1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনকর্মীদের রোগ ও চিকিৎসা

আশীষ চক্রবর্ত্তী৩০ মার্চ ২০১৬

তাঁরা যৌনকর্মী৷ যৌনবাহিত রোগে নিয়মিতই আক্রান্ত হতে হয় তাঁদের৷ যৌনপল্লীর এমন কিছু নারীকেই চিকিৎসাসেবা দেন ডা. রোকসানা আক্তার৷ ডয়চে ভেলেকে দেয়া তাঁর সাক্ষাৎকারে উঠে এসেছে যৌনরোগ এবং তার চিকিৎসা সম্পর্কে নানা কথা৷

বাংলাদেশের এক যৌনকর্মী
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages

দৌলতদিয়ার একটি যৌনপল্লির যৌনকর্মীদের নিয়ে প্রায় কাজ করছেন ডা. রোকসানা আক্তার৷ সমাজে যৌনকর্মীদের জীবন যেমন প্রতিবন্ধকতায় ভরপুর, তাঁদের চিকিৎসার প্রতিবন্ধকতাও সেই তুলনায় খুব কম নয়৷ ডা. রোকসানা তবু আছেন তাঁদের পাশে৷ একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করছেন৷ দৌলতদিয়ার ওই যৌনপল্লির যৌনকর্মীদের সাধারণ সব রোগের চিকিৎসাই করেন, তবে যৌনবাহিত রোগে আক্রান্তরাই বেশি আসেন তাঁর কাছে৷

ডা. রুকসানা আক্তার

This browser does not support the audio element.

যৌনকর্মীদের বিনা খরচে চিকিৎসাসেবা দেয় বেসরকারি সংস্থাটি৷ রোগমুক্তির আশায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন রোগী আসেন চিকিৎসাসেবা কেন্দ্রে৷ টেলিফোন সাক্ষাৎকারে ডা. রোকসানা জানালেন, ছোট ছোট কামরায়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং সচেতনতার অভাবের কারণে যৌনকর্মীদের মাঝে নানা ধরণের সংক্রমণ এবং সিফিলিস ও গনোরিয়ার মতো রোগপ্রবণতা খুব বেশি৷

অবশ্য ডা. রোকসানা জানিয়েছেন, যৌনকর্মীদের মাঝে সচেতনতা বাড়ছে৷ সে কারণে রোগের প্রকোপও কমছে ধীরে ধীরে৷ তবে যৌনরোগ বিষয়ে সচেতনতা যে যৌনপল্লিতে যান এমন সব মানুষের পাশাপাশি সমাজের সবারই থাকা দরকার সে কথাও বলেছেন তিনি৷

ডা. রোকসানা আক্তারের সাক্ষাৎকারটি শুনলেন? কেমন লাগলো জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ