1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমর প্রেমকাহিনি

৮ জানুয়ারি ২০১৩

প্রেম কাকে বলে দেখিয়ে দিলো এক তোতা পাখি! সঙ্গী পাশে নেই বলে অনশন শুরু করে সে৷ শেষমেষ ঢাকার আদালতের আদেশ – হৃদয়বিদারক এ বিচ্ছেদের অবসান হোক৷ অবশেষে তা-ই হচ্ছে৷ প্রেমিকা ফিরে পাচ্ছে তার প্রেমকে৷

Two macaw parrots at Santa Fe Zoo in Medellin, Colombia, on 06 June 2009. Santa Fe is a zoo which works for habitat renovation and the protection and reproduction of endangered species. EPA/EDGAR DOMINGUEZ +++(c) dpa - Bildfunk+++ pixel
ছবি: picture-alliance/dpa

সত্যিই অবাক হবার মতো ঘটনা৷ মানুষে-মানুষে কত মারামারি, হানাহানি! প্রতিদিন কত খুন, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের খবর! এরই মাঝে এক তোতাপাখির অবিশ্বাস্য প্রেমকাহিনি৷ পাখিটির নাম ‘প্রিন্সেস'৷ থাকে বেসরকারি এক চিড়িয়াখানায়৷ চিরিয়াখানার মালিক আব্দুল ওয়াদুদ সুদূর ব্রাজিল থেকে কিনে এনেছিলেন ওকে৷ ভাগ্যটা ভালো ওর৷ এখানে এসে পেয়ে যায় প্রাণসজনীর দেখা৷ সেলিম নামের এক ভদ্রলোক ভাড়া বাসায় উঠবেন, সেখানে তোতাপাখি রাখার সুব্যবস্থা নেই বলে আব্দুল ওয়াদুদের কাছে রেখে যান ছেলে তোতা প্রিন্সকে৷

জীবনে এক প্রেম, এক সঙ্গীতে বিশ্বাসী ওরা (ফাইল ফটো)ছবি: picture-alliance/ ZB

ওভাবেই মিলে যায় প্রিন্স আর প্রিন্সেসের জুটি৷ জমে যায় তোতা-তোতানীর সংসার৷ ২০১১ সালের সেপ্টেম্বরে ছেলেমেয়েও হয় তিনটি৷ সব মিলিয়ে দারুণ সুখের সংসার৷ কিন্তু সে সুখে বাগড়া দেন প্রিন্সের মালিক সেলিম৷ নতুন বাড়িতে ওকে রাখার ব্যবস্থা আছে বলে প্রিন্সকে তাঁর চাই৷ প্রিন্স আর প্রিন্সেসের বিচ্ছেদ হোক ওয়াদুদ সেটা চাননি৷ কিন্তু সেলিম কথা শুনলে তো! জোর করে নিয়ে গেলেন প্রিন্সকে৷ সেদিন, অর্থাৎ গত ৩রা জানুয়ারি থেকে প্রিন্সেসের মুখে রা নেই, খাওয়া-দাওয়া নেই, ওর কাছে জীবন যেন অর্থহীন৷

কিন্তু এভাবে চললে তো বাঁচানোই যাবেনা প্রিন্সেসকে৷ বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হন ওয়াদুদ৷ কাজ হয়েছে তাতে৷ ঢাকার এক ম্যাজিস্ট্রেট আদালত অবিলম্বে প্রিন্সের কাছে প্রিন্সেসকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷ মানে প্রেমকাহিনি এখন সুন্দর সমাপ্তির দিকেই এগোচ্ছে৷

ঘটনাটি শুনে অনেকেই অবাক৷ কিন্তু প্রাণিবিজ্ঞানীরা বলছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলের এ ধরনের পাখিদের বেলায় এটা নাকি খুব স্বাভাবিক৷ সোনালি-নীল এই পাখিরা নাকি বহুগামী নয়৷ অর্থাৎ জীবনে এক প্রেম, এক সঙ্গীতে বিশ্বাসী ওরা৷ তাই সঙ্গী নেই মানে কিছুই নেই৷ একাকি জীবনের অভিসাপ থেকে মুক্তি পেতে না খেয়ে খেয়ে মরে যাওয়া নাকি ওদের জন্য একেবারেই বিচিত্র নয়!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ