1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে অ্যাঞ্জেলিনা জোলির আয় তিন কোটি ডলার

৭ জুলাই ২০১১

হলিউড অভিনেত্রীদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং সারাহ জেসিকা পার্কার৷ তাদের পরেই রয়েছেন জেনিফার অ্যানিস্টন এবং রিজ উইদারস্পুন৷

Florian Henckel von Donnersmarck, Angelina Jolie und Johnny Depp. Photocall zum Kinofilm THE TOURIST im Hotel Adlon. Berlin 14.12.2010
দ্য টুরিস্ট ছবির প্রধান চরিত্র এবং পরিচালকের সাথে জোলিছবি: picture-alliance/Geisler-Fotopress

গত বছরের মে মাস থেকে এই বছরের মে মাস পর্যন্ত জোলি এবং পার্কার ছবি থেকে আয় করেছেন তিন কোটি ডলার করে৷ আপাতত এটাই এখন পর্যন্ত বাকি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ৷ এই বছর অ্যাঞ্জেলিনা জোলির ‘সল্ট' এবং ‘দ্য টুরিস্ট' মুক্তি পেয়েছে৷ পরেরটিতে তিনি অভিনয় করেছেন জনি ডেপ এর সঙ্গে৷ ‘সল্ট' মোটামুটি ব্যবসা করলেও ‘দ্য টুরিস্ট' ছবিটি শুরুর দিকে মনে হচ্ছিল ফ্লপ করবে, কিন্তু পরে দেখা যায় বেশ সাড়া ফেলেছে সিনেমা হলগুলোতে৷ শেষ পর্যন্ত ২৮ কোটি ডলার আয় করেছে ছবিটি৷ আর জোলিরও পকেট ভারি হয়েছে তার ফলে৷

অন্যদিকে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি' তারকা সারাহ জেসিকা পার্কার তাঁর জনপ্রিয় সিরিজটি থেকেই বেশি আয় করছেন৷ গত বছরে এই সিরিজের প্রথমটির চেয়ে দ্বিতীয় ছবিটি বেশ সাড়া ফেলে৷ তাদের পরেই রয়েছেন জেনিফার অ্যানিস্টন এবং অস্কার বিজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুন৷ দু'জনেরই আয় দুই কোটি আশি লাখ ডলার করে৷ বিগত ২০০৯ সালে অ্যানিস্টনের করা ‘ম্যানেজমেন্ট' ছবিটি দশ লাখ ডলারও আয় করতে পারেনি, কিন্তু পরের ‘দ্য বাউন্টি হান্টার' ছবিটি বেশ সাড়া ফেলে৷ এছাড়া তার নতুন ছবি ‘জাস্ট গো' থেকেও বেশ ভালো পয়সা কামিয়েছেন এই অভিনেত্রী৷

দ্য টুরিস্ট ছবির একটি দৃশ্যছবি: kinowelt

পঞ্চম স্থানে রয়েছেন অস্কার বিজয়ী তারকা জুলিয়া রবার্টস৷ সম্প্রতি টম হ্যাংকস এর সঙ্গে করা তার ‘ল্যারি ক্রোন' মুক্তি পেয়েছে৷ যদিও ছবিটি এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেনি৷ কিন্তু জুলিয়া রবার্টস বলে কথা, তাই তার চেকটি বরাবরই অন্যদের চেয়ে ভারি হয়৷ গত এক বছর আয় করেছেন তিনি দুই কোটি ডলার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ