1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক নারীকে ঘোড়ার আদর

২৭ জুলাই ২০১৬

এক নারীকে আদর করছে একটি ঘোড়া – ইউটিউবে প্রকাশিত এমন এক ভিডিও চমক সৃষ্টি করেছে৷ ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন বারো কোটির বেশি মানুষ৷

Urlaub in Deutschland Schleswig-Holstein
ছবি: AP

ঘোড়া ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ তবে ঘোড়া মানুষকে কতটা ভালোবাসে সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকতে পারে৷ কখনো কখনো এমন খবরও পাওয়া যায় যে, ঘোড়া পিঠ থেকে ফেলে দিয়েছে মালিককে৷ কিংবা পোষ মানতে চাচ্ছে না কিছুতেই৷

যাই হোক, এই ভিডিওটি অবশ্য দিচ্ছে সম্পূর্ণ ভিন্নবার্তা৷ এখানে ঘোড়াকে দেখা যাচ্ছে মোটামুটি এক নারীর প্রতি ভালোবাসায় কাতর৷ দু'জনের মধ্যকার সম্পর্কের গভীরতা বোঝা যায় যখন মেয়েটি ঘোড়াটির কাছ থেকে সরতে চাচ্ছিল তখন৷ এক দৃষ্টিতে ঘোড়াটি চেয়ে থাকে মেয়েটির দিকে৷ যদিও মেয়েটি বারবার আস্বস্ত করছিল, সে কোথাও যাচ্ছে না – কিন্তু ঘোড়ার যেন তা বিশ্বাস হচ্ছিল না৷ এক পর্যায়ে মেয়েটার আদরে স্বস্তি ফেরে সেটির মধ্যে৷

ইউটিউবে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ২০০৭ সালে৷ তবে আলোচনায় আসে সম্প্রতি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন, করছেন৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ