1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দশক পর গাগা-রিহানার মুখোমুখি ব্রিটনি স্পিয়ার্স

২৮ মার্চ ২০১১

বড় বড় শিল্পীদের জীবনেও একটা সময় থাকে যখন তাঁরা এদিক-ওদিক ঢু মেরে উল্টা-পাল্টা ঘটনার জন্ম দেন৷ অবশ্য পরে আবার ঠিক ঠাক শিল্প চর্চায় মন দিয়ে একেবারে সেরা বনে যান৷ ব্রিটনি স্পিয়ার্সের ক্ষেত্রেও হয়তো তেমন কিছুই ঘটতে যাচ্ছে৷

Britney, Spears, award, best, pop, MTV, Music, Awards, Los Angeles, এমটিভি, মিউজিক, অ্যাওয়ার্ড, ব্রিটনি, স্পিয়ার্স
এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড হাতে ব্রিটনি স্পিয়ার্সছবি: AP

প্রেম, বিয়ে, সন্তান, সংসার, মাদকসেবন, আইন-আদালতের কাঠগড়ায় দাঁড়ানোসহ কিছু ঘটন-অঘটনের জন্ম দিতেই প্রায় এক দশক ব্যস্ত ছিলেন নৃত্য ও সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স৷ তবে শেষ পর্যন্ত আবারও শিল্প জগতে মনোনিবেশ করে প্রতিভা শানিত করতে নেমেছেন স্পিয়ার্স৷ বাজারে আসছেন তাঁর সপ্তম অ্যালবাম ‘ফেমে ফ্যাটালে' নিয়ে৷ তবে সংগীত জগতে ফিরে এবার প্রতিযোগিতায় নামতে হয়েছে ইতিমধ্যে জায়গা করে নেওয়া লেডি গাগা, কেটি পেরি এবং রিহানার মতো তুলনামূলকভাবে তরুণ তারকাদের সাথে৷

অবশ্য স্পিয়ার্সের ‘হোল্ড ইট এগেন্সট মি' সম্প্রতি আলোড়ন তুলেছে৷ দীর্ঘদিন ধরে সংগীতের বদলে গণমাধ্যমে শিরোনাম হয়েছে তাঁর নানা ঘটন আর অঘটনের খবর৷ তবে সম্প্রতি আবারও শীর্ষ খবর হচ্ছে স্পিয়ার্সের সংগীত প্রতিভা৷ প্রযোজনা প্রতিষ্ঠান জিভে রেকর্ড এর তথ্য মতে, সম্প্রতি প্রায় সাত কোটি অ্যালবাম বিক্রি হয়েছে স্পিয়ার্সের৷ আর সপ্তম অ্যালবামটির প্রচারণা শুরু করলেন লাস ভেগাসের একটি নাইটক্লাবে৷ এছাড়া রবিবার সানফ্রান্সিসকোতে রেকর্ড করলেন একটি খুদে কনসার্টের৷ যেটা দু'দিন পরেই দেখানো হবে এবিসি টেলিভিশনের সকালের অনুষ্ঠান ‘গুড মর্নিং অ্যামেরিকা'য়৷

যাহোক সমালোচকদের মতে, এক দশক পর বাজারে ফিরে ২৯ বছর বয়সি স্পিয়ার্সকে এই গাগা-রিহানার যুগে বেশ চাপের মুখেই পড়তে হবে৷ অবশ্য, স্পিয়ার্সের ‘ফেমে ফ্যাটালে' নিয়ে দেখা যাচ্ছে মিশ্র আলোচনা৷ রোলিং স্টোন ম্যাগাজিনের কাছে এটি পেয়েছে চার তারকার স্বীকৃতি৷ তারা বলছে, ‘‘ব্রিটনির সেরা অ্যালবাম হতে পারে এই ‘ফেমে ফ্যাটালে''৷ কিন্তু যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার অ্যালেক্সিস পেট্রিডিস এটিকে দিয়েছেন তিন তারকা৷ তিনি বরং এটির কৃতিত্ব বেশি করে দিতে চান দক্ষ প্রযোজকদের৷

প্রায় দুই বছর ধরে ‘ফেমে ফ্যাটালে' নিয়ে কাজ করছেন স্পিয়ার্স৷ তবে এটি নিয়ে কথা বলেছেন খুব অল্পই৷ সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে তাঁর ভাষ্য, ‘‘এ পর্যন্ত আমার যতো কাজ আছে তার মধ্যে ‘ফেমে ফ্যাটালে'ই সেরা৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ