হবিগঞ্জে প্রকাশ্যে সুখিয়া রবিদাস নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ হত্যার আগে তাঁকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ রয়েছে৷ শনিবার সকালে শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুতাং বাজারের সেতুর পশ্চিম পাশে সুখিয়া রবিদাস তাঁর ১২ বছর বয়সি একমাত্র ছোট ভাইকে নিয়ে বাস করে আসছিলেন৷ সুখিয়াদের বাড়ির জায়গা দখলের জন্য এলাকার একটি প্রভাবশালী মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে তাঁদের নির্যাতন করে আসছিল৷ প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শাইলু মিয়া নামের এক ব্যক্তি সুখিয়ার বাড়ি গেলে তিনি ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷
এ সময় শাইলু ভারী একটি কাঠ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সুখিয়া মারা যান৷ এলাকার অনেকেই এ দৃশ্য দেখেছেন৷ তবে কেউ এগিয়ে আসেননি৷ সুখিয়ার ঘনিষ্ঠ আত্মীয় সংবাদ মাধ্যমকে জানান, হত্যার আগে সুখিয়াকে ধর্ষণও করা হয়েছে৷
এদিকে এলাকাবাসীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানায়, আট বছর আগে সুখিয়ার স্বামী মনি লাল দাসকেও হত্যা করা হয়৷ এরপর সুখিয়ার কাকা অর্জুন রবিদাসকে হত্যা করা হয় ২০১৩ সালে৷ শাইলু মিয়া ওই হত্যা মামলার প্রধান আসামি৷ মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন৷ ওই হত্যা মামলার সাক্ষী ছিলেন সুখিয়া রবিদাস৷ তাঁকেও হত্যা করা হলো৷
১০ জুন সুখিয়া রবিদাসকে হত্যার ঘটনাটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর অনেকেই এর নিন্দা জানিয়েছেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হয়েছেন প্রতিবাদমুখর৷
বিচার পাওয়ার আশা যেন দুরাশা
‘বিচারহীনতার সংস্কৃতি’ বাংলাদেশে এখন একটি অতি উচ্চারিত শব্দযুগল৷ বিচার হচ্ছে না কিংবা বিচারের অপেক্ষায় আছে এমন কয়েকটি ঘটনার উল্লেখ থাকছে ছবিঘরে৷
ছবি: dapd
ব্লগার হত্যা
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি টিএসসির সামনে দুর্বৃত্তরা মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে৷ এরপর একে একে হত্যার শিকার হন ব্লগার নীলাদ্রী নিলয়, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর বাবু, প্রকাশক ফয়সল আরেফিন দীপন৷ এ সব হত্যাকাণ্ডের কোনোটির বিচারে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি না হওয়ায় সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক আনিসুজ্জামান৷
ছবি: Privat
সাংবাদিক দম্পতি হত্যা
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়৷ গত চার বছরে এই মামলার তদন্ত থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ হয়ে র্যাব-এর হাতে পৌঁছেছে৷ গত মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমরা প্রত্যেক হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে তার বিচার করতে পেরেছি৷ সাগর-রুনি হত্যাকাণ্ড অন্য কথা৷ ওটা এখানে না আসাই ভালো৷’’
ছবি: DW
ধর্ষণের বিচার
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে ৬৬০ জন নারী গণধর্ষণের শিকার হয়েছেন৷ অথচ কোনো ঘটনারই বিচার হয়নি৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
ত্বকী হত্যা
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে ২০১৩ সালের ৬ মার্চ হত্যা করা হয়৷ হত্যার দুদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়৷ রাষ্ট্রের অনিহা থাকায় এই হত্যাকাণ্ডের বিচার থমকে আছে বলে সম্প্রতি অভিযোগ করেন রফিউর রহমান রাব্বি৷ ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ শামীম ওসমানের পরিবারের জড়িত থাকার অভিযোগ রয়েছে৷
ছবি: Facebook/Taqi.Mancha
তনু হত্যা
চলতি বছরের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মৃতদেহ পাওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ উঠেছিল৷ দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি উঠেছিল৷ কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ তবে তদন্তকাজ চলছে৷
ছবি: Twitter
শিল্প কারখানায় দুর্ঘটনা
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা ধসে এগারশ’র বেশি মানুষের প্রাণ যায়৷ এর মধ্যে বেশিরভাগই পোশাক শ্রমিক ছিল৷ তিন বছরেরও বেশি সময় পর গত জুলাইতে এই ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়৷ ঢাকার এক অনলাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৬ বছরে উল্লেখ্যযোগ্য শিল্প দুর্ঘটনা ঘটেছে ১৮টি৷ এর কোনোটিরই বিচার আজ পর্যন্ত হয়নি৷ প্রতিবেদনটি পড়তে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Reuters
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নীচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়৷ ঘটনার দিনই তাঁর ভাই গুলশান থানায় হত্যা মামলা করেছিলেন৷ এই অভিনেতা খুন হওয়ার পর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও এখনও মামলার বিচার শুরু করা যায়নি৷ আরও তথ্য জানতে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: bdnews24.com
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় মারা যান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন৷ এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলা – দু’টিই হবিগঞ্জে দায়ের হলেও পরে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়৷
ছবি: Facebook/Justice-for-Shah-AMS-Kibria
হতাশ রামুর ক্ষতিগ্রস্তরা
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামু উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে বৌদ্ধপল্লীতে হামলা চালিয়ে ১২টি বৌদ্ধ মন্দির ও ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে একদল লোক৷ ঐ ঘটনার চার বছর পরও মামলা গতিশীল না হওয়ায় হাতাশা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা৷ পিপি মমতাজ আহমদ সম্প্রতি বলেন, এই হামলার ঘটনায় দায়ের করা ১৯টি মামলায় ইতোমধ্যেই অভিযোগ গঠন করা হয়েছে৷ আরও তথ্য জানতে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: AFP/Getty Images
নারী নির্যাতনের মামলা ৫,০০৩টি, রায় ৮২০টির
২০১৫ সালে প্রকাশিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক জরিপ বলছে, গত নয় বছরে দেশের নয়টি মেডিকেল কলেজ হাসপাতালে ২২,৩৮৬ জন নারী ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় চিকিৎসা নেন৷ এই ঘটনাগুলোর বিচারিক প্রক্রিয়ায় দেখা গেছে এ সব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৫,০০৩টি৷ রায় ঘোষণা হয়েছে ৮২০টি, শাস্তি হয়েছে ১০১ জনের৷ শতকরা হিসাবে রায় ঘোষণার হার ৩.৬৬ এবং সাজা পাওয়ার হার ০.৪৫ শতাংশ৷
ছবি: dapd
10 ছবি1 | 10
হেসেইন আহমেদ তোফায়েল লিখেছেন, ‘‘বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ নিয়ে আর লিখতে ইচ্ছা করে না৷ কিন্তু ঘটনাটা আমার বাড়ি থেকে ৪/৫ কিলোমিটার এলাকার মধ্যে হওয়ায় আর চুপ থাকতে পারলাম না৷ দেশের প্রধান মিডিয়াগুলোর মধ্যে ২/১ টা ছাড়া ঘটনা টি সেইভাবে কোনো মিডিয়াতে আসেনি৷ এক ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম অপরাধী স্থানীয় এলাকায় যথেষ্ট ক্ষমতাধর এবং রাজনৈতিকভাবেও যথেষ্ট ক্ষমতাবান হওয়ায় বিষয়টা নিয়ে এলাকাবাসীরা কথা বলতে ভয় পাচ্ছে৷ সবার উচিত প্রতিবাদ করে অপরাধীর শাস্তি নিশ্চিত করা৷’’
আনহা এফ খান ফেসবুকে লিখেছেন, ‘‘হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অশালীন প্রস্তাবে রাজি না হওয়ায় কারণে ওই নারীকে হত্যা করেন শাইলু৷ রাষ্ট্র এবং রাষ্ট্রের ক্ষমতাভোগী অংশের জমিখেকোপনা কী নিরিবিলি গ্রোগ্রাসে এগিয়ে চলে৷’’
রিপন কুমার দাস সুখিয়া হত্যার বিচার দাবিতে ১৩ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাজারের বিধবা নারী সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও পিটিয়ে হত্যাকারী নরপিশাচ শাইলু মিয়ার ফাঁসি এবং তার স্বামী মনিলাল রবিদাস ও কাকা অর্জুন রবিদাস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশের সবাই অংশ নিন৷’’
মোহন রবিদাস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘‘সুখিয়া বাড়ি থেকে দৌড়ে পালানোর পর সড়কে প্রকাশ্যে তাঁকে হত্যা করা হয়েছে৷ অনেকেই এ দৃশ্য দেখেছেন, তবে তাঁকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে যাওয়ার সাহস পায়নি৷’’
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নীল সাধু৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘স্থানীয় থানার ওসি হত্যাকরীকে বাঁচানোর জন্য উল্টে সুখিয়া রবিদাসের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, হত্যাকারীর সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল৷ অর্থাৎ কিনা স্বামী ও চাচার হত্যাকারীর সাথে বাদির অনৈতিক সম্পর্ক! ৭১ টিভি একটি প্রতিবেদন করেছে৷ তারা বলছে, এই হতদরিদ্র, অসহায় পরিবারটির ভিটে জমি দখল করার জন্য তাদের বার বার এখান থেকে সরানোর চেষ্টা করা হয়েছে৷ তাদের বাড়ি-ঘর ভেঙে দিয়েছে৷ কিন্তু তারপরও সুখিয়া রবিদাসের পরিবার ভিটে ছাড়েনি৷ বার বার হত্যাকারী টাকার জোরে পার পেয়ে যায়৷ সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’’
শামসুল আলম ভীষণ দুঃখে লিখেছেন, ‘‘আমরা যখন ক্রিকেটে জয় উদযাপনে ব্যস্ত, তখন একটা অমানবিক মধ্যযুগীয় বর্বর হত্যাকাণ্ড ঘটে যায় হবিগঞ্জে৷ ধর্ষণের পর প্রক্যাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্বামীরা এক বিধবা নারীকে৷ প্রতিবাদ হবে কি? হবে কি আরেকটা আওয়াজ? ওই পাষণ্ড ঠাণ্ডা মাথার খুনির শাস্তি হবে কি? আওয়াজ না তুললে তো এই দেশে কোনো বিচার হয় না৷ অপরাধী বেরিয়ে যায় অন্ধ আইনের ফাঁকফোকর দিয়ে৷’’
মুকিদ চৌধুরী লিখেছেন, ‘‘এই হত্যার দায় কী সমাজ, ধর্ম ও রাষ্ট্র এড়িয়ে যেতে পারে? তীব্র নিন্দা জানাই৷’’
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...