1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেলের ১০ বছর

২২ নভেম্বর ২০১৫

রবিবার জার্মান চ্যান্সেলর হিসেবে ১০ বছর পূর্ণ করছেন আঙ্গেলা ম্যার্কেল৷ কিছু দিন আগে পর্যন্ত তাঁর আধিপত্য নিয়ে কোনো প্রশ্ন উঠতো না৷ অথচ আজ তিনি উদার শরণার্থী নীতির কারণে নিজের শিবিরেই চাপের মুখে পড়েছেন৷

ছবি: Getty Images/AFP/O. Andersen

সাবেক পূর্ব জার্মানির এক যাজকের সন্তান থেকে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর এবং ইউরোপ তথা বিশ্বের প্রথম সারির শক্তিশালী নেতাদের অন্যতম৷ এই জয়যাত্রা এই প্রথম প্রতিরোধের মুখে পড়েছে৷ শরণার্থীদের ঢলের সামনে তিনি যে উদারতা দেখিয়েছেন, সেই কারণে এমনকি নিজের দল তথা রাজনৈতিক শিবিরের মধ্যে তিনি খোলামেলা সমালোচনার মুখে পড়ছেন৷ অথচ কিছুকাল আগে পর্যন্ত তাঁর বিরুদ্ধে মুখ খোলার মতো কোনো নেতা থাকতে পারেন – এমনটা কল্পনাই করা যেত না৷ এই প্রতিরোধ সামলে উঠে ম্যার্কেল কি তাঁর হারানো জায়গা ফিরে পেতে পারবেন? এই বিষয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছে জার্মানির ‘ডি ভেল্ট' সংবাদপত্র৷ তাতে একটি ব্যঙ্গচিত্রও ব্যবহার করা হয়েছে৷

সংবাদ সংস্থা ডিপিএ শরণার্থী নীতির প্রশ্নে ম্যার্কেল-এর বর্তমান চ্যালেঞ্জ নিয়ে এক বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে৷

চ্যান্সেলর হিসেবে ম্যার্কেল-এর এক দশক সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি-ও৷

ম্যার্কেল-এর ১০ বছরের ক্ষমতাকাল মেঘাচ্ছন্ন – লিখেছে ‘দ্য লোকাল জার্মানি'৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ