1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেল ২০১৩

৭ অক্টোবর ২০১৩

এবার চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান, ব়্যান্ডি শেকম্যান এবং জার্মান বংশোদ্ভূত গবেষক টোমাস স্যুডহোফ৷ সোমবার নোবেল কমিটি এ ঘোষণা দিয়েছে৷

ছবি: Jonathan Nackstrand/AFP/Getty Images

হরমোন, এনজাইম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান কীভাবে মানব দেহের কোষে যায় – এ নিয়ে গবেষণা করে যুগান্তকারী সাফল্যের স্বীকৃতি হিসেবে এই তিন গবেষককে নোবেল পুরস্কারে ভূষিত করা হবে৷ তিনজনই এখন যুক্তরাষ্ট্রে কর্মরত৷ ৬২ বছর বয়সি জেমস রথম্যান যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক৷ প্রফেসর শেকম্যান কাজ করছেন বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে৷ তিনজনের মধ্যে স্যুডহোফ সবচেয়ে ছোট, তাঁর বয়স ৫৭৷ ২০০৮ সাল থেকে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করছেন৷

নোবেলজয়ী জার্মান বংশোদ্ভূত গবেষক টোমাস স্যুডহোফছবি: picture alliance/AP Photo

সোমবার নোবেল কমিটি জানিয়েছে ‘ভেসিকল ট্রাফিক' বা ‘কৌষিক যাতায়াত' নিয়ে গবেষণায় জেমস রথম্যান, ব়্যান্ডি শেকম্যান এবং টোমাস স্যুডহোফের সাফল্য কোষের ভিতর কীভাবে ‘কার্গো কিভাবে ঠিক সময়ে, ঠিক জায়গায় যায়' – তা বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করেছে৷ নোবেল জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেকম্যান বলেছেন, ‘‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, হে ঈশ্বর! দ্বিতীয় প্রতিক্রিয়াও এমনই ছিল৷''

এবারই প্রথম নোবেল পেলেও জেমস রথম্যান এবং ব়্যান্ডি শেকম্যান আগেও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷ ২০০২ সালে অ্যালবার্ট ল্যাসকার বেসিক মেডিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাঁরা৷

প্রতি বছরের মতো এবারও চিকিৎসা শাস্ত্রে অবদানের স্বীকৃতি দিয়েই পুরস্কার দেয়ার প্রক্রিয়া শুরু করলো নোবেল কমিটি৷ পর্যায়ক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে৷ স্টকহোম আর অসলোতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১০ অক্টোবর৷ ১৯০১ থেকে এই দিনেই পুরস্কার প্রদানের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেরে আসছে নোবেল কমিটি৷ ১৮৯৬ সালের এই দিনেই মারা গিয়েছিলেন সুইডেনের রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড নোবেল৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ