ভারতে এক শিশু একটি টায়ারের ভেতর ঢুকে চমৎকার কায়দায় ঘুরে বেড়াচ্ছে৷ এমন একটি ভিডিও রীতিমত ঝড় তুলেছে সামাজিক গণমাধ্যমে৷ ভিডিওটি টুইটারে দিয়েছেন কে জানেন?
বিজ্ঞাপন
যাঁরা টুইটার নিয়মিত ফলো করেন, তাঁদের নিশ্চয়ই ভারতের বিজনেস টাইকুন মহীন্দ্র গ্রুপের কর্ণধার আনন্দ মহীন্দ্রের হোয়াটস অ্যাপ ওয়ান্ডারবক্সের চমৎকার সব পোস্ট চোখে পড়েছে৷
সেখানে নতুন এক ভিডিও আপলোড করেছেন তিনি৷ তা হলো এক শিশু একটি পুরোনো টায়ারের ভেতরে ঢুকে এমন ভাবে ঘুরে ঘুরে নীচে নামছে এবং উঠছে যে তা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না৷ সবচেয়ে অবাক করার বিষয়টি হলো, শিশুটি চাকাটি নিয়ন্ত্রণের জন্য তার পা ব্যবহার করছে৷
আনন্দ মহীন্দ্র গত ১৪ জুলাই ভিডিওটি তাঁর টুইটারে প্রকাশ করেছেন৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘শিশুদের কাছ থেকে শেখার শেষ নেই এবং দেখুন কীভাবে তারা সামনে এগোনোর আনন্দকে উপভোগ করতে গিয়ে নতুন নতুন আবিষ্কার করছে৷''
ভিডিওটি পোস্ট করার পর গতকাল রোববার পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার বার দেখা হয়েছে৷ কমেন্ট পড়েছে কয়েকশত৷ রিটুইট হয়েছে কয়েক হাজার বার৷
অস্বাভাবিক কিন্তু চমৎকার কিছু জিনিস
সাইকেলের টায়ার দিয়ে ব্যাগ বা কাগজ দিয়ে পোশাক তৈরি করলে কেমন হয়? আসলে এমন অস্বাভাবিক উপাদানে কিন্তু অনেক দরকারি জিনিসই তৈরি করেছেন ডিজাইনাররা৷ দেখতে সুন্দর হয়েছে, ক্রেতাও লুফে নিয়েছে৷ দেখুন তেমন কিছু পণ্য...৷
ছবি: Jannes Frubel
অভিনব ব্যাগ
ফ্যাশন ডিজাইনার কাটিয়া ভ্যারনারের কাজই হলো কোনো মোটর সাইকেল, বাইসাইকেল বা কোনো গাড়ির টায়ার নষ্ট হলে তা নিয়ে এসে কাজে লাগানো৷ পুরোনো টায়ার দিয়ে ফ্যাশনেবল ব্যাগ থেকে শুরু করে অনেক জিনিসই তৈরি করেন তিনি৷
ছবি: K.W.D.
কাগজের পোশাক
ইউল ওয়াইবেল নজর কেড়েছেন কাগজের পোশাক তৈরি করে৷ তিন মিটার কাগজ পেলে তিন ঘণ্টার মধ্যে তিনি তৈরি করতে পারেন আকর্ষণীয় ডিজাইনের শর্ট ড্রেস৷
ছবি: Jule Waibel
পানির পাম্পের পাইপ থেকে ব্যাগ
ওয়াটার হোজ বা পানির পাম্পের পাইপ দিয়ে এমন সুদৃশ্য ব্যাগ তৈরি করেন ডিজাইনার ক্যার্স্টিন ক্লোকভ এবং কাই রুডাট৷ দেখেই বোঝা যায় এই ব্যাগ কতটা শক্তপোক্ত৷
ছবি: kayos arts & design
কাঠের ব্যাগ
ওপরের ছবির ব্যাগটি কিন্তু পুরোপুরি কাঠের তৈরি৷ এমন ব্যাগের কারিগর নরব্যার্ট ওটল৷
ছবি: www.focus-fotodesign/A. Ritter
দুধের পোশাক!
ত্বকের জন্য দুধ সবসময়ই ভালো৷ বিজ্ঞানী ও ডিজাইনার আঙ্কে ডোমাস্কে দুধ থেকেই তৈরি করেছেন ফাইবার৷ সেই ফাইবার দিয়ে তৈরি হয় কাপড়৷ এমন অভিনব কাজের জন্য পুরস্কৃতও হয়েছেন ডোমাস্কে৷