এক্স-রে মেশিনের ভেতর!
১৬ ফেব্রুয়ারি ২০১৮বিজ্ঞাপন
আর সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷ অনলাইনে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, এক নারী তাঁর হাতব্যাগ ও সুটকেসটি স্ক্যানারের ভেতর দিয়ে নিজেও সেখানে উঠে বসেন, যেন এগুলোর দিকে নজর রাখতে পারেন৷ যেন এগুলো খুইয়ে না যায়৷
স্ক্যানারে তাঁর অবয়ব দেখে চমকে ওঠেন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা৷
এমনকি অন্যপাশে মালামালের জন্য অপেক্ষায় থাকা মানুষগুলো স্ক্যানারের ভেতর থেকে একজন নারীকে বের হয়ে আসতে দেখে চমকে যান৷
চারদিন আগে ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংদং রাজ্যের ডংগুয়ানের একটি রেলস্টেশনে৷
ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয় ফেসবুকে৷ এরই মধ্যে লাখেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে৷
ঘটনার পর কর্তৃপক্ষ কাউকে স্ক্যানারে না চড়তে অনুরোধ করেছে৷ বলা হয়েছে, এটি ক্ষতিকর হতে পারে৷
জেডএ/সিবি