মতো৷

মাক্স ডে এস্টেবান – একজন আলোকচিত্রী যিনি কারিগরী পণ্যকে স্বচ্ছভাবে উপস্থাপন করছেন৷ তাঁর প্রপোজিশন সিরিজ এখন নিউ ইয়র্কে প্রদর্শন করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ