সৌদি আরবের সাংবাদিক জামাল খাশগজি হত্যার এক বছর পার হলেও এখনো আলোচিত এই হত্যাকাণ্ডটি অমীমাংসিত রয়ে গেছে৷
বিজ্ঞাপন
সৌদি যুবরাজ মোহামেদ বিন সালমান এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে যুক্তরাষ্ট্রের সিবিএস খবর প্রকাশ করলেও তিনি এই হত্যার আদেশ দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, এটি ছিল দুর্বৃত্তদের অপারেশন৷
দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশগজি৷ সেখান থেকে তিনি আর বের হননি৷ পরে জানা যায় তাঁকে কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে৷
টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ সাংবাদিকরা
সত্য উন্মোচনে ঝুঁকিপূর্ণ কাজের জন্য জামাল খাশগজিসহ চার সাংবাদিক ও দ্য ক্যাপিটাল গ্যাজেট অফ অ্যানাপোলিসকে ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন৷ সহযোদ্ধা হিসেবে উঠে এসেছে বাংলাদেশের শহীদুল আলমের নামও৷
ছবি: Reuters/Time Magazine
জামাল খাশগজি
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাশগজি মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের রাজনীতি বিষয়ে ওয়াশিংটনে পোস্টে নিয়মিত কলাম লিখতেন৷ পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন তিনি৷ অক্টোবরে ইস্তান্বুলেন সৌদি দূতাবাসে গেলে সেখানেই নিহত হন তিনি৷ তুরস্ক তাঁকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ করলেও, সৌদি আরব তা অস্বীকার করে আসছে৷
ছবি: Reuters/Time Magazine
ক্যাপিটাল গেজেট
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের পত্রিকা ক্যাপিটাল গেজেটকেও ‘পারসন অফ দ্য ইয়ারের’ স্বীকৃতি দেয়া হয়েছে৷ জুন মাসে পত্রিকাটির অফিসে একটি বন্দুক হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন৷ কিন্তু তারপরও থেমে থাকেনি পত্রিকাটি৷ বরং এরপর থেকে আরো বেশি অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিয়েছে৷
ছবি: Reuters/Time Magazine
রয়টার্স সাংবাদিক
মিয়ানমারে সাত বছরের কারাদণ্ড হয়েছে রয়টার্সের দুই সাংবাদিক কিয়াও সোয়ে উ এবং ওয়া লোনের৷ রোহিঙ্গা ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে তাঁদের ওপর ক্ষিপ্ত হয় দেশটির সরকার৷ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যার তথ্য উন্মোচনের দায়ে তাঁদের আটক করা হয়, অভিযোগ আনা হয় রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের৷ তারা এখন কারাবন্দি৷
ছবি: Reuters/Time Magazine
মারিয়া রেসা
ফিলিপাইন্সের ৫৫ বছর বয়সি নারী মারিয়া রেসা ব়্যাপলার নামে একটি অনলাইন নিউজ সাইটের প্রতিষ্ঠাতা৷ দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’র একজন কঠোর সমালোচক তিনি৷ এই ‘তথাকথিত যুদ্ধে’ ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানুয়ারিতে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সম্প্রতি ব়্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে৷ এর ফলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর৷
ছবি: Reuters/Time Magazine
বাংলাদেশের শহীদুল আলম
বাংলাদেশের শহীদুল আলমের কথাও উঠে এসেছে টাইমের ঘোষণায়৷ এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করায় ‘মিথ্যা’ এবং ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ এনে তাঁকে ১০০ দিনের বেশি সময় কারারুদ্ধ করে রাখার কথা বলা হয়েছে ম্যাগাজিনের প্রতিবেদনে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
5 ছবি1 | 5
সৌদি রাজ পরিবারের এক সময়ের ঘনিষ্ঠজন থেকে কড়া সমালোচক হয়ে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশগজি৷ বিশেষ করে নিজের শেষ কয়েকটি কলামে সৌদি যুবরাজ মোহামেদ বিন সালমানের দেশকে আধুনিক করার নানা উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি৷
খাশগজি নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক তাঁকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে এবং সৌদি যুবরাজ তাঁকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে দাবি করে৷
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও বলছেন, খাশগজিকে হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ' তাদের কাছে রয়েছে৷ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'ও বারবার বলেছে, সৌদি যুবরাজ সালমান সম্ভবত এই হত্যার নির্দেশ দিয়েছিলেন৷
এই হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যাজনস ক্যালামার্ড বলেন, মাস্টারমাইন্ডদের বিচারের অন্তর্ভুক্ত করা হয়নি৷ কেন ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলো? অন্যদের কেন বিবেচনা করা হলো না? হত্যাকারীদের দলে তো ১৫ জন ছিল, তাদের সহযোগীরা রিয়াদে আছে৷ এই মামলায় কেন সাদ আল-কাহতানিকে অন্তর্ভুক্ত করা হলো না?
কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ ইয়াসমিন ফারুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘সৌদি আরব যদি খাশগজি হত্যার জন্য তাদের নিজেদের লোককে দায়ী করে এবং প্রসাদের কেউ এই হত্যার নির্দেশ দেন... তবে এটি তাদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে৷''
এই হত্যাকাণ্ডের তদন্ত সব সময় নজরে রাখা হবে জানিয়ে ফারুক বলেন, ‘‘এই হত্যার বিচারে ত্রুটি থাকলেও তিনি বিশ্বাস করেন একটি বিশ্বাসযোগ্য সত্যে পৌঁছানোর পর খাশগজি হত্যার ন্যায় বিচার হবে৷''