1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দশকের মধ্যে বন্ধ হয়ে যাবে জার্মানির পরমাণু কেন্দ্রগুলি

৩০ মে ২০১১

জাপানের পরমাণু বিপর্যয়ই যেন ঘুম ভাঙালো জার্মানির৷ কারণ তারপরই, দেশটির বড় বড় শহরে চলছিল পরমাণু শক্তির বিরুদ্ধে প্রতিবাদ-মিছিল৷ আর এবার, দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর নয় -প্রতিশ্রুতি দিলো জার্মানি৷

পারমাণবিক শক্তির বিরুদ্ধে বিক্ষোভ জার্মানিতেছবি: picture alliance/dpa

সোমবার ভোরে জার্মান পরিবেশমন্ত্রী নরবার্ট ব়্যোটগেন ঘোষণা করলেন, আগামী এক দশকের মধ্যে তাঁদের সব'কটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার পরিকল্পনা করছে জার্মানি৷ রবিবারও এই সংক্রান্ত একটি প্রস্তাব নিয়েই আলোচনা করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও তাঁর সরকারের জোট সঙ্গী দলগুলো৷

প্রস্তাব অনুযায়ী, আগামী ২০২১ সালের মধ্যে তিনটি ছাড়া বাকি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে৷ তবে দেশে আকস্মিক বিদ্যুৎ সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে বাকি তিনটি কেন্দ্র আরও এক বছর চালু রাখা হবে বলে বলা হয়েছে প্রস্তাবটিতে৷

এদিকে ইতিমধ্যে, ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকারের নেতৃবৃন্দ এই প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানা গেছে৷ জাপানের ফুকুশিমায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের পরই গোটা জার্মানিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়৷ আগামী নির্বাচনেও এই ইস্যু একটি বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ