ট্যাবলেটে ছবি আঁকা৷ সেই চল্লিশ বছর আগে অ্যাপল পণ্য বাজার আসার পর থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছে৷ আর এই ব্যবহারের পরিধি বাড়ছে প্রতিনিয়ত৷ এই যেমন, আইপ্যাড এখন পরিণত হয়েছে ক্যানভাসে৷
বিজ্ঞাপন
নরওয়ের অসলোর নিকোলাই লকার্টসেন নিজেকে মনে করেন ‘ট্যাবলেট শিল্পী'৷ তিনি তাঁর স্বপ্নের ছবিগুলো আঁকেন একটি আইপ্যাড প্রো ব্যবহার করে৷ ২০১৫ সালে এটা ব্যবহার শুরু করেন তিনি৷ তাঁর মতো আরো অনেক শিল্পী রংতুলি আর কাগজ ছেড়ে বেছে নিয়েছেন আইপ্যাড৷ ইন্টারনেট হচ্ছে তাদের গ্যালারি৷ এই বিষয়ে লকার্টসেন বলেন, ‘‘আমার এখন আরো সৃজনশীল স্বাধীনতা হয়েছে৷ আমার এখন আর সবকিছু নষ্ট হয়ে যাবে এমন আতঙ্ক নিয়ে কাজ করতে হয় না৷ আমি আরো শান্তভাবে কাজ করতে পারি৷ এটা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে৷ এখন কোন কিছু চাইলে ‘আনডু' বা ‘ট্রান্সফর্ম' করতে পারি৷ এটা আরো অনেক স্বাধীনতা এবং বৈচিত্রময়তা নিশ্চিত করছে৷''
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
ইউটিউবে তাঁর তৈরি ভিডিও টিউটরিয়ালের অনুসারী অনেক৷ সেখানে তিনি তাঁর পেন্টিংয়ের কৌশল এবং ব্যবহৃত সফটওয়্যারের কথা জানান৷ তাঁর অন্যতম প্রিয় হাতিয়ার ‘প্রোক্রিয়েট' পেন্টিং অ্যাপ৷ এটা শুধুমাত্র অ্যাপল ডিভাইসে কাজ করে৷ এভাবে অ্যাপটির নির্মাতা প্রতিদ্বন্দ্বীদের নিজেদের থেকে দূরে রাখে এবং একইসঙ্গে অ্যাক্সেসরিজ বিক্রিও বাড়িয়ে চলে৷
এমনকি বিশ্বখ্যাতরাও এখন আইপ্যাড ব্যবহার করছেন৷ তাদের মধ্যে অন্যতম ডেভিড হকনি, যিনি বিংশ শতাব্দীর একজন জনপ্রিয় শিল্পী৷ অ্যাপলের সফলতার পেছনে অন্যতম রেসিপি হচ্ছে ক্লেভার মার্কেটিং৷ প্রতিষ্ঠানটি কিন্তু ট্যাবলেট বা ডিজিটাল পেন আবিষ্কার করেনি৷ তবে এটি এসবকে গুরুত্বপূর্ণ সামগ্রীতে পরিণত করেছে৷
অ্যাপলের উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কার্স্টেন লেম৷ গত ১৬ বছর ধরে সিলিকন ভ্যালিতে প্রযুক্তি সাংবাদিক হিসেবে কাজ করছেন তিনি৷ লেম বলেন, ‘‘অ্যাপল কখনো অন্যদের মতো পণ্য বিক্রি করে না৷ একটা অভিজ্ঞতা বিক্রি করে৷ সেই আশির দশকে তারা একটা ম্যাকিনটশ দিয়ে যাত্রা শুরু করেছিল৷ এটা মজার ছিল, কেননা ব্যবহার করা কঠিন ছিল না৷ আমি যদি একজন আর্ট ডিরেক্টর হতাম এবং নিজের ক্রিয়েটিভি প্রকাশ করতে চাইতাম, তাহলে প্রযুক্তি পণ্য ব্যবহার শেখার দিকে বেশি গুরুত্ব দিতাম না৷ আর এটার দিকে অ্যাপল সবসময় গুরুত্ব দেয়৷ এটা খুব সহজে কাজ করে৷''
আইফোনের যেসব ব্যবহারের কথা আপনি হয়ত জানেন না
03:42
অ্যাপল সবসময়ই চলচ্চিত্র শিল্পকে গুরুত্ব দিয়েছে৷ ‘ফিল্মিক প্রো' অ্যাপ আইফোনকে কার্যত ভিডিও ক্যামেরায় রূপান্তর করে৷ অ্যাপলের প্রতিদ্বন্দ্বীরা, যেমন অ্যান্ড্রয়েড অনেক দেরিতে এর বিকল্প বার করেছে৷ আইফোন ভিডিও নিয়ে উৎসবেরও আয়োজন করা হয়৷ অ্যাপলের কাছে এটা এক গুরুত্বপূর্ণ মার্কেটিং টুল৷ এর মাধ্যমে তারা খদ্দেরদের প্রফেশনাল ভিডিও তৈরির প্রলোভন দেখায়৷ আর এটাই অ্যাপল পণ্যের বাড়তি দামের কারণ ব্যাখ্যা করে৷
অ্যাড এজেন্সিগুলোও দ্রুত বিষয়টি রপ্ত করেছে৷ তারা তাদের বিজ্ঞাপনে আরো আধুনিকতার ছোঁয়া দিতে আইফোন ব্যবহার করে৷ টিভি সাংবাদিক এবং ভিডিও নির্মাতা মাটিয়াস ড্যুন পুরো একটি রহস্যরোমাঞ্চের সিরিজ ভিডিও করছেন আইফোনে৷ তিনি বলেন, ‘‘আইফোনে শুটিংয়ের সুবিধা হচ্ছে এটা আমার পকেটে থাকা পুরো একটা টুলবক্স৷ ভিডিও শুট করা ছাড়াও আরো অনেক কাজ আমি এতে করতে পারি, যেমন সঙ্গে সঙ্গে এডিট করা, এফেক্ট যোগ করা বা বৈচিত্রময় কিছু করা৷ এটা আরো অনেক মানুষকে ভিডিও তৈরির সুযোগ করে দিয়েছে৷ তাদের কেউ হয়ত ভবিষ্যতের স্টিভেন স্পিলবার্গ হবেন৷''
তিনি তাঁর ছোট ফিল্মগুলো স্মার্টফোন থেকে সরাসরি টাম্বলারে আপলোড করেন৷ যাতে ইন্টারনেটে তারা দর্শক পায়৷ প্রতিদ্বন্দ্বীদের কারণে অ্যাপলের বিক্রি হয়ত কমছে, কিন্তু এটির গ্রাফিক ট্যাবলেট এখনো ‘টপ সেলার'৷
২০১৬ সালের সেরা ‘ইকো’ গ্যাজেট
স্মার্টফোন, স্মার্ট টিভি সহ নানা ডিভাইস ছাড়া আজকের জীবনযাত্রা যেন অচল৷ এবারের সিইএস মেলায় ভবিষ্যতের নানা গ্যাজেট দেখা গেল৷ তার মধ্যে কয়েকটি আবার পরিবেশবান্ধব৷
ছবি: picture alliance/AP Images/G. Bull
সৌরশক্তি দিয়ে রান্না
নাম ‘গো সান স্টোভ’৷ দেখলে মনে হবে ইলেকট্রিক বার্বিকিউ৷ কিন্তু তাতে ইলেকট্রিকের কোনো চিহ্ন নেই! শুধু সৌরশক্তি দিয়ে রান্না করা যায়৷ ২০০ ডিগ্রি পর্যন্ত উত্তাপ সৃষ্টি করতে পারে এই যন্ত্র৷ প্রস্তুতকারকের দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে ৮ জনের খাবার তৈরি করা যায়৷
ছবি: picture alliance/AP Images/G. Bull
‘বুদ্ধিমান’ শাওয়ার
‘হাইড্রাও’ কোম্পানির শাওয়ার দিয়ে পানি সাশ্রয় করা সহজ৷ ৫০ লিটারের বেশি পানি খরচ হলেই শাওয়ার হেডে আলো জ্বলতে থাকে৷ তারপর সে পানির ব্যবহার নথিভুক্ত করে৷ এ সব করতে তার ব্যাটারিরও প্রয়োজন পড়ে না৷ পানি চলাচল থেকেই সে তার প্রয়োজনীয় শক্তি শুষে নেয়৷
ছবি: picture alliance/AP Photo/J. Locher
ইলেকট্রিক স্পোর্টস কার
এ যেন ব্যাটমানের ‘ব্যাটমোবিল’ আর সাধারণ স্পোর্টস কারের মিশ্রণ! নাম এফএফজেডইআর০১৷ ফ্যারাডে কোম্পানির এই গাড়ির ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে৷ অদূর ভবিষ্যতেই এই গাড়ি পথে নামতে চলেছে৷
ছবি: Reuters/S. Marcus
প্যান্টের পকেটে মিনি বিদ্যুৎ কেন্দ্র
বিদ্যুৎ ছাড়াই মোবাইল ফোন চার্জ করতে ভবিষ্যতে ‘জাক মাই এফসি’ ব্যবহার করা যাবে৷ আকারে-আয়তনে ডিভাইসটি স্মার্টফোনেরই মতোই দেখতে৷ লবণ, পানি ও মেটাল অক্সাইড দিয়ে হাইড্রোজেন উৎপাদন করা হয় এই যন্ত্রের মধ্যে৷ এক ফুয়েল সেল সেই হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে৷ ফলে বাইরের বিদ্যুতের আর প্রয়োজনই থাকবে না৷
ছবি: MyFC
বুদ্ধিমান রেফ্রিজারেটর
ফ্রিজে দুধ আছে কি? চিজ কতদিন পর বাসি হয়ে যাবে? বাজারে গিয়ে এই সব প্রশ্ন মনে এলে সাহায্য করতে পারে ‘ফ্যামিলি হাব রেফ্রিজারেটর’৷ ফ্রিজের বাইরে বিশাল ডিসপ্লে, ভেতরে ক্যামেরা৷ মোবাইল অ্যাপ দিয়ে দূর থেকেও সেই দৃশ্য ‘লাইভ’ দেখা যায়৷ একটি বারকোড স্ক্যানার সেইসঙ্গে খাবারের এক্সপায়ারি ডেট বা পচনের তারিখও মোবাইলে পাঠিয়ে দেয়৷ ফলে অপচয় এড়ানো সহজ হয়৷
ছবি: picture alliance/AP Photo/J. Locher
সবজান্তা কফি মেশিন
বার্লিনের স্টার্টআপ কোম্পানি ‘বোনাভ্যার্ডে’-র পরিবেশবান্ধব কফি মেশিন শুধু কফি তৈরি করে না, কফি বিন ভাঙিয়ে, রোস্ট করে নিতেও পারে৷ মেশিনের মালিক কোম্পানি অনুমোদিত চাষির কাছ থেকে কাঁচা, সবুজ কফি বিন কিনতে পারেন৷ এমন ব্যবস্থার ফলে আলাদা করে কফি রোস্ট করার প্রয়োজন পড়ে না৷ দীর্ঘ পরিবহণের প্রয়োজন কমে যাবে৷
ছবি: Bonaverde
চটজলদি ইলেকট্রিক স্কুটার
‘গোগোরো’ কোম্পানির ইলেকট্রিক স্কুটার এতকাল শুধু তাইওয়ানের রাজধানী তাইপেতেই দেখা যেত৷ এবার ইউরোপেও সেটি পাওয়া যাবে৷ এর বিশেষত্ব হলো, মালিককে কয়েক ঘণ্টা ধরে ব্যাটারি চার্জ করতে হবে না৷ তার বদলে তিনি গোগোরো চেঞ্জিং স্টেশনে গিয়ে খালি ব্যাটারি জমা দিয়ে চার্জ করা ব্যাটারি নিয়ে যেতে পারবেন৷ ফলে দূরপাল্লা পাড়ি দিতে পারবে এই স্কুটার৷ সিইএস মেলা সম্পর্কে আরও জানতে উপরের ডান দিকের লিংকে ক্লিক করুন৷