1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক-তৃতীয়াংশ কোবানি আইএস এর দখলে: গোষ্ঠী

৯ অক্টোবর ২০১৪

লন্ডনভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দীর্ঘদিন ধরে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে৷ তারা এবার জানিয়েছে, সিরিয়া-তুরস্ক সীমান্তের কোবানি শহরের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে ইসলামিক স্টেট৷

ছবি: Aris Messinis/AFP/Getty Images

সংস্থার প্রধান রামি আব্দুলরহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ‘‘কোবানির এক-তৃতীয়াংশেরও বেশি দখল করে নিয়েছে আইএস বা আইসিস৷ শহরের পূর্বাঞ্চল এবং উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অংশের একাংশ এখন আইএসের নিয়ন্ত্রণে৷''

মূলত কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত কোবানির দখল নিতে প্রায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করছে আইএস৷ তাদের ঠেকাতে লড়ে যাচ্ছে কুর্দিরা৷ আকাশ থেকে বিমান হামলা চালিয়ে কুর্দিদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র৷ তারপরও কোবানির দখল ঠেকানো যাবে বলে মনে করছেন না বিশ্লেষকরা৷

কিন্তু কোবানি যেহেতু তুরস্ক-সিরিয়া সীমান্তের একটি শহর, তাই আইএস যদি কোবানির দখল নিয়ে নেয়, সেক্ষেত্রে তারা তুরস্কের নিরাপত্তার জন্য কতটা হুমকি হতে পারে – তা নিয়ে আলোচনা শুরু হয়েছে তুরস্কের রাজধানী আঙ্কারায়৷ ন্যাটো ও যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তুরস্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে, চলবে শুক্রবার পর্যন্ত৷ আলোচনায় আইএস-কে ঠেকাতে তুরস্কের সহায়তা চাওয়া হবে৷ কিন্তু তুরস্ক এক্ষেত্রে আগেই একটি শর্ত দিয়ে রেখেছে৷ সেটা হচ্ছে, তারা (তুরস্ক) আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে, যদি যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করে৷ কিন্তু এটা হওয়া সম্ভব নয়৷ কারণ পেন্টাগনের মুখপাত্র বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘‘সত্য হলো, এই মুহূর্তে সিরিয়ার অভ্যন্তরে আমাদের কোনো ইচ্ছুক, যোগ্য ও কার্যকর অংশীদার নেই৷''

জার্মানিতে কুর্দিদের বিক্ষোভ

কোবানিতে আইএস-কে ঠেকাতে তুরস্ক কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় তুরস্ক সহ ইউরোপের কুর্দিরা প্রতিবাদ করছে৷ জার্মানির কয়েকটি শহরে বিক্ষোভ চলছে৷ বুধবার সারা রাত হামবুর্গ ও সেলে শহরে বিক্ষোভ হয়েছে৷ সেখানে প্রতিবাদকারীদের সঙ্গে ইসলামপন্থি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে৷ দক্ষিণপূর্ব তুরস্কে এ ধরনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ