1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশথাইল্যান্ড

এক ঢিলে বহু পাখি মারছে থাইল্যান্ডের টুকটুক

১০ মে ২০২৩

অটো রিক্সা, সিএনজি ইত্যাদি নানা নামে দক্ষিণ এশিয়ায় যে যান পরিচিত, থাইল্যান্ডে সেই ধরনের যানকে টুকটুক বলা হয়৷ বায়ুদূষণ মোকাবিলা করতে এবার অ্যাপ-ভিত্তিক ইলেকট্রিক যানের প্রচলন বাড়ছে৷

স্থানীয়দের পাশাপাশি চলাচলের মাধ্যম হিসাবে পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় থাইল্যান্ডের টুকটুক।
স্থানীয়দের পাশাপাশি চলাচলের মাধ্যম হিসাবে পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় থাইল্যান্ডের টুকটুক।ছবি: DW

টুকটুক থাইল্যান্ডের বেসরকারি প্রতীক হয়ে উঠেছে৷ তবে এমন প্রতীকী গুরুত্ব সত্ত্বেও এই যান ব্যাংককে বায়ুদূষণের অন্যতম উৎস৷ কিন্তু এবার ৩০০টি নতুন বিদ্যুৎচালিত টুকটুক পথে নেমে সেই বদনাম ঘোচাতে চলেছে৷

গোটা বুকিং প্রক্রিয়া এখন অ্যাপের মাধ্যমে চালিত হয়৷ তাছাড়া নতুন এই বৈদ্যুতিক যানে তিনের বদলে ছয় জন যাত্রী ভ্রমণ করতে পারেন৷ ‘মুভমি'-র সহ প্রতিষ্ঠাতা সুপাপং কিটিওয়াটানাসাক বলেন, ‘‘ভাগ করে নেওয়াই আমাদের পরিষেবার মূলমন্ত্র৷ যারা একই পথে যাচ্ছে, তারা একটি যানেই একসঙ্গে যাক, সেটাই আমরা চাই৷ সেটা করলে পরিবহণের ব্যয় ভাগ করে মানুষেরই আর্থিক সাশ্রয় হবে৷''

যাত্রীরা একটি রাইডের জন্য মাত্র ৩০ সেন্ট দিতে পারেন৷ দূরত্ব ও সময় অনুযায়ী মাসুল বাড়ে৷ ছাত্রী হিসেবে লিজ রোল বলেন, ‘‘আমি পরিবেশের ক্ষতি কমাতে চাই বলে এটা পছন্দ করছি৷ পৃথিবীটাকে আরও ভালো করে তোলার এটা একটা পদক্ষেপ৷ তাছাড়া টক্সিক ধোঁয়া ছাড়া ভ্রমণ সত্যি মনোরম৷''

মুভমি নামের অন-ডিমান্ড রাইড-শেয়ারিং পরিষেবা ২০২৪ সালের মধ্যে ১,০০০ বিদ্যুৎচালিত টুকটুক পথে নামাতে চায়৷ ব্যাংকক ছাড়া থাইল্যান্ডের অন্যান্য প্রধান শহরেও পরিষেবার পরিকল্পনা রয়েছে৷ সুপাপং কিটিওয়াটানাসাক মনে করিয়ে দেন, ‘‘আমরা ইতোমধ্যেই ৩০ লাখ প্যাসেঞ্জার ট্রিপ করে প্রায় ৮০০ টন কার্বন নির্গমন এড়াতে পেরেছি৷ সেটা প্রায় ছয় একর জঙ্গলের সমান৷''

দেখলে মনে হয়, টুকটুক যেন বৈদ্যুতিক শক্তিতে চালানোর জন্যই ডিজাইন করা হয়েছিল৷ যান হালকা হওয়ায় ইলেকট্রিক গাড়ির তুলনায় ব্যাটারি অনেক বেশি সময় ধরে চার্জড থাকে৷ কিন্তু শব্দের অভাব সমস্যা সৃষ্টি করতে পারে৷ টুকটুক চালক হিসেবে উডন লোখাম নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘‘যান যত নীরব হবে, ততই বিপজ্জনক হবে৷ একবার এক পথচারীর পেছনে ছিলাম৷ তিনি আমার আসার শব্দই শোনেন নি৷ তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়৷''

থাইল্যান্ডের পরিবেশবান্ধব টুকটুক

04:11

This browser does not support the video element.

অনেক চালকের মতে, প্রচলিত জ্বালানির কিছু টুকটুক হয়তো পর্যটকদের আকর্ষণ হিসেবে থেকে যাবে৷ তবে ইলেকট্রিক যানের সংখ্যা অনেক বেড়ে যাবে৷

মুভমি-র সহ প্রতিষ্ঠাতার মতে, ইঞ্জিন যেমনই হোক না কেন, টুকটুকের জনপ্রিয়তা অনেক বেশি৷ গোটা শিল্পখাতের উপর এর ইতিবাচক প্রভাব রয়েছে৷ সুপাপং কিটিওয়াটানাসাক মনে করেন, ‘‘মোবিলিটির ধারণা বদলে গেছে৷ আগে মানুষ ভাবতো, এয়ার কন্ডিশন ছাড়া যে কোনো যানেই খুব গরম লাগবে৷ শীতাতপ নিয়ন্ত্রণ ছিল বিলাস৷ কোভিডের পর সবাই আরও স্বাস্থ্যকর তাজা বাতাস চাইছে৷''

পর্যটক হিসেবে ব্যাংককের প্রাসাদ ও মন্দির ঘুরতে চাইলে এবং যান হিসেবে টুকটুক বেছে নিলে মুভমি অ্যাপ কাজে লাগতে পারে৷ ইংরিজি ভাষায়ও সেটি ব্যবহার করা যায় বলে বাড়তি সুবিধা রয়েছে৷ সুপাপং কিটিওয়াটানাসাক বলেন, ‘‘ভাষা আর কোনো বাধা হবে না৷ একই সঙ্গে আমরা আপনাকে সরাসরি মাসুলের অংক জানিয়ে দেবো৷ সবটাই নগদবিহীন লেনদেন৷ অর্থাৎ কোনো ঝামেলা নেই৷''

এমন সুবিধার ফলে দরাদরি করার কোনো প্রয়োজন নেই৷ তবে ভুললে চলবে না, যে মুভমি টুকটুকের চালককে অ্যাপের মাধ্যমেই বখশিস দেওয়া যায়৷

দিন হোক বা রাত, ব্যস্ত সড়ক বা পছন্দের স্ট্রিট ফুড স্টল – থাইল্যান্ডে টুকটুকে চেপে সেই অভিজ্ঞতার স্বাদ সত্যি অনবদ্য৷ ইলেকট্রিক যান হলেই বা কী এসে যায়!

গেয়র্গ মাটেস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ