এক দফা দাবিতে বিএনপির খুলনায় রোডমার্চ
২৬ সেপ্টেম্বর ২০২৩রোডমার্চ উদ্বোধনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘‘আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য৷ কোন রাজা-রানীর রাজত্ব করার জন্য নয়৷ দেশ আজ হীরক রাজার দেশে পরিণত হয়েছে৷ এভাবে চলতে দেয়া যায় না৷ এখন দড়ি ধরে টান মারা সময় এসেছে'' বলে মন্তব্য করেন মির্জা আব্বাস৷ ''
বাংলাদেশে কর্তৃত্ববাদী-ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷
বক্তব্যের এক পর্যায়ে মির্জা আব্বাস বলেন, ‘‘দেশনেত্রীকে মুক্ত করতে এই সরকারকে বাধ্য করা হবে৷ এক দফার আন্দোলন চূড়ান্ত করেই দেশের মানুষ ঘরে ফিরবে ইনশাল্লাহ৷''
দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার বিএনপির এই আন্দোলনে যোগ দেয়া নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে নিতাই রায় চৌধুরী বলেন, ‘‘রোডমার্চে শুধু বিএনপি নয়, দেখবেন রাস্তার দুই ধারে হাজারো মানুষ দাঁড়িয়ে এই সরকারের পতন দাবি করছে৷''
সমাবেশে উপস্থিত বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘‘এই খুনি জালিম সরকার যতক্ষণ পর্যন্ত বিদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না৷''
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার পরিচালনায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন৷
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপি এই ‘এক দফা' আন্দোলন করছে৷
এসএইচ / কেএম (দ্য ডেইলি স্টার)